শনিবার, ৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

একাদশ-দ্বাদশ শ্রেণির : অর্থনীতি প্রথমপত্র

মুহম্মদ জিল্লুর রহমান : প্রভাষক

একাদশ-দ্বাদশ শ্রেণির : অর্থনীতি প্রথমপত্র

দ্বিতীয় অধ্যায়

ভোক্তা ও উৎপাদকের আচরণ জোগান

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন

 

১. বাজার যোগানসূচি কী?

উত্তর : কোনো নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের বিভিন্ন দামে বাজারের সব বিক্রেতা যে বিভিন্ন পরিমাণ যোগান দেয় তা যে সূচিতে দেখানো হয় তাকে বাজার যোগান সূচি বলে।

২. যোগান বৃদ্ধি পেলে যোগান রেখার কিরূপ পরিবর্তন ঘটবে?

উত্তর : ডান দিকে স্থান পরিবর্তন করবে।

৩. করারোপের ফলে যোগান রেখার কী পরিবর্তন ঘটবে?

উত্তর : করারোপের ফলে যোগান রেখার বাঁ দিকে স্থান পরিবর্তন ঘটবে।

৪. ভর্তুকি প্রদান করা হলে জোগান রেখা কোন দিকে স্থানান্তরিত হয়?

উত্তর : ডান দিকে স্থানান্তরিত হয়।

৫. ভর্তুকি প্রদানের ফলে জোগান রেখার কী পরিবর্তন ঘটবে?

উত্তর : ভর্তুকির ফলে যোগান রেখা ডান দিকে স্থান পরিবর্তন ঘটবে।

৬. দামের পরিবর্তন হওয়া সত্ত্বেও যোগানের পরিমাণ স্থির থাকলে যোগান রেখার আকৃতি কিরূপ হবে?

উত্তর : যোগান রেখাটি লম্ব অক্ষের সমান্তরাল হবে।

৭. ঋণাত্মক ছেদকসম্পন্ন একটি যোগান সমীকরণ লেখ।

উত্তর :  S= - 2+4P

৮. যোগান রেখা কী?

উত্তর : যে রেখা দ্বারা বিভিন্ন মূল্যে একটি দ্রব্যের বিভিন্ন যোগানের পরিমাণ নির্দেশ করা হয়, তাকে যোগান রেখা বলে। যোগান রেখা সাধারণত ডান দিকে ঊর্ধ্বগামী হয়।

৯. যোগানসূচি কয় প্রকার?

উত্তর : যোগানসূচি দুই প্রকার। যথা :

(ক) ব্যক্তিগত যোগানসূচি

(খ) বাজার যোগানসূচি

১০. ব্যক্তিগত জোগানসূচি কী?

উত্তর : একটি নির্দিষ্ট সময়ে একজন বিক্রেতা বিভিন্ন দামে একটি দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ যোগান দেয়, তার তালিকাকে ব্যক্তিগত যোগানসূচি বলে।

১১. যোগানসূচি কী?

উত্তর : কোনো নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের বিভিন্ন দামে বিভিন্ন যোগানের পরিমাণের তালিকাকে যোগানসূচি বলা হয়।

১২. যোগান অপেক্ষক কী?

উত্তর : দাম ও যোগানের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ককে যোগান অপেক্ষক বলা হয়।

অর্থাৎ,

QS = f (P)

এখানে,

QS = যোগানের পরিমাণ;

P = `vg Ges  f  = অপেক্ষক নির্দেশক চিহ্ন

১৩. যোগান সমীকরণ

Qs = - c + dP,  এ ক্ষেত্রে সমীকরণটির ছেদক কোনটি?

উত্তর : এ ক্ষেত্রে সমীকরণটির ছেদক - প.

১৪. যোগান রেখা ঊর্ধ্বগামী হয় কেন?

উত্তর : দাম ও যোগানের মধ্যে ধনাত্মক সম্পর্ক বিদ্যমান এবং এই ধনাত্মক সম্পর্ক শুধু ঊর্ধ্বগামী রেখা দ্বারাই প্রকাশ করা সম্ভব। তাই যোগান রেখা বাঁ থেমে ডান দিকে ঊর্ধ্বগামী হয়।

১৫. যোগানের হ্রাস কী?

উত্তর : একই দামে যোগানের পরিমাণ পূর্বাপেক্ষা কমে গেলে তাকে যোগান হ্রাস বলা হয়।

১৬. যোগানের বৃদ্ধি কী?

উত্তর : একই দামে যোগানের পরিমাণ পূর্বাপেক্ষা বৃদ্ধি পেলে তাকে যোগানের বৃদ্ধি বলা হয়।

১৭. জোগান সমীকরণ,

S=10+2P এ ক্ষেত্রে জোগান রেখার আকৃতি কেমন হবে?

উত্তর : এ ক্ষেত্রে যোগান রেখাটি বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী সরলরেখা হবে।

১৮. যোগান বিধি অনুযায়ী দাম বাড়লে যোগানের পরিমাণের কী পরিবর্তন হবে?

উত্তর : বাড়বে

১৯. যোগান বিধির প্রবক্তা কে?

উত্তর : মার্শাল।

২০. ‘দাম বাড়লে যোগান বাড়ে’ এটি কোন বিধিকে নির্দেশ করে?

উত্তর : যোগান বিধিকে নির্দেশ করে।

২১. যোগান রেখা কিসের রৈখিক উপস্থাপন।

উত্তর : যোগান বিধির রৈখিক উপস্থাপন।

সর্বশেষ খবর