রবিবার, ১৮ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

এসএসসির পড়াশোনা : ফিন্যান্স ও ব্যাংকিং

মুহাম্মদ জিল্লুর রহমান : সিনিয়র শিক্ষক

এসএসসির পড়াশোনা : ফিন্যান্স ও ব্যাংকিং

বহুনির্বাচনী প্রশ্ন

 

১.  বর্তমানে অর্থায়নকে কি হিসেবে ব্যবহার করা হয়?

ক. ব্যবস্থাপনা সহায়ক প্রক্রিয়া

খ. অর্থায়ন ব্যবস্থাপনা

গ. ব্যবসায়ের মূল চালিকাশক্তি

ঘ. অর্থায়ন নিয়ন্ত্রণ প্রক্রিয়া

২.  বিশ্বব্যাংক কোন জাতীয় অর্থায়নের সঙ্গে জড়িত?

ক. পারিবারিক   খ. সরকারি

গ. আন্তর্জাতিক                ঘ. অব্যবসায়ী

৩. কত সালে যুক্তরাষ্ট্রে চরম মন্দা দেখা দেয়?

ক. ১৯৩০         খ. ১৮৪০

গ. ১৬৫০          ঘ. ১৭৬০

৪. বছরে চক্রবৃদ্ধি সংখ্যাকে কোন প্রতীক দ্বারা প্রকাশ করা হয়?

ক. m  খ. n      গ. i       ঘ. r

৫.  ঋণের মাধ্যমে দীর্ঘমেয়াদি তহবিল গৃহীত হলে কিভাবে ঋণ পরিশোধ করতে হয়?

ক. কিস্তিতে    খ. নির্দিষ্ট মেয়াদান্তে

গ. চুক্তি অনুসারে ঘ. সুদসহ আসল

৬.  সাউথ ইস্ট ব্যাংক ৭ বছরের টাকা দ্বিগুণ হওয়ার শর্তে আমানত সংগ্রহ করেছে। এ ক্ষেত্রে সুদের হার কত?

ক. ১০.২৪%    খ. ১০.২৮%

গ. ১০.৩০%   ঘ.১১.২৮%

৭. ব্যবসায় প্রতিষ্ঠানের পরিচালনা ব্যয় মেটাতে অক্ষমতা কোন ঝুঁকি?

ক. আর্থিক ঝুঁকি  খ. তারল্যঝুঁকি

গ. ব্যবসায়িক ঝুঁকি ঘ. সুদের হারের ঝুঁকি

উদ্দীপকটি পড়ে ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:

রাসেল তার জমানো ২ লাখ টাকা কোনো মুনাফাজনক ক্ষেত্রে বিনিয়োগ করতে চায়। তবে তার টাকা প্রয়োজনবোধে নগদে রূপান্তর করার সুযোগ পেতে চায়। তার বন্ধুর মতে, বন্ডে বিনিয়োগ নিরাপদ। রাসেল টাকা শেয়ারে বিনিয়োগ করতে চায়।

৮. রাসেল বিনিয়োগকারী হিসেবে কোন ঝুঁকির সম্মুখীন?

ক. সুদের হারের ঝুঁকি         খ. আর্থিক ঝুঁকি

গ. ব্যবসায়িক ঝুঁকি           ঘ. তারল্যঝুঁকি

৯.  ব্যবসায় অর্থায়নে ঝুঁকি কী?

