শনিবার, ১৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

নবম-দশম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্র

মেহেরুন্নেসা খাতুন, সিনিয়র শিক্ষিকা

নবম-দশম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্র

বহুনির্বাচনী প্রশ্ন

 

ধ্বনিতত্ত্ব

১.         স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?

            ক. ফলা            খ. কার                     

            গ. রেখা            ঘ. যুক্ত বর্ণ

২.         ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?

            ক. ফলা            খ. কার                      

            গ. রেখা            ঘ. ফলাই

৩.         ‘ব্রহ্মপুত্র’ শব্দের ‘হ্ম’ যুক্তবর্ণটি কোন কোন বর্ণের সংযুক্ত রূপ কোনটি?

            ক. ম+হ            খ. হ্ +ম         

            গ. ক্+ ষ           ঘ. ষ্+ ণ

৪.         তাড়নজাত ধ্বনি কোনগুলো?

            ক. চ, ছ খ. ড়, ঢ়                        

            গ. ড, ঢ ঘ. ৎ, ঃ

৫.         যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় তাকে কী বলে?

            ক. উষ্ম ধ্বনি     খ. পার্শ্বিক ধ্বনি                      

            গ. যৌগিক ধ্বনি           ঘ. ঘোষ ধ্বনি

৬.        বাংলা একাক্ষর শব্দে আ-এর উচ্চারণ কী হয়?

            ক. হ্রস্ব হয়        খ. দীর্ঘ হয়                  

            গ. হ্রস্ব হয় না    ঘ. দীর্ঘ হয় না

৭.         কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই?

            ক. আ    খ. অ    গ. উ     ঘ. ঋ

৮.         বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে-

            ক. ৩২, ৮, ১০   খ. ৩২, ৭, ১১              

            গ. ৩০, ৮, ১২    ঘ. ৩২, ৭, ৯

৯.         বাংলা বর্ণমালায় ফলা কয়টি?

            ক. পাঁচটি          খ. আটটি         

            গ. দশটি                       ঘ. ছয়টি

১০.       ধ্বনি উৎপাদনের মূল উপকরণ বা উচ্চারক কোনটি?

            ক. কণ্ঠ ও জিহ্বা            খ. জিহ্বা ও ওষ্ঠ            

            গ. জিহ্বা ও তালু            ঘ. তালু ও নাসিকা

১১.       বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি?

            ক. এগারোটি    খ. পঁচিশটি      

            গ. চল্লিশটি                    ঘ. পঞ্চাশটি

১২.       কোন ধ্বনি উচ্চারণে জিহ্বা সাধারণত শায়িত থাকে?

            ক. ‘অ’ ধ্বনি   খ. ‘আ’ ধ্বনি        

            গ. ‘ই’ ধ্বনি     ঘ. ‘উ’ ধ্বনি

১৩.       ‘ক’ থেকে ‘ম’ পর্যন্ত বর্ণগুলোকে কী বর্ণ বলা হয়?

            ক. মহাপ্রাণ বর্ণ             খ. স্পর্শ বর্ণ                 

            গ. ওষ্ঠ্য বর্ণ       ঘ. ঘোষ বর্ণ

১৪.       বাংলা ভাষায় সাধারণত কয়ভাবে সংযুক্ত ব্যঞ্জন গঠিত হতে পারে?

            ক. দুই ভাবে      খ. তিন ভাবে             

            গ. চার ভাবে     ঘ. পাঁচ ভাবে

১৫.       য র ল ব এই চারটি বর্ণকে কী বলে?

            ক. স্পর্শ বর্ণ      খ. উষ্ম বর্ণ                  

            গ. অন্তঃস্থ বর্ণ      ঘ. তালব্য বর্ণ

 

ধ্বনির পরিবর্তন

১৬.      ‘রিস্কা > রিস্কা’-কীসের উদাহরণ?

            ক. ব্যঞ্জনবিকৃতি           খ. ধ্বনি বিপর্যয়                     

            গ. বিষমীভবন  ঘ. বিপ্রকর্ষ

১৭.       পরের ই-কার ও উ-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে কী বলে?

            ক. বিপ্রকর্ষ       খ. ধ্বনি বিপর্যয়                     

            গ. অপিনিহিতি ঘ. অভিশ্রুতি

 

১৮.       দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?

            ক. সমীভবন     খ. ব্যঞ্জনবিকৃতি                     

            গ. ব্যঞ্জনদ্বিত্বতা            ঘ. বিষমীভবন

১৯.       পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ হলে তাকে কী বলে?

            ক. অভিশ্রুতি   খ. বিষমীভবন           

            গ. স্বরলোপ       ঘ. অন্তর্হতি

২০.      একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে স্বরধ্বনি যুক্ত হওয়াকে কী বলে?

            ক. পরাগত       খ. সস্প্রকর্ষ                  

            গ. স্বরসংগতি    ঘ. অসমীকরণ

২১.       বিষমীভবনের উদাহরণ কোনটি?

            ক. লাল > নাল  

            খ. বিলাতি > বিলিতি  

            গ. ধোবা > ধোপা          

            ঘ. গ্রাম > গেরাম

২২.      বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সঙ্গে মিলে গেলে এবং তদানুসারে পরবর্তী স্বরধ্বনির যে পরিবর্তন ঘটে তাকে কী বলে?

            ক. নামধাতু       খ. অন্তর্হতি      

            গ. অভিশ্রুতি                ঘ. যোগরূঢ় শব্দ

২৩.      একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে কী বলে?

            ক. বিষমীভবন খ. স্বরসংগতি 

            গ. ব্যঞ্জনচ্যুতি               ঘ. সমীভবন

২৪.      আদি স্বরাগমের উদাহরণ কোনটি?

            ক. স্কুল > ইস্কুল  খ. দিশ্ > দিশা            

            গ. গ্রাম > গেরাম           ঘ. রত্ন > রতন

২৫.      শব্দমধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প-বিস্তর সমতা লাভ করে। এ ব্যাপারকে কী বলা হয়?

            ক. দ্বিত্ব ব্যঞ্জন  খ. সমীভবন   

            গ. সম্প্রকর্ষ                  ঘ. অসমীকরণ

 

 

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর :   ১. খ ২. ক ৩. খ ৪. খ ৫. ঘ ৬. খ ৭. খ ৮. ক ৯. ঘ ১০. খ ১১. খ ১২. খ ১৩. খ ১৪. খ ১৫. গ ১৬. খ ১৭. গ ১৮. ঘ ১৯. ঘ ২০. ঘ ২১. ক ২২. গ ২৩. খ ২৪. ক ২৫. খ।

সর্বশেষ খবর