শনিবার, ১২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
একাদশ-দ্বাদশ শ্রেণির পোড়াশোনা

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র

মুহম্মদ জিল্লুর রহমান : প্রভাষক

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র

দ্বিতীয় অধ্যায়

 

ব্যবসায় পরিবেশ

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

১. মানবসম্পদ কোন ধরনের পরিবেশের উপাদান?

উত্তর : অর্থনৈতিক পরিবেশের উপাদান।

২. দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কোন ধরনের পরিবেশের মধ্যে পড়ে?

উত্তর : রাজনৈতিক পরিবেশ।

৩. জাতীয়তা কোন পরিবেশের উপাদান?

উত্তর : সামাজিক পরিবেশ।

৪. কোন ধরনের পরিবেশের ওপর মানুষের নিয়ন্ত্রণ ক্ষমতা সীমিত?

উত্তর : প্রাকৃতিক পরিবেশ।

৫. ব্যবসায় পরিবেশ কী?

উত্তর : যে প্রাকৃতিক ও অপ্রাকৃতিক পারিপার্শ্বিকতার মধ্যে একটা অঞ্চলের ব্যবসায় প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে, তাকে ব্যবসায় পরিবেশ বলে।

৬. অর্থনৈতিক পরিবেশ কী?

উত্তর : জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ ইত্যাদির ওপর ভিত্তি করে কোনো দেশে যে পরিবেশের সৃষ্টি হয়, তাকে অর্থনৈতিক পরিবেশ বলে।

৭. সামাজিক পরিবেশ কী?

উত্তর : কোনো সমাজের বা জাতির মানুষের সংখ্যা, তাদের ধর্মবিশ্বাস, চিন্তাধারা, শিক্ষা-সংস্কৃতি, রীতি-নীতি ও দেশীয় ঐতিহ্য মিলিয়ে যে পারিপার্শ্বিকতা গড়ে ওঠে, তাকেই সামাজিক পরিবেশ বলে।

৮. রাজনৈতিক পরিবেশ কী?

উত্তর : দেশের সার্বভৌমত্ব, সরকারের স্থিতিশীলতা, দষ্টিভঙ্গি, রাজনৈতিক দল, নেতৃত্ব ও তাদের চিন্তাভাবনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি মিলিয়ে যে পারিপার্শ্বিকতার জন্ম নেয়ে, তাকে রাজনৈতিক পরিবেশ বলে।

 

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর

১. ব্যবসায়ের ওপর প্রাকৃতিক পরিবেশের প্রভাব কীরূপ?

উত্তর : কোনো দেশের জলবায়ু, ভূ-প্রকৃতি, মৃত্তিকা, সাগর, নদ-নদী, আয়তন, অবস্থান ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গড়ে ওঠে, তাকে প্রাকৃতিক পরিবেশ বলে।

একটা দেশের ব্যবসায়-বাণিজ্য, মানুষের জীবনযাত্রার, পোশাক-পরিচ্ছদ, খাওয়াদাওয়া সব কিছুই প্রাকৃতিক পরিবেশ দ্বারা প্র্রভাবিত হয়। বিশেষভাবে কৃষি, শিল্পসহ অর্থনীতির বিভিন্ন খাত, এর দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়ে থাকে। যোগাযোগ ও পরিবহনব্যবস্থাও এর দ্বারা প্রভাবিত হয়। তাই ব্যবসায়-বাণিজ্যে এর প্রভাব ব্যাপকভাবে লক্ষ করা যায়।

২. অর্থনৈতিক পরিবেশ গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা কর।

উত্তর : জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণব্যবস্থা, বিনিয়োগ, মূলধন, জনসম্পদ ইত্যাদির ওপর ভিত্তি করে কোনো দেশে যে পরিবেশের সৃষ্টি হয়, তাকে অর্থনৈতিক পরিবেশ বলে।

আর্থিক সামর্থ্য মানুষকে এগিয়ে চলার সাহস জোগায় ও স্বাচ্ছন্দ্য দেয়। একইভাবে অর্থনৈতিক পরিবেশের অনুকূল প্রভাব পরিবেশের অন্যান্য উপাদানের প্রতিকূলতা কাটিয়ে এগিয়ে যেতে সহায়তা করে। অবকাঠামো গড়ে ও উন্নত প্রযুক্তি সংগ্রহ করে জীবনযাত্রা ও ব্যবসায়-বাণিজ্যের উন্নয়ন ঘটানো যায়। মানুষও গন্ডগোল থেকে দূরে থাকে। তাই অর্থনৈতিক পরিবেশ গুরুত্বপূর্ণ।

৩. ব্যবসায়ের ওপর ধর্মীয় পরিবেশের প্রভাব গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা কর।

উত্তর : ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় অনুশাসন ও আচার-আচরণ থেকে কোনো সমাজের অভ্যন্তরে যে পারিপার্শ্বিকতার সৃষ্টি হয়, তাকে ধর্মীয় পরিবেশ বলে।

মানুষের ধর্মীয় বিশ্বাস ও আচরণ তার সব কর্মকান্ডের সঙ্গে ব্যবসায়কেও প্রভাবিত করে। বৌদ্ধ ধর্মে বিশ্বাসী সমাজে পশুপালন নিরুৎসাহিত হয়ে থাকে। তুরস্কে প্রচুর ফল উৎপাদিত হলেও মদশিল্প ধর্মীয় কারণেই গড়ে ওঠেনি। ঈদ, পূজা-পার্বণ, বড়দিনকে কেন্ত্র করে ব্যবসায় কর্মকান্ড বিস্তৃত হয়। তাই বলা হয়, ব্যবসায়ের ওপর ধর্মীয় পরিবেশের প্রভাব গুরুত্বপূর্ণ।

