শিরোনাম
শনিবার, ৩ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

নবম-দশম শ্রেণির পদার্থবিজ্ঞান

মোহাম্মদ জিল্লুর রহমান, সিনিয়র শিক্ষক

নবম-দশম শ্রেণির পদার্থবিজ্ঞান

অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন

 

নবম অধ্যায় : আলোর প্রতিসরণ (Refraction of Light)

১. আলোর প্রতিসরণ কাকে বলে?

উত্তর : আলোকরশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তীর্যকভাবে প্রবেশ করলে দুই মাধ্যমের বিভেদতলে এর দিক পরিবর্তন হয়। আলোকরশ্মির এই দিক পরিবর্তনের ঘটনাকে আলোর প্রতিসরণ বলে।

২. অ্যাকুয়াস হিউমার কাকে বলে?

উত্তর : কর্নিয়া ও চু লেন্সের মধ্যবর্তী স্থান যে স্বচ্ছ লবণাক্ত জলীয় পদার্থে পূর্ণ থাকে, তাকে অ্যাকুয়াস হিউমার বলে।

৩. আলোক কেন্দ্র কী?

উত্তর : লেন্সের প্রধান আরও ওপর অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু, যার মধ্য দিয়ে কোনো রশ্মি অতিক্রম করলে প্রতিসরণের পর লেন্সের অপর পৃষ্ঠ থেকে নির্গত হওয়ার সময় আপতিত রশ্মি সমান্তরালভাবে নির্গত হয়, তাকে আলোককেন্দ্র বলে।

৪. ক্রান্তি কোণ কাকে বলে?

উত্তর : আলোকরশ্মি ঘন থেকে লঘুতর মাধ্যমে গমনের সময় একটি নির্দিষ্ট আপতন কোণের জন্য প্রতিসরণ কোণ ৯০ ডিগ্রি হয়, অর্থাৎ প্রতিসৃত রশ্মি বিভেদতল ঘেঁষে যায়। ওই আপতন কোণকে ক্রান্তি কোণ বলে।

৫. স্নেলের সূত্রটি লেখ।

উত্তর : এক জোড়া নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুব থাকে।

৬. বক্রতার কেন্দ্র কী?

উত্তর : লেন্সের উভয় পৃষ্ঠই একেকটি নির্দিষ্ট গোলকের অংশ। প্রতিটি গোলকের কেন্দ্রকে ওই পৃষ্ঠের বক্রতার কেন্দ্র বলে।

৭. লেন্স কী?

উত্তর : দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে।

৮. এক ডাই-অপ্টার কী?

উত্তর : এক মিটার ফোকাস দূরত্ববিশিষ্ট কোনো লেন্সের ক্ষমতাকে এক ডাই-অপ্টার বলে।

৯. প্রতিসরণাঙ্ক কাকে বলে?

উত্তর : এক জোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটি ধ্রুব সংখ্যা। ধ্রুব সংখ্যাকে প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক বলে।

১০. দর্শনানুভূতির স্থায়িত্বকাল কাকে বলে?

উত্তর : চোখের সামনে কোনো বস্তু রেখে চোখ থেকে বস্তুটি সরিয়ে নেওয়ার পর ০.১ সেকেন্ড পর্যন্ত এর অনুভূতি মস্তিষ্কে থেকে যায়। এই সময়কালকে দর্শনানুভূতির স্থায়িত্বকাল বলে।

১১. লেন্সের ক্ষমতা কাকে বলে?

উত্তর : সমান্তরালভাবে আসা আলোকরশ্মিগুচ্ছকে  কোনো লেন্সের অভিসারী বা অপসারী করার সামর্থ্যকে লেন্সের ক্ষমতা বলে।

১২. স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব কী?

উত্তর : যে নিকটতম দূরত্ব পর্যন্ত চোখ বিনা শান্তিতে স্পষ্ট দেখতে পায়, তাকে স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব বলে। স্বাভাবিক চোখের জন্য স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব প্রায় ২৫ সেন্টিমিটার।

১৩. পূর্ণ-অভ্যন্তরীণ প্রতিফলন কাকে বলে?

উত্তর : আলো যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের বিভেদতলে ক্রান্তি কোণের চেয়ে বড় কোণে আপতিত হয়, তখন আলোকরশ্মি প্রতিসরিত না হয়ে প্রতিফলনের সূত্রানুসারে আবার ঘন মাধ্যমে পূর্ণরূপে প্রতিফলিত হয়। একে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে।

১৪. উত্তল লেন্সের মতো ধনাত্মক না ঋণাত্মক?

উত্তর : উত্তল লেন্সের মতো ধনাত্মক।

১৫. দর্পণের ফোকাসতল কী?

উত্তর : গোলীয় দর্পণের প্রধান ফোকাসের মধ্য দিয়ে প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে যে সমতল কল্পনা করা হয়, তাকে দর্পণের ফোকাসতল বলে।

১৬. আলোর কোন ধর্ম কাজে লাগিয়ে অপটিক্যাল ফাইবার তৈরি করা হয়?

উত্তর : আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ধর্মকে কাজে লাগিয়ে অপটিক্যাল ফাইবার তৈরি করা হয়।

সর্বশেষ খবর