রবিবার, ১৮ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ষষ্ঠ শ্রেণির : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

সুকুমার মন্ডল : সিনিয়র শিক্ষক

বহু নির্বাচনী প্রশ্ন

 

১.  ই-কার্ড কোথায় পাওয়া যায়?

ক. স্কুলে         খ. বাজারে

গ. ইন্টারনেটে  ঘ. শপিংমলে

২. রাস্তাঘাট চিনতে গাড়ির ড্রাইভার কোনটি ব্যবহার করে?

ক. এপিএস  খ. জিপিএস

গ. নোটবুক  ঘ. ইমেইল

৩. টুইটারের উদ্দেশ্য কী?

ক. ভিডিও দেখা     খ. গান শোনা

গ. সংবাদ বিনিময়  ঘ. সামাজিক যোগাযোগ

৪. অফিসে না এসেও অফিসের কাজ চলছে এ রকম অফিসকে বলে

ক. ভার্চুয়াল অফিস     খ. কম্পিউটার অফিস

গ. ইকোচুয়াল অফিস  ঘ. অফ ট্র্যাক অফিস

৫. আপলোড করা বলতে বোঝায়?

ক. কোনো ফাইল কম্পিউটারে কপি করা

খ. কম্পিউটার থেকে কোনো ফাইল ওয়েবসাইটে দেওয়া

গ. ওয়েবসাইট থেকে কোনো ফাইল কম্পিউটারে নিয়ে আসা

ঘ. কোনো ফাইল কম্পিউটারে কাট করা

৬. ডাউনলোড করা বলতে বোঝায়

ক. কোনো ফাইল কম্পিউটারে কপি করা

খ. কম্পিউটার থেকে কোনো ফাইল ওয়েবসাইটে দেওয়া

গ. ওয়েবসাইট থেকে কোনো ফাইল কম্পিউটারে নিয়ে আসা

 ঘ. কোনো ফাইল কম্পিউটারে কাট করা

৭. উপগ্রহ পৃথিবীতে

i. সংকেত পাঠায়

ii. সংকেতকে বিশ্লেষণ করে

iii. ডাটা নষ্ট করে ফেলে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                         খ. i ও iii

গ. ii ও iii     ঘ. i, ii ও iii

৮. সামাজিক যোগাযোগের মাধ্যম হলো

i. ফেসবুক

ii. টুইটার

iii. ইয়াহু

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                           খ. i ও iii

গ. ii ও iii     ঘ. i, ii ও iii

৯. মনের ভাব প্রকাশ করাকে টুইটারে বলে?

ক. টুইট                খ. সুইট

গ. স্ট্যাটাস          ঘ. স্ট্যাট

১০. SMS শব্দের পূর্ণরূপ কী?

ক. Short Mail Service

খ. Short Mesage Service

গ.  Short Mail Service    

ঘ. Short Money Service

১১. পয়েন্টিং ডিভাইস বলা হয়

ক. কিবোডকে   খ. মাউসকে

গ. ওসিআরকে                  ঘ. স্ক্যানারকে

১২. ডিজিটাল প্রতিলিপি তৈরি করার যন্ত্রের নাম

ক. কিবোড         খ. স্ক্যানার

গ. মনিটর            ঘ. মাউস

১৩. মাউসের ব্যবহার বেশি দেখা যায়

i. চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমে

ii.  মেন্যুভিত্তিক অপারেটিং সিস্টেমে

iii. টেও-ভিত্তিক অপারেটিং সিস্টেমে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                           খ. i ও iii

গ. ii ও iii     ঘ. i, ii ও iii

১৪. তথ্য-উপাত্ত সাময়িকভাবে জমা থাকে

i. হার্ডডিস্কে       ii. র‌্যামে iii. পেনড্রাইভে নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                           খ. i ও iii

গ. ii ও iii     ঘ. i, ii ও iii

১৫. র‌্যাম কিসের সঙ্গে যুক্ত থাকে?

ক. কিবোডের সঙ্গে    খ. হার্ডডিস্কের সঙ্গে

গ. মাদারবোর্ডের সঙ্গে ঘ. সিডির সঙ্গে

১৬. মেমরির ধারণক্ষমতার একক—

ক. Bit           খ. KB

গ. Byte          ঘ. MB

১৭.  5 KB= — bit?

ক. ৫১২০  খ. ৪০৯৬০

গ. ৪০      ঘ. ৫০০০

১৮. লেজার বিমের সঙ্গে সংশ্লিষ্ট হলো—

ক. হার্ডডিস্ক        খ. ডিভিডি

গ. পেনড্রাইভ    ঘ. ফ্লপি ডিস্ক

১৯. উজ্জ্বলতার একক কী?

ক. নিউটন   খ. ডায়াপটার

গ. লুমেন্স         ঘ. ইএমএফ

২০.  ASCII   কোড কত বিটের?

ক. ৪     খ. ৮       গ. ১৬      ঘ. ২৪

২১. কোনোভাবেই দেখা উচিত নয়

ক. বিপজ্জনক ওয়েবসাইট   

 খ. সামরিক ওয়েবসাইট

গ. ভালো ওয়েবসাইট 

ঘ. সংবাদপত্রের ওয়েবসাইট

২২. যারা খুব বেশি ইন্টারনেট ব্যবহার করে তাদের বলা হয়?

ক. DIA         খ. IDA

গ. IAD        ঘ.  DAI

২৩. ভাইরাস ছাড়ার অপরাধে ডেভিড স্মিথের কত বছরের জেল হয়েছিল

ক. ৫ বছর           খ. ৮ বছর

গ. ১০ বছর          ঘ. ১২ বছর

২৪. কপিরাইটের একেবারে উল্টোটি হলো

ক. কপিলেফট খ. কপিআপ

গ. কপিডাউন    ঘ. ফেয়ার ইউজ

২৫. কম্পিউটার ভাইরাস হলো

i. Melissa    ii. Mydoom worm
iii. My hobby

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                          খ. i ও iii

গ. ii ও iii    ঘ. i, ii ও iii

 

 

উত্তর : ১. গ ২. খ ৩. ঘ ৪. ক ৫. খ ৬.গ ৭. ক ৮. ক ৯. ক ১০. খ ১১. ক ১২. খ ১৩. খ ১৪. খ ১৫. গ ১৬. গ ১৭. খ ১৮. খ ১৯. গ ২০. খ ২১. ক ২২. গ ২৩. গ ২৪. ক ২৫. খ

সর্বশেষ খবর