মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

নবম ও দশম শ্রেণির হিসাব বিজ্ঞান

মেহেরুন্নেসা খাতুন, সিনিয়র শিক্ষিকা

নবম ও দশম শ্রেণির হিসাব বিজ্ঞান

[পূর্ব প্রকাশের পর]

 

১৭. আলম ব্রাদার্সের প্রত্যাখ্যাত চেক দ্বারা কোনটি প্রভাবিত হবে?

ক. নগদ জের বৃদ্ধি পাবে

খ. নগদ জের হ্রাস পাবে

গ. ব্যাংক জের বৃদ্ধি পাবে

ঘ. ব্যাংক জের হ্রাস পাবে।

১৮.       নগদ প্রাপ্ত বাট্টা কী হিসেবে বিবেচিত হয়?

ক. বিক্রেতার আয়         খ. বিক্রেতার ব্যয়

গ. ক্রেতার আয় ঘ. ক্রেতার ব্যয়

১৯. কোনটি নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ হবে?

ক. অনাদায়ী পাওনা      খ. অনাদায়ী দেনা

গ. কমিশন                    ঘ. উপভাড়া

২০. পণ্য বিক্রি বা পাওনা বাবদ প্রতিষ্ঠান চেক পেলে তা কী বলে গণ্য হবে?

ক. দাগকাটা চেক          খ. বাহক চেক

গ. খোলা চেক   ঘ. হুকুম চেক

২১. ব্যাংক স্টেটমেন্ট কী?

ক. আমানতকারীর আয়-ব্যয় বিবরণী

খ. আমানতকারীর নগদান হিসাব

গ. আমানতকারীর ব্যাংক হিসাবের পূর্ণ বিবরণ

ঘ. আমানতকারীর লাভ-লোকসান হিসাবের বিবরণ

২২. নিচের কোনটির মাধ্যমে লেনদেন করা অধিক নিরাপদ?

ক. নগদ অর্থে   খ. চেকের মাধ্যমে

গ. ধারে             ঘ. হুন্ডির মাধ্যমে

২৩. ব্যাংক আমানতকারীর হিসাব থেকে কেটে রাখে-

i. ব্যাংক চার্জ     ii. উত্তোলনের  সুদ

iii. মুনাফার অংশ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii            খ. i ও iii

গ. ii ও iii           ঘ. i, ii ও iii

২৪. একটি নির্দিষ্ট সময়ের সমাপনী নগদ জের বের করার জন্য প্রারম্ভিক নগদের সহিত-

i. নগদ প্রাপ্তিগুলো যোগ করতে হয়

ii. নগদ প্রদানগুলো বিয়োগ করতে হয়

iii. ধারে বিক্রি যোগ ও বিয়োগ করতে হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii            খ. i ও iii

গ. ii ও iii           ঘ. i, ii ও iii

২৫. নগদ প্রাপ্তি জাবেদার জের খতিয়ানের নগদান হিসাবের কোন দিকে লিখতে হয়?

ক. ডেবিট         খ. ক্রেডিট

গ. ডেবিট ও ক্রেডিট উভয়

ঘ. কোনো ঘরেই নয়

২৬. নগদ প্রাপ্তি জাবেদায় বিক্রয়ের প্রকৃত পরিমাণ কোথায় লিখতে হয়?

ক. নগদান কলামে        খ. দেনাদার কলামে

গ. বিক্রয় কলামে          ঘ. অন্যান্য হিসাব ঘরে

২৭. তিন ঘরা নগদান বইতে উভয় দিকের বাট্টা কলামের যোগফল-

i. পার্থক্য নির্ণয় করা হয়

ii. পৃথক পৃথকভাবে লিখতে হয়

iii. পার্থক্য নির্ণয় করা হয় না

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii            খ. i ও iii

গ. ii ও iii           ঘ. i, ii ও iii

২৮. বাট্টা কাকে প্রদান করতে হয়?

ক. দেনাদারকে  খ. পাওনাদারকে

গ. বিক্রেতাকে   ঘ. সরকারকে

২৯. অফিসের জন্য ৫০০০ টাকা উত্তোলন, পথে ৫০০ টাকা ছিনতাই হলো, নগদান হিসাব কত হবে?

ক. ৫০০ টাকা   খ. ৪,৫০০ টাকা

গ. ৫,০০০ টাকা ঘ. ৫,৫০০ টাকা

৩০. কোনটিকে ব্যবসায়ের অপরিহার্য উপাদান মনে করা হয়?

ক. দেনাদার      খ. পাওনাদার

গ. নগদ            ঘ. ব্যাংক

 

উত্তরমালা :   ১৭.গ ১৮.গ ১৯.ঘ ২০.ক ২১.গ ২২.খ ২৩.ক ২৪.ক ২৫.ক ২৬.গ ২৭.গ ২৮.ক ২৯.খ ৩০.গ

সর্বশেষ খবর