রবিবার, ১৮ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

নবম-দশম শ্রেণি : বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

সুধীর বরণ মাঝি : সিনিয়র শিক্ষক

বহুনির্বাচনী­­­­­ প্রশ্ন

 

১. পলাশীর যুদ্ধে নবাবের পক্ষে কোন ফরাসি সেনাপতি যুদ্ধ করেন?                                                                                                                                            (ক) হলওয়ে       (খ) সিনফ্রে

(গ) রর্বাট ক্লাইভ  (ঘ) জব চার্নক    

       ২. পলাশীর যুদ্ধে নবাবের পক্ষে প্রাণপণ যুদ্ধ করেন-    

     (i)  মীর জাফর   (ii) মীর মদন (iii) মোহনলাল

নিচের কোনটি সঠিক?        

    (ক) i ও ii                 (খ) ii ও iii

(গ) i ও iii                     (ঘ) iii ও iii           

         নিচের উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও ঃ আনোয়ার স্যার ইতিহাসের ক্লাসে ১৭৯৩ খ্রিষ্টাব্দের প্রবর্তিত একটি ব্যবস্থা সম্পর্কে বিষদভাবে আলোচনা করলেন। এ ব্যবস্থা প্রবর্তনের ফলে জমিদার ভূমির স্থায়ী মালিক হলেন।                                                              ৩. উক্ত ব্যবস্থার সাথে কোন ব্যবস্থার সামঞ্জস্যতা বিদ্যমান?

(ক) পাঁচসালা       (খ) ছয়সালা

(গ) আটসালা       (ঘ) চিরস্থায়ী বন্দোবস্ত                                                                                                                                         ৪. অনুচ্ছেদে এ ব্যবস্থার অন্যতম ফলাফল-                                                                                                                                           (i) ব্রিটিশ শাসনের মজবুত ভিত্তি তৈরি

(ii) জমিদারদের প্রভাব বৃদ্ধি

(iii) কৃষকদের উন্নতি

নিচের কোনটি সঠিক?            

   (ক) i ও ii       (খ) ii ও ররর

(গ) i ও iii           (ঘ) iii ও iii           

৫. মীর কাশেমের ক্ষেত্রে অধিক উপযোগী-                 

       (i) তিনি ছিলেন সুদক্ষ শাসক

(ii) তিনি ছিলেন দূরদর্শী রাজনীতিবিদ (iii) তিনি ছিলেন পরাধীন মানুষ 

নিচের কোনটি সঠিক?      

 (ক) i ও ii             (খ) ii ও iii

(গ) i ও iii      (ঘ) iii ও iii   

৬. শওকত জঙ্গ কোথাকার শাসনকর্তা ছিলেন?

(ক) মুর্শিদাবাদ  (খ) ঢাকা

(গ) পূর্ণিয়া                           (ঘ) কলকাতা

৭. ওলন্দাজরা কোন যুদ্ধে পরাজিত হয়?

(ক) বিদারার যুদ্ধে (খ) পানি পথের যুদ্ধে (গ) পলাশীর যুদ্ধে (ঘ) বালাকোটের যুদ্ধে                         

  ৮. মীর মদন কোন যুদ্ধে নিহত হন?  

(ক) পলাশীর যুদ্ধে (খ) বক্সার যুদ্ধে

(গ) পানি পথের যুদ্ধে (ঘ) প্রথম বিশ্বযুদ্ধে

৯. কোন বন্দোবস্তকে চিরস্থায়ী বন্দোবস্ত বলে ঘোষণা করা হয় ?

(ক) পাঁচসালা (খ) ছয়সালা (গ) আটসালা (ঘ) দশসালা।           

            নিচের উদ্দীপকের আলোকে  ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও ঃ জনাব আবুল হোসেন ১২০০০ টাকার বিনিময়ে চাঁদপুর, কুমিল্লা ও নোয়াখালী নামক তিনটি অঞ্চলের জমিদারী লাভ করেন। পরবর্তীতে এই তিনটি অঞ্চলকে কেন্দ্র করে সুধারামপুর নগরের গোড়াপত্তন ঘটে।    

    ১০. উদ্দীপকে সুধারামপুর নগরী গড়ে ওঠার সাথে তোমার পঠিত বইয়ের কোন নগরী গড়ে ওঠার মিল রয়েছে? 

  (ক) বিহার                    (খ)  কলকাতা

(গ) পাটনা                           (ঘ) আলীনগর                                                                              

১১. উক্ত নগরী গড়ে উঠার ফলে আবুল হোসেনদের-   

         (i) শাসনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়

(ii) বাণিজ্যিক স্বার্থ রক্ষার কেন্দ্রে পরিণত হয়  

  (iii) রাজনৈতিক স্বার্থ রক্ষার কেন্দ্রে পরিণত হয়                      

      (ক) i ও ii                            (খ) ii ও iii

(গ) i ও iii                      (ঘ) iii ও iii   

    ১২. মীর কাশেম নিরাপত্তার জন্য করেছিলেন-   

(i) দুর্গ নির্মাণ

(ii) সেনাবাহিনী গঠন

(iii) রাজধানীর চারপাশে পরিখা খনন  

নিচের কোনটি সঠিক?   

 (ক) i ও ii                           (খ) ii ও iii

(গ) i ও iii                      (ঘ) iii ও iii  

  ১৩. পলাশীর যুদ্ধ সংঘটিত হয় কখন?

