সোমবার, ২৩ মার্চ, ২০২০ ০০:০০ টা

অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

মুহাম্মদ জিল্লুর রহমান, সিনিয়র শিক্ষক

[পূর্বে প্রকাশের পর]

১৫. সামাজিকীকরণ বলতে কোন বিষয়টি আয়ত্ত করাকে বোঝায়?

ক. সমাজের নিয়ম-কানুন         খ. রাষ্ট্রের নিয়ম-কানুন

গ. কুসংস্কার                         ঘ. রাষ্ট্রীয় বিশ্বাস         

১৬. সানবিম একটি সাহিত্য সমিতির সদস্য। এর মাধ্যমে তার মধ্যে কোনটি জেগে উঠবে? ক. বৈজ্ঞানিক মানসিকতা        খ. সুকুমারবৃত্তি গ. সহনশীলতা   ঘ. নেতৃত্ব                    

১৭. কথাবার্তা, আচার-আচরণ ও চালচলনের ক্ষেত্রে কারা একে অপরকে প্রভাবিত করে?

ক. ভাই-বোন   খ. সমবয়সী সঙ্গী

গ. চাচা-চাচি   ঘ. মা-বাবা                 

১৮. সুবাহ্ ছায়ানটের একজন নিয়মিত শিল্পী। প্রতি সপ্তাহেই সে ক্লাস করতে যায়। এর মাধ্যমে তার মধ্যে বিকশিত হবে

i. রাজনৈতিক নেতৃত্ব

ii. সৌন্দর্যবোধ iii. সহনশীলতার গুণ নিচের কোনটি সঠিক?

ক. i, ii      খ. i, iii      গ.  ii, iii     ঘ. i, ii ও iii    

১৯. কোনো ব্যক্তি অন্যজনের কাজ ও আচার-আচরণ নকল করলে তাকে কী বলে?

ক. অনুকরণ খ. অভিভাবন

গ. অঙ্গীভূতকরণ ঘ. সামাজিকীকরণ     

২০. ‘অঙ্গীভূতকরণ’ বিষয়টি দ্বারা কোন বিষয়টিকে বোঝানো হয়?

ক. অপরের অনুকরণ 

খ. নিজের মধ্যে ধারণ             

গ. ভাষাগত জ্ঞান        

ঘ. অপরের দ্বারা অভিভাবিত হওয়া     

২১. সমাজ ও সংস্কৃতির বিভিন্ন বিষয় কোন মাধ্যমে প্রসারিত হয়?

ক. ভাষার  খ. শিক্ষাপ্রতিষ্ঠানের

গ. টেলিভিশনের  ঘ. ইন্টারনেটের

২২. অনুকরণ হলো-

i. অন্যজনের কাজ নকল করা

ii. নিজের ধ্যান-ধারণা অন্যজনের মধ্যে প্রতিষ্ঠা করা

iii. অন্যজনের আচার-আচরণ নকল করা নিচের কোনটি সঠিক?

ক. i, ii        খ. i, iii        গ.  ii, iii      ঘ. i, ii ও iii

২৩. বাংলাদেশের বেশির ভাগ মানুষের সামাজিকীকরণ হয় কোন পরিবেশে?

ক. প্রাকৃতিক পরিবেশে

খ. কৃত্রিম পরিবেশে

গ. গ্রামীণ পরিবেশে     

ঘ. শহুরে পরিবেশে

২৪. গ্রামীণ পরিবেশে শিশু বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে কোন গুণাবলি অর্জন করে?

ক. হঠকারিতা   খ. হিংসা         

গ. সহমর্মিতা    ঘ. পরশ্রীকাতরতা       

২৫. সংগঠনভুক্ত অন্যদের সঙ্গে মিশে শিশুর বুদ্ধিবৃত্তি ও সুকুমারবৃত্তি জেগে ওঠে। এই বোধ তাকে কী শেখায়?

ক. সৃজনশীলতা    খ. সহানুভূতি   

গ. সহনশীলতা     ঘ. নমনীয়তা

২৬. কোথায় মানুষ উন্নয়নমুখী?

ক. শহরে           খ. গ্রামে         

গ. রাষ্ট্রে            ঘ. মহানগরে   

২৭. কোনটির মাধ্যমে গ্রাম ও শহরের শিশু-কিশোরদের সামাজিকীকরণ ঘটে থাকে?

ক. বিদ্যালয়       খ. বিনোদনমূলক প্রতিষ্ঠান     

গ. ফোন           ঘ. বেতার                  

২৮. কোন প্রযুক্তির সাহায্যে তথ্য সংরক্ষণ ও ব্যবহার করা হয়?

ক. টেলিভিশন                  খ. গণমাধ্যম  

গ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি   ঘ. সংবাদপত্র              

২৯. কোন কাজটি ইলেকট্রিক কমার্স বা ই-কমার্সের সাহায্যে করা যায়?

ক. অনলাইনে বন্ধুত্ব     

খ. অনলাইনে পণ্য লেনদেন

গ. অনলাইনে তথ্য আদান-প্রদান

ঘ. অনলাইনে আলাপ-আলোচনা         

৩০. কীভাবে বিশ্বের বহু দেশের সমাজ ও সংস্কৃতির সঙ্গে পারস্পরিক ভাবের আদান-প্রদান চলছে?

ক. সামাজিকীকরণের

খ. বিশ্বায়নের 

গ. শিক্ষার      

ঘ. লোক সংস্কৃতির

 

 

উত্তরমালা : ১৫. ক ১৬. খ ১৭. খ ১৮. গ ১৯. ক ২০. খ ২১. ক ২২. খ ২৩. গ ২৪. গ ২৫. গ  ২৬. ক ২৭. ক ২৮. গ ২৯. খ ৩০. খ

সর্বশেষ খবর