ক. প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয় বেশি হলে

খ. আদর্শ ঝুঁকির সমষ্টি

গ. প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফল থেকে ভিন্ন হওয়ার সম্ভাবনা

ঘ. বিক্রয় আয়ে অস্থিতিশীলতা

১০. মূলধন বাজেটিংয়ের প্রথম ধাপ কী?

i. নগদ আন্তঃপ্রবাহ প্রাক্কলন

ii. নগদ বহিঃপ্রবাহ প্রাক্কলন

iii. চলতি খরচ পূর্বানুমান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii       খ. i ও iii

গ. ii ও iii      ঘ. i, ii ও iii

১১. তারল্য ঝুঁকির সম্মুখীন হতে হয়-

i. শেয়ারহোল্ডারদের        

ii. বন্ডহোল্ডাদের 

iii. ডিভেঞ্চারহোল্ডারদের

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii       খ. i ও iii

গ. ii ও iii      ঘ. i, ii ও iii

১২. মুন আলিফ অ্যান্ড কোংয়ে ৩০০০০ টাকা বিনিয়োগ করে। আলিফ অ্যান্ড কোংয়ের মালিক আলিফ মুনকে বিনিয়োগের ওপর ১০% সুদ দিতে প্রস্তুত। ওই প্রতিষ্ঠান থেকে মুনের প্রত্যাশিত আয় আলিফের জন্য কী?

ক. ঋণের ব্যয় 

খ. কর-পূর্ব ব্যয়

গ. মূলধনের ব্যয়

ঘ. বিনিয়োগের মুনাফা

১৩. জামানতবিহীন ব্যাংকঋণ কোন ধরনের অর্থায়নের উৎস?

ক. স্বল্পমেয়াদি   খ. মধ্যমেয়াদি

গ. দীর্ঘমেয়াদি                   ঘ. মধ্য ও দীর্ঘমেয়াদি

১৪. কোম্পানি দেউলিয়া হলে সবার আগে কার দায় মেটাবে?

ক. পাওনাদার      

খ. বন্ডহোল্ডার

গ. অগ্রাধিকার শেয়ারহোল্ডার

ঘ. সাধারণ শেয়ারহোল্ডার

১৫. সম্পূর্ণ অভ্যন্তরীণ উৎস থেকে তহবিল সংগ্রহ করলে কোন ঝুঁকির সৃষ্টি হয়?

ক. ব্যবসায়িক     খ. আর্থিক

গ. তারল্য          ঘ. সুদহার

১৬. প্রাপ্য বিলের মেয়াদ সাধারণত কয় মাস?

ক. ৩ মাস         খ. ৬ মাস

গ. ৯ মাস          ঘ. ১২ মাস

১৭. সিনহা গ্রুপ একটি ব্যাংক থেকে ১২% সুদে ৫০,০০০ টাকা ঋণ নিল। কর হার ৪০% হলে, সিনহা গ্রুপের ঋণ মূলধন ব্যয় কত হবে?

ক. ৭%  খ. ৭.২%               গ. ১২%  ঘ. ১৬.৮%

১৮. টয়োটা লিমিটেডের ৬০ লাখ শেয়ার রয়েছে। কোম্পানিটি যদি ৩ : ১ অনুপাতে স্টক লভ্যাংশ ঘোষণা করে, তাহলে মোট শেয়ারের সংখ্যা কত হবে?

ক. ৬০ লাখ        খ. ৭০ লাখ

গ. ৮০ লাখ        ঘ. ৯০ লাখ

উদ্দীপকটি পড় এবং ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও:

ব্যাংক এশিয়ায় জনাব শরিফের একটি হিসাব রয়েছে। তিনি তাঁর সম্পত্তির দলিল ও স্বর্ণালঙ্কার ব্যাংকে সংরক্ষণ করেন।

১৯. জনাব শরিফের ব্যাংক এশিয়ার সঙ্গে কোন ধরনের সম্পর্ক বিদ্যমান?

ক. অংশীদারী   খ. আইনগত

গ. লেনদেনের  ঘ. মুনাফাগত

২০. উদ্দীপকের ব্যাংক এশিয়া জনাব শরিফের কী হিসাবে কাজ করেছে?

ক. পাওনাদার     খ. প্রাপক

গ. প্রতিনিধি        ঘ. অছি

২১. নিরীক্ষকের বিল বাণিজ্যিক ব্যাংকের কী হিসাব ব্যবহার করা হয়?