(ক) ১৭৫৭ খ্রিষ্টাব্দে (খ) ১৭৫৮ খ্রিষ্টাব্দে (গ) ১৭৫৯ খ্রিষ্টাব্দে (ঘ) ১৭৬০খ্রিষ্টাব্দে 

১৪. ওলন্দাজরা ভারতবর্ষ ত্যাগ করেন-

(ক) ১৮০২ খ্রিষ্টাব্দে (খ)  ১৮০৩ খ্রিষ্টাব্দে

(গ) ১৮০৪ খ্রিষ্টাব্দে (ঘ) ১৮০৫ খ্রিষ্টাব্দে

১৫. আলীবর্দী খানের কনিষ্ঠ কন্যার নাম কী?

(ক) আছিয়া বেগম (খ) আমেনা বেগম

(গ) আম্বিয়া বেগম  (ঘ) ঘসেটি বেগম

১৬. মুর্শিদকুলী খান দখল করে নেন-

(i) দেওয়ান পদ  (রর) সুবেদার পদ 

(iii) নায়ক পদ।

নিচের কোনটি সঠিক

(ক) i ও ii                         (খ) ii ও iii

(গ) i ও iii                   (ঘ) iii ও iii     

  ১৭. নবাবের পতনের কারণ হিসেবে নিচের কোনটি অধিক উপযোগী?

(ক) মীর মদনের অসহযোগিতা     

(খ) সিনকের অসহযোগিতা   

     (গ) মীর জাফরের বিশ্বাসঘাতকতা   

(ঘ) মোহনলালের বিশ্বাসঘাতকতা

১৮. কলকাতা কাউন্সিল কখন নবাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে?

(ক) ১৭৬১খ্রিষ্টাব্দে  (খ) ১৭৬২খ্রিষ্টাব্দে (গ) ১৭৬৩খ্রিষ্টাব্দে  (ঘ) ১৭৬৪খ্রিষ্টাব্দে                                                                                                      ১৯. কেন বাংলা থেকে প্রচুর অর্থ সম্পদ ইংল্যান্ডে পাচার হতে থাকে?

(ক) পলাশী যুদ্ধের ফলে

(খ) দেওয়ানী লাভের ফলে 

(গ) ফৌজদারি লাভের কারণে

(ঘ) বক্সারের যুদ্ধের কারণে                                                  

২০. উপমহাদেশে জমি ছিল কীসের প্রতীক?                                                                                                                                          (ক) আভিজাত্যের    (খ) বংশের  (গ) সম্মানের              (ঘ) মর্যাদার    

      ২১. ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠনের যথার্থ কারণ কোনটি?                                                                                                                                    (ক) পণ্য উৎপাদন (খ) পোশাক উৎপাদন                                (গ) অর্থ উপার্জন   (ঘ) বাণিজ্য করা

২২. ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন বাংলার অর্থনৈতিক কাঠামো যে প্রভাব ফেলে- 

(i) সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়

(ii) ইতিবাচক প্রভাব ফেলে 

(iii) সুদূর প্রসারী প্রভাব ফেলে।

 নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii                         (খ) ii ও iii

(গ) i ও iii                    (ঘ) iii ও iii

২৩. ইংরেজরা কখন হুগলিতে বাণিজ্য কুঠি স্থাপন করেন?

(ক) ১৬৫৮ খ্রিষ্টাব্দে  (খ) ১৬৫৯খ্রিষ্টাব্দে  (গ) ১৬৬০ খ্রিষ্টাব্দে   (ঘ) ১৬৬১ খ্রিষ্টাব্দে

২৪। ওলন্দাজরা কোন দেশের অধিবাসী ছিলেন ?

(ক) স্কটল্যান্ড  (খ) হল্যান্ড  (গ) ইংল্যান্ড (ঘ) পোল্যান্ড         

  ২৫. ভাস্কো-দা -গামা কত তারিখে কালিকট বন্দরে আসেন?

(ক) ২৭ মে ১৪৯৮খ্রিঃ  (খ) ২৮ মে ১৪৯৮খ্রিঃ

(গ) ২৯ মে ১৪৯৮খ্রিঃ  (ঘ) ৩০ মে ১৪৯৮খ্রিঃ

২৬। ইংরেজ ও ফরাসিদের মধ্যে সংঘর্ষ সংঘটিত হয়েছিল কোনটির কারণে ?

(ক) সাংস্কৃতিক কারণে  (খ) সিংহাসন নিয়ে

(গ) ভাষাগত সমস্যার কারণে (ঘ) বাণিজ্য সংক্রান্ত কারণে।

২৭. পাঁচশালা বন্দোবস্ত চালু হয় কতসালে ?

(ক) ১৭৭০  (খ) ১৭৭১ (গ) ১৭৭২ (ঘ) ১৭৭৩

২৮। চিরস্থায়ী বন্দোবস্তের বৈশিষ্ট্য কয়টি ? 

(ক) ৫টি   (খ) ৬টি (গ) ৭টি  (ঘ) ৮টি         

    ২৯। পর্তুগিজদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন কে ?

(ক) মুর্শিদকুলী খান (খ) আলীবর্দী খান (গ)  শায়েস্তা খান (ঘ) সরফরাজ খান।         

   ৩০. আলী নগর সন্ধিতে নবাব সিরাজউদৌল্লার সম্মতির অন্যতম কারন কোনটি ?

(ক) রাজ্যের অভ্যন্তরীণ ষড়যন্ত্র (খ) সামরিক কৌশল  (গ) আলীবর্দী খানের সম্মানে (ঘ) ফরাসিদের প্ররোচনা।

সর্বশেষ খবর