শনিবার, ১৬ মে, ২০২০ ০০:০০ টা

অষ্টম শ্রেণির পড়াশোনা : বাংলা

মেহেরুন্নেসা খাতুন, সিনিয়র সহকারী শিক্ষিকা

বহুনির্বাচনী প্রশ্ন

১।         শোলাশিল্পের উৎকৃষ্ট নমুনা দেখা যায় নিচের কোন শিল্প তৈরিতে-

            ক) মসলিন কাপড়         খ) জামদানি শাড়ি  

            গ) পুতুল তৈরিতে           ঘ) শীতলপাটি বুনোনে

২।   কিসের নকশা একটি মৌলিক বৈশিষ্ট্যের পরিচায়ক-

            ক) টোপরের      খ) পুতুলের 

            গ) নকশিকাঁথার            ঘ) শীতল পাটির

৩।        প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপ পাওয়া যায় কিসে?

            ক) ঋগ্বেদের মন্ত্রগুলোতে           খ) মহাভারতে  

            গ) চর্যাপদে           ঘ) শ্রীকৃষ্ণ কীর্তনে

৪।        সংস্কৃত ভাষা কখন চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়েছিল?

            ক) খ্রিস্টপূর্ব ১০০০ অব্দে            খ) খ্রিস্টপূর্ব ৪০০ অব্দে

            গ) খ্রিস্টপূর্ব ৪৫০ অব্দে              ঘ) খ্রিস্টপূর্ব ৫০০ অব্দে

            নিচের উদ্দীপকটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:

            সে দিন উপস্থিত হয়েছে

            আজি চুড়ি পরা ছেড়ে নারী ধরেছে হাতুড়ি

            পুরুষ নারীতে মিলে

৫।        উদ্দীপকের সঙ্গে ‘নারী’ কবিতার ভাবগত ঐক্যের দিকটি হলো-

            i. বৈষম্য     ii. সাম্য

            iii. নারী-পুরুষ সমঅধিকার

            নিচের কোনটি সঠিক?

            ক) i, ii               খ) ii, iii

            গ) ii, iii              ঘ) i, ii  ও  iii   

৬।       উদ্দীপকের ভাবটি নিচের কোন চরণে প্রকাশ পেয়েছে?

            ক) মাতা ভগিনি ও বধূদের ত্যাগে হইয়াছে মহীয়ান

            খ) প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী

            গ) বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি

            ঘ) পীড়ন করলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই

৭।        কার পদধূলির জন্য বৃন্দাবন লুটায়?

            ক) রুপাইয়ের    খ) রাধার  

            গ) শ্রীকৃষ্ণের     ঘ) শ্রীরামের

৮।   ‘বুড়োরা কয়, ছেলে নয় ও পাগল লোহা যেন’- চরণটিতে কী বোঝানো হয়েছে?

            ক) রুপাইয়ের পারদর্শিতা   

            খ) রুপাইয়ের কর্মোদ্যোগ   

            গ) রুপাইয়ের সক্ষমতা

            ঘ) রুপাইয়ের গায়ের বর্ণ

৯।        বাক্যের অর্থসংগতি রক্ষা করে পদগুলোকে যথাযথভাবে সাজিয়ে রাখার নাম-

            ক) আকাক্সক্ষা              খ) যোগ্যতা 

            গ) আসক্তি                    ঘ) বিধেয়

১০।      ‘তারা শিক্ষকের আদেশ পালন করে’ বাক্যটি কী ধরনের বাক্য?

            ক) যৌগিক বাক্য           খ) জটিল বাক্য   

            গ) স্বাধীন খ-বাক্য          ঘ) অধীন খ-বাক্য

১১।       ‘আমি বাড়ি গিয়ে দেখলাম’-বাক্যটি কোন স্থানীয় অধীন খ-বাক্য?

            ক) বিশেষ্য স্থানীয়          খ) বিশেষণ স্থানীয়  

            গ) ক্রিয়াবিশেষ স্থানীয়   ঘ) সর্বনাম মিশ্র স্থানীয়

১২।  একই ধরনের শব্দ প্রকাশের ক্ষেত্রে কী বসে?

            ক) কমা     খ) দাঁড়ি   গ) বিস্ময়চিহ্ন     ঘ) কোলন

১৩।      বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য কী বসে?

            ক) কমা     খ) দাঁড়ি    গ) বিস্ময়চিহ্ন   ঘ) কোলন

১৪।  কোলন চিহ্ন ব্যবহৃত হয়-

     i. উদাহরণ বা দৃষ্টান্ত বোঝাতে

     ii. উদ্ধৃতির আগে

     iii. দুটি শব্দের সংযোগ বোঝাতে

     নিচের কোনটি সঠিক?

     ক) i, ii      খ) i, iii    গ) ii, iii     ঘ) i, ii  ও  iii   

১৫।  সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্য বসে-

            ক) কমা  খ) সেমিকোলন   গ) কোলন     ঘ) হাইফেন

 

            উত্তর : ১. গ ২. ঘ ৩. ক ৪. খ ৫. খ ৬. গ ৭.গ ৮.গ ৯. গ ১০. গ ১১. ক ১২. ক ১৩. ক ১৪. ঘ ১৫. ঘ।

সর্বশেষ খবর