ক. আয়                                খ. ব্যয়

গ. তহবিল           ঘ. মুনাফা

২২. নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যাবলি?

i. মূলধন বিনিয়োগ

ii. মূলধন গঠন

iii. অছি হিসাবে কাজ

ক. i ও ii       খ. i ও iii

গ. ii ও iii      ঘ. i, ii ও iii

২৩. ব্যাংক হিসাব খুলতে কোনটার প্রয়োজন হয় না?

ক. গ্রাহক পরিচিতি ফরম

খ. গ্রাহকের আয়ের উৎস

গ. কর্মস্থলের ঠিকানা

ঘ. গ্রাহকের শিক্ষাগত যোগ্যতাপত্র

নিচের কোনটি সঠিক?

২৪. বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক কতজন?

ক. ৪ জন        খ. ৭ জন

গ. ১০ জন       ঘ. ১২ জন

উদ্দীপকটি পড় এবং ২৫ ও ২৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:

চ, ছ, জ ও ঝ ব্যাংক চারটি এম ব্যাংকের অনুমোদন নিয়ে প্রতিষ্ঠিত। কিন্তু চ ব্যাংক ছ, জ ও ঝ ব্যাংকের মালিকানার যথাক্রমে ৫৫%, ৫৮% ও ৬২% শেয়ারের মালিক। ব্যাংক চারটি সমন্বিতভাবে এম ব্যাংকের নির্দেশনা মোতাবেক কার্যক্রম পরিচালনা করে।

২৫. উদ্দীপকে বর্ণিত ব্যাংক চারটির সমন্বিত কাঠামোর ধরনটি কী?

ক. গ্রুপ ব্যাংক     খ. চেইন ব্যাংক

গ. শাখা ব্যাংক     ঘ. মিশ্র ব্যাংক

২৬. উদ্দীপকে বর্ণিত অবস্থায়

i. পারস্পরিক প্রতিযোগিতা বৃদ্ধি পায়

ii. হোল্ডিং কোম্পানির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়

iii. শক্তিশালী ব্যাংক কাঠামো গড়ে ওঠে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii       খ. i ও iii

গ. ii ও iii      ঘ. i, ii ও iii

২৭. সঞ্চয়ী হিসাব কাদের জন্য উপযোগী?

ক. ব্যবসায়ী 

খ. ক্ষুদ্র ব্যবসায়ী

গ. নির্দিষ্ট আয়ের জনগণ

ঘ. অনির্দিষ্ট আয়ের জনগণ

২৮. মুদ্রা বিনিয়োগকারীদের জন্য বিশেষ গুরুত্ব বহনকারী ব্যাংক হিসাব কোনটি?

ক. সঞ্চয়ী     খ. স্থায়ী

গ. ডিপিএস   ঘ. আরএফসিডি

২৯. ‘কেন্দ্রীয় ব্যাংক হলো ব্যাংকিং সমাজের নেতা, রাজা ও সূর্য সব কিছু’ এটা কার উক্তি?

ক. অধ্যাপক সোয়ার্স  

খ. অধ্যাপক কিসচ

গ. অধ্যাপক এলকিন  

ঘ. ড. এস এন সেন

৩০. বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে?

ক. ১৯৭১             খ. ১৯৭২

গ. ১৯৭৩             ঘ. ১৯৭৪

 

উত্তরমালা : ১. গ, ২. খ, ৩. ক, ৪. ক, ৫. গ, ৬. খ, ৭. গ, ৮. ঘ, ৯. গ, ১০. ঘ, ১১. গ, ১২. গ, ১৩. ক, ১৪. খ, ১৫. ক, ১৬. ক, ১৭. খ, ১৮. গ, ১৯. খ, ২০. ঘ, ২১. খ, ২২. খ, ২৩. ঘ, ২৪. ঘ, ২৫. ক, ২৬. খ, ২৭. গ, ২৮. গ, ২৯. ঘ, ৩০. খ

সর্বশেষ খবর