৪. ব্যবসায়িক মূল্যবোধ কোন পরিবেশের অন্তর্ভুক্ত? বুঝিয়ে লেখ।

উত্তর : ব্যাবসায়িক মূল্যবোধ সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত।

কোনো সমাজের বা জাতির মানুষের সংখ্যা, তাদের ধর্মবিশ্বাস, চিন্তাধারা, মূল্যবোধ, শিক্ষা-সংস্কৃতি, রীতি-নীতি ও দেশীয় ঐতিহ্য মিলিয়ে যে পারিপার্শ্বিকতা গড়ে ওঠে, তাকেই সামাজিক পরিবেশ বলে। ব্যবসায় পরিচালনায় ভালো-মন্দ, উচিত-অনুচিত বিষয়ে সমাজের মানুষের বোধ বা উপলব্ধিকে মূল্যবোধ বলে। মানুষের বিশ্বাস ও ধ্যান-ধারণা এই মূল্যবোধ গঠনে ভূমিকা রাখে, যা সামাজিক পরিবেশের অধীন।

৫. সাংস্কৃতিক পরিবেশ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা কর।

উত্তর : একটা সমাজের অভ্যন্তরে দীর্ঘদিনে মানুষের মাঝে কিছু ধারণা, বিশ্বাস, মূল্যবোধ ও আচরণের ভাবধারা গড়ে ওঠে- যার সম্মিলনে সৃষ্ট পরিবেশকে সাংস্কৃতিক পরিবেশ বলে।

কোনো সমাজের মানুষ মিথ্যা বলা ও অন্যকে ঠকানো গর্হিত কাজ বলে মনে করে, আবার কোথাও উল্টো চিত্র বিদ্যমান। আমাদের সমাজে অসাম্প্রদায়িক মনোভাব, পারিবারিক বন্ধনের প্রতি দৃঢ় অঙ্গীকার, গতানুগতিক মানসিকতা ইত্যাদি এক ধরনের সামাজিক পরিবেশ সৃষ্টি করেছে। উন্নত সমাজ বিনির্মাণে উন্নত সাংস্কৃতিক পরিবেশ আবশ্যক।

বহুনির্বাচনী প্রশ্ন

১. জনসংখ্যা কোন ধরনের পরিবেশের উপাদানের অন্তর্ভুক্ত?

ক) প্রাকৃতিক      খ) রাজনৈতিক  

গ) সামাজিক     ঘ) সাংস্কৃতিক    

উত্তর : ক

২. কারিগরি শিক্ষা কোন ধরনের পরিবেশের অন্তর্ভুক্ত?

ক) রাজনৈতিক খ) প্রযুক্তিগত             

গ) সামাজিক     ঘ) প্রাকৃতিক   

উত্তর : খ

৩. সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত উপাদান হলো-

i. জনসংখ্যা    

ii. শিক্ষা ও সংস্কৃতি      

iii. দেশীয় ঐতিহ্য

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii    খ) i ও iii        

গ) ii ও iii  ঘ) i, ii ও iii    

উত্তর : ঘ

৪. ‘সুনাম’ কোন পরিবেশের উপাদান?

ক) প্রাকৃতিক      খ) রাজনৈতিক

গ) সামাজিক     ঘ) অর্থনৈতিক   

উত্তর : ঘ

৫. দেশের শেয়ারবাজার কোন ধরনের পরিবেশের উপাদান?

ক) রাজনৈতিক                 খ) সামাজিক  

গ) অর্থনৈতিক                  ঘ) সাংস্কৃতিক 

উত্তর : গ

৬. দুুটি দেশের মধ্যে সম্পাদিত দ্বিপক্ষীয় চুক্তি ব্যবসায়ের কোন পরিবেশের উপাদান?

ক) রাজনৈতিক খ) অর্থনৈতিক

গ) আইনগত     ঘ) প্রযুক্তিগত 

উত্তর : ক

৭. পরিবেশ বলতে নিচের কোনটি বোঝায়?

ক) মানুষের আচার-আচরণের ভাবধারা

খ) আচরণের ওপর প্রভাব সৃষ্টিকারী বিষয়

গ) পারিপার্শ্বিকতার ইতিবাচক দিক

ঘ) মানুষের জীবন ও কাজে প্রভাব সৃষ্টিকারী পারিপার্শ্বিকতা    

উত্তর : ঘ

৮. বাংলাদেশে গার্মেন্টশিল্প ব্যাপকভাবে গড়ে ওঠার কারণ হলো

i. ব্যবসায়ীদের দক্ষতা 

ii. সস্তা জনশক্তি          

iii. মূলধনের প্রাচুর্য

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii    খ) i ও iii

গ) ii ও iii   ঘ) i, ii ও iii    

উত্তর : ক

৯. বাংলাদেশের পাটশিল্প গড়ে ওঠার পেছনে পরিবেশের কোন ধরনের উপাদানের প্রভাব সবচেয়ে বেশি?

ক) রাজনৈতিক খ) অর্থনৈতিক

গ) সামাজিক     ঘ) প্রাকৃতিক   

উত্তর : ঘ

১০. জাপানের অর্থনৈতিক অগ্রগতির পেছনে নিচের কোন পরিবেশের প্রভাব অধিকতর?

ক) প্রাকৃতিক      খ) অর্থনৈতিক

গ) সামাজিক     ঘ) রাজনৈতিক

উত্তর : খ

                [চলবে]

সর্বশেষ খবর