সোমবার, ৩০ মার্চ, ২০২০ ০০:০০ টা

সপ্তম শ্রেণির বাংলা

মুহাম্মদ জিল্লুর রহমান, সিনিয়র শিক্ষক

সপ্তম শ্রেণির বাংলা

বাংলা কবিতা : স্বদেশ

 

আজ আলোচনা করব কবি আহসান হাবীবের ‘স্বদেশ’ কবিতাটি নিয়ে। সঙ্গে থাকল কিছু সৃজনশীল

 

নদীমাতৃ বাংলাদেশের শস্য-শ্যামল মাঠে ফসলের হাট। গাছে গাছে পাখি। কবিতাটিতে বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার চিত্র অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। একটি ছেলে সেই চিত্র দেখছে আর মনের ভিতর ধারণ করছে। নদীর জোয়ার, নদীর তীরে নৌকা বেঁধে রাখা, পাখির কলকাকলি ইত্যাদি ছেলেটির মনে জোগাচ্ছে নিজের দেশের জন্য মায়া-মমতা ও ভালোবাসার অনুভূতি। সেই কবিতা থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতিস্বরূপ বিভিন্ন ধরনের প্রশ্নোত্তর নিচে দেওয়া হলো।

প্রশ্ন-১ : কবিতার চরণগুলো পড়ে প্রশ্নগুলোর উত্তর লেখ।

মাঠের পরে মাঠ চলেছে/নেই যেন এর শেষ/নানা কাজের মানুষগুলো/আছে নানা বেশ।/মাঠের মানুষ যায় মাঠে আর/হাটের মানুষ হাটে/দেখে দেখে একটি ছেলের/সারাটি দিন কাটে।

ক. কী দেখে ছেলেটির দিন কেটে যায়? দুটি বাক্যে লেখ।

খ. কবিতাংশটির মূলভাব পাঁচটি বাক্যে লেখ।

গ. তোমার দেখা প্রাকৃতিক দৃশ্য সম্পর্কে তিনটি বাক্যে লেখ।

উত্তর-১ : ক. নানা কাজের মানুষ বিভিন্ন বেশে ছুটে চলে। কেউ হাটে আর কেউ মাঠে যাওয়ার সে দৃশ্য দেখে ছেলেটির দিন কেটে যায়।

খ. বাংলার গ্রাম অনেক সুন্দর। সেখানে রয়েছে বিস্তীর্ণ মাঠ। গ্রামের মানুষগুলোও বিভিন্ন পেশায় নিয়োজিত থাকে নিজস্ব বেশভূষায়। কেউবা হাটে যায়, কেউবা যায় মাঠে। এসব দেখে একটি ছেলের সারাটি দিন কেটে যায়।

গ. পদ্মা নদীর মাঝে ছোট ছোট ডিঙি নৌকায় জেলেরা রুপালি ইলিশ ধরে। নদীর মাঝে জেগে ওঠা চরের সবুজ ঘাস বাতাসে দুলে যেন মন কেড়ে নেয়। চরের মানুষগুলোর সহজ-সরল জীবনযাপন দেখে আমার হূদয় আনন্দে ভরে ওঠে।

প্রশ্ন-২ : শব্দার্থ লেখ।

আঁকা, পাখপাখালি, ছবি, বাড়ি, বেশ, রঙ, স্বদেশ।

উত্তর-২ : অঙ্কন করা, নানা ধরনের পাখি, চিত্র, গৃহ, সাজ, বর্ণ, নিজের দেশ।

প্রশ্ন-৩ : ক্রিয়াপদের চলিত রূপ লেখ।

যাইতেছে, বসিয়া, পাইয়াছি, দেখিতে, দেখিয়া, কাটিতেছে।

উত্তর-৩ : যাচ্ছে, বসে, পেয়েছি, দেখতে, দেখে, কাটছে।

প্রশ্ন-৪ : যুক্তবর্ণ ভেঙে লেখো ও প্রতিটি যুক্তবর্ণ দিয়ে তৈরি শব্দ দ্বারা একটি করে বাক্য রচনা করো।

ল্প, ন্ত, স্ব, চ্ছ, ন্দ, স্ক

উত্তর-৪ : ল্প = ল্ + প - আমি শিল্পী হবো।

ন্ত = ন্ + ত - বিড়ালটি খুবই শান্ত।

স্ব = স্ + ব - স্বদেশকে ভালোবাসতে হবে।

চ্ছ = চ্ + ছ - কচ্ছপ ধীর গতিতে চলে।

ন্দ = ন্+ দ - ছেলেটির গানের গলা মন্দ না।

স্ক = স্ + ক - আদিবা স্কুলে যায়।

প্রশ্ন-৫ : এককথায় প্রকাশ করো।

১. মূল্য দিয়ে কেনা যায় না যা

২. হাটে যায় যে

৩. শিল্পচর্চা করেন যিনি

৪. জানার ইচ্ছা

৫. দিনের শেষ ভাগ

৬. স্বাদ নেই এমন

উত্তর-৫ : ১. অমূল্য, ২. হাটুরে, ৩. শিল্পী, ৪. জিজ্ঞাসা, ৫. সায়াহ্ন, ৬. বিস্বাদ।

প্রশ্ন-৬ : বিপরীত শব্দ লেখ।

জোয়ার, আদান, চেনা, কল্যাণ, ছেলে, শেষ।

উত্তর-৬ : ভাটা, প্রদান, অচেনা, অকল্যাণ, মেয়ে, শুরু।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর