সোমবার, ৮ জুলাই, ২০১৯ ০০:০০ টা

দশম শ্রেণির পড়াশোনা : পদার্থবিজ্ঞান

ফরহাদ হোসেন, শিক্ষক

বহুনির্বাচনী প্রশ্ন

 

১. ড. অটো কত সালে চতুর্ঘাত ইঞ্জিন সফলতার সঙ্গে চালু করেন?

ক. ১৭৮৬ সালে

খ. ১৮৮৬ সালে

গ. ১৮৯৬ সালে

ঘ. ১৮৫০ সালে

২. একটি বাতি থেকে ৪স দূরে কোনো বিন্দুর দীপন তীব্রতা 5cdm-2  হলে বাতির দীপন ক্ষমতা কত হবে?

ক. 20 cd

খ. 80 cd

গ. 80 লুমেন

ঘ. 100 cd

৩. ফটোতড়িৎ প্রক্রিয়া কোন তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায়?

ক. তড়িৎ চম্বুকতত্ত্বের

খ. কোয়ান্টাম তত্ত্ব

গ. কণা তত্ত্ব

ঘ. তরঙ্গ তত্ত্ব

৪. খড়ের ঘর গরমকালে ঠা-া ও শীতকালে গরম থাকে, কারণ-

i. খড় তাপের কুপরিবাহক

ii. খড়ের ফাঁকে আবদ্ধ বায়ু তাপের কুপরিবাহক

iii. খড়ের মধ্যে দিয়ে সূর্যের তাপ বিকিরিত হতে পারে না

নিচের কোনটি সঠিক?

ক. i                  খ. i ও ii

গ. ii ও iii           ঘ. iii

৫. পানির সাপেক্ষে বায়ুর প্রতিসরণাঙ্ক কত?

ক. ১.৫              খ. ১.৩৩

গ. .৭৫              ঘ. .৬৬

৬. অপটিক্যাল ফাইবার ব্যবহৃত হয়-

i. ডাটা ট্রান্সফার করতে

ii. যোগাযোগ ও ইন্টারনেট ব্যবস্থায়

iii. মহাকাশ গবেষণায়

নিচের কোনটি সঠিক?

ক. i          খ. i ও ii

গ. ii          ঘ. ii ও iii

 

উত্তরমালা : ১. খ ২. খ ৩. খ ৪. খ ৫. গ ৬. গ

সর্বশেষ খবর