রবিবার, ১৭ মে, ২০২০ ০০:০০ টা

সাধারণ জ্ঞান

সাধারণ জ্ঞান

* বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী কোনটি : মুজিবনগর (মেহেরপুর) * বর্তমান ঢাকার পূর্ব নাম কি ছিল : জাহাঙ্গীর নগর * জাতীয় সংসদ ভবন নির্মাণ ব্যয় কত : ১২৯ কোটি টাকা * বাংলাদেশের সর্ব উত্তরের শহর কোনটি : তেঁতুলিয়া * বাংলাদেশের সর্ব দক্ষিণের শহর কোনটি : টেকনাফ * বাংলাদেশের সর্ব দক্ষিণের দ্বীপ কোনটি : সেন্টমার্টিন * বাংলাদেশে আয়তনে কোন বিভাগ বড় ও কোন বিভাগ ছোট : বড় :  রাজশাহী, ছোট : সিলেট * বাংলাদেশে সর্বোচ্চ বিচার বিভাগ কোনটি : সুপ্রীম কোর্ট * বাংলাদেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায় : শ্রীমঙ্গলে * পৃথিবীর কোন অঞ্চল থেকে বাংলাদেশে অতিথি পাখি আসে : সুদূর সাবেরিয়া * White Gold কি : বাংলাদেশের চিংড়ি সম্পদ * বাংলাদেশে অস্ত্র নির্মাণ কারখানা কোথায় : গাজীপুরে * বাংলাদেশে প্রচলিত কোন নোটর্টি ব্যাংক নোট নয় : এক টাকা ও দুই টাকার নোট। * বাংলাদেশে আন্তর্জাতিক বিমান বন্দর কয়টি ও কি কি : ৩ টি, ১. শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর, ঢাকা। ২. ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর, সিলেট। ৩. চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর, চট্টগ্রাম।

* বাংলাদেশের প্রথম ফ্লাইওভার কোনটি : ঢাকা মহাখালী * বাংলাদেশে কত বছরের কম বয়সীদের শ্রম বেআইনি? : ১৮ বছরের কম বয়সী * নারী অধিকার রক্ষায় আমাদের দায়িত্ব কী? : আমাদের উচিত নারীর অধিকার রক্ষায় কাজ করা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর