মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০ ০০:০০ টা

জেনে রাখা ভালো

ক. বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান প্রধান কে? খ. ইন্টারপোলের বর্তমান প্রেসিডেন্ট কে?  গ. টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের অধিকারী কোন বাংলাদেশি ক্রিকেটার?

ঘ. বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন সংযোগের নাম কী? ঙ. ভুটানের রাজধানীর নাম কী? চ. ঢাকায় নির্মাণাধীন মেট্রো রেলের দৈর্ঘ্য কত? ছ. ‘মেসোপটেমিয়া’ শব্দের অর্থ কী? জ. ‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটি কোন কবির কবিতার আলোকে নির্মিত?

ঝ. ‘ফাদার অব দি বেঙ্গল রেজিমেন্ট’ কাকে বলা হয়? ঞ. শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করেন?

প্রশ্ন : উত্তর

ক. জেনারেল আব্দুল আজিজ

খ. কিম জং ইয়ং (দক্ষিণ কোরিয়া) গ. মুশফিকুর রহিম (২১৯) ঘ.  SEA-ME-WE 5 ঙ. থিম্পু চ. ২০.১ কিমি ছ. দুই নদীর মধ্যবর্তী ভূমি জ. সুকান্ত ভট্টাচার্য ঝ. আতাউল গনি ওসমানী ঞ. তোফায়েল আহমেদ

সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর                

ক. ....বাংলাদেশের প্রথম উপরাষ্ট্রপতি খ. ভিটামিন ‘এ’-এর অপর নাম.... গ. বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম .... ঘ. এসআই  এককে বিদ্যুৎ প্রবাহের একক .... ঙ. একজন  পূর্ণবয়স্ক মানুষের দেহে লৌহের পরিমাণ .... চ. বাংলাদেশের প্রথম নারী নির্বাচন কমিশনার ....

ছ. ....চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। জ. ....বিশ্বের দীর্ঘতম নদী ঝ. ব্লু ....টুথ প্রযুক্তিতে ডাটা স্থানান্তরে.... প্রযুক্তি ব্যবহৃত হয়। ঞ. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বিখ্যাত গেরিলা দল ‘ক্র্যাক প্লাটুন’ .... সেক্টরের অন্তর্ভুক্ত ছিল।

প্রশ্ন : উত্তর

ক. সৈয়দ নজরুল ইসলাম খ. রেটিনল গ. তাজিংডং (বান্দরবান)  ঘ. অ্যাম্পিয়ার ঙ. ২-৬ গ্রাম চ. বেগম কবিতা খানম  ছ. লর্ড কর্নওয়ালিস

    জ. নীলনদ ঝ. রেডিও টেকনোলজি ঞ. ২ নম্বর

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর