সোমবার, ১৫ জুন, ২০২০ ০০:০০ টা

এইচএসসি : ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয়পত্র

মুহাম্মদ জিল্লুর রহমান, প্রভাষক

এইচএসসি : ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয়পত্র

[পূর্বে প্রকাশের পর]

 

১৮. চেকের অমর্যাদা হতে পারে-

i. চেকের তারিখ না থাকলে

ii. পূর্ব বা পরবর্তী তারিখের চেক

iii. অনুমোদনকারীর ইচ্ছা অনুযায়ী

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii               খ. i ও iii

গ. ii ও iii             ঘ. i, ii ও iii

১৯. অব্যক্তিক জামানতের গ্রহণযোগ্যতা নির্ভর করে কোনটির ওপর?

ক. বিক্রয়যোগ্যতা            

খ. সম্পদের গ্রহণযোগ্যতা

গ. মালিকানার ত্রুটি          

ঘ. সামাজিক মর্যাদা

২০. ঋণের অব্যক্তিক জামানত কত প্রকার?

ক. ২     খ. ৩   গ. ৪       ঘ. ৫

২১. বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন কত সালের?

ক. ১৯৪৫         খ. ১৯৪৭

গ. ১৯৭২          ঘ. ১৯৬১

শহীদ আমদানি-রপ্তানি ব্যবসায়ের কাজে নিয়োজিত। নতুন একজন রপ্তানিকারক শহীদের কাছে পণ্য বিক্রয় করার নিশ্চয়তা পাচ্ছে না। কারণ শহীদ তাকে পণ্যের মূল্য প্রদান করবে এমন নিশ্চয়তা নেই।

উপরোক্ত উদ্দীপকের আলোকে ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :

২২. শহীদের জন্য কোন দলিলটি প্রয়োজন?

ক. প্রত্যয়পত্র                

খ. পে-অর্ডার

গ. ব্যাংকের আজ্ঞাপত্র 

ঘ. ব্যাংকের নিশ্চয়তাপত্র

২৩. শহীদের ব্যবহৃত দলিলের বৈশিষ্ট্য হলো-

i. মূল্য পরিশোধের নিশ্চয়তা

ii. হস্তান্তর অযোগ্য

iii. জামানত প্রদান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii               খ. i ও iii

গ. ii ও iii             ঘ. i, ii ও iii

২৪. অনলাইন ব্যাংকিং কোন ধরনের ব্যাংকিং ব্যবস্থায় অধিক উপযোগী?

ক. একক          খ. গ্রুপ

গ. শাখা            ঘ. চেইন

২৫. আর্থিক নিশ্চয়তা প্রদানের লক্ষ্যে সম্পাদিত চুক্তি কোনটি?

ক. বৈধ চুক্তি        খ. লিখিত চুক্তি

গ. বীমা চুক্তি        ঘ. সঞ্চয় চুক্তি

২৬. বাংলাদেশে প্রচলিত বীমা আইন কত সালের?

ক. ১৯৩৮             খ. ১৯৬৫

গ. ১৯৯৪              ঘ. ২০১০

২৭. বীমাপত্রে উল্লেখ থাকে-

i. চুক্তির লক্ষ্য

ii. চুক্তির বিষয়বস্তু

iii. চুক্তির শর্তাদি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii               খ. i ও iii

গ. ii ও iii             ঘ. i, ii ও iii

২৮. FOB দ্বারা কি বোঝায়?

ক) Free on Board

খ) Free of Bill

গ) Free on Bank 

ঘ) Free on Bank 

২৯. কোনটির মাধ্যমে বীমার উদ্ভব হয়?

ক. সাধারণ বীমা     খ. অগ্নিবীমা

গ. নৌ-বীমা          ঘ. জীবন বীমা

৩০. ২০১২ সালের জানুয়ারির ১৫ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের মাঝে সি ট্রান্সপোর্ট কোম্পানির জাহাজে বিভিন্ন গার্মেন্ট সামগ্রীর প্রস্তুতকারকদের মাল রয়েছে। উপরোক্ত জাহাজের জন্য কোন বীমাপত্র সংগ্রহ করা হয়?

ক. যাত্রার          খ. সময়

গ. ভাসমান         ঘ. মিশ্র

উত্তরমালা ঃ ১৮. ক ১৯. ক ২০. গ ২১. খ ২২. ক ২৩. খ ২৪. গ ২৫. গ ২৬. ঘ ২৭. ঘ ২৮. ক ২৯. গ ৩০. খ

সর্বশেষ খবর