সোমবার, ১৫ জুন, ২০২০ ০০:০০ টা

উচ্চ মাধ্যমিক ভুগোল প্রথমপত্র

মো. মিজানুর রহমান, প্রভাষক

১. CFC এর পূর্ণরূপ লেখ।

উত্তর : Chloro-Fluoro Carbon.

২. পরিবেশদূষণ কী?

উত্তর : পরিবেশের ভারসাম্যহীনতাই পরিবেশ দূষণ।

৩. ডেসিবল কী?

উত্তর : শব্দের তীব্রতা নির্দেশক একক।

৪. পৃথিবী পৃষ্ঠের ‘প্রাকৃতিক সৌরপর্দা’ হিসেবে কাজ করে কোনটি?

উত্তর : ওজোনস্তর

৫. মৃত্তিকা কাকে বলে?

উত্তর : ভূপৃষ্ঠের ওপর জৈব ও অজৈব শক্তির সমন্বয়ে সৃষ্ট সূক্ষ্ম শিলাচূর্ণ ও জৈব পদার্থের কোমল স্তরকে মৃত্তিকা বলে।

৬. দুর্যোগের পরপরই কোনটি প্রয়োজন হয়?

উত্তর : সাড়াদান

৭. মাটিতে মেশে না এমন একটি পদার্থের নাম কী?

উত্তর : প্লাস্টিক

৮. বায়ুদূষণ কী?

উত্তর : বায়ুতে বিষাক্ত পদার্থের সংযোজনই বায়ুদূষণ।

৯. ভূগর্ভস্থ পানি কী?

উত্তর : মৃত্তিকার মধ্যে অবস্থানরত পানিই ভূগর্ভস্থ পানি।

১০. আর্দ্রতা কী?

উত্তর : বায়ুতে জলীয়বাষ্পের উপস্থিতিকে আর্দ্রতা বলে।

১১. বায়ুপ্রবাহ মাপক যন্ত্রের নাম কী?

উত্তর : অ্যানিমোমিটার

১২. জীবমন্ডল কাকে বলে?

উত্তর : জীবকুল যখন অশ্বমন্ডল, বায়ুমন্ডল ও বারিমন্ডলে অবস্থান করে তখন তাকে জীবমন্ডল বলে।

১৩. ভূগোল কাকে বলে?

উত্তর : মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাকে ভূগোল বলে।

১৪. উপত্যকা কী?

উত্তর : দুটি উন্নত ভূমির মধ্যস্থিত নিম্নভূমিই উপত্যকা।

১৫. সিয়ালস্তর কী দ্বারা  গঠিত?

উত্তর : সিলিকন ও অ্যালুমিনিয়াম।

১৬. সুনামি অর্থ কি?

উত্তর : পোতাশ্রয়ের ঢেউ।

১৭. নদীভাঙন কী?

উত্তর : পানিতাত্ত্বিক প্রক্রিয়ায় নদীপাড় নদীগর্ভে বিলীন হওয়াই নদীভাঙন।

১৮. জৈবিক বিচূর্ণীভবন কী?

উত্তর : উদ্ভিদ ও প্রাণীর সংগঠিত ভৌত ও রাসায়নিক ক্ষয়ীভবনই জৈবিক বিচূর্ণীভবন।

১৯. মৌসুমি জলবায়ু কাকে বলে?

উত্তর : মৌসুমি বায়ু প্রবাহিত অঞ্চলের জলবায়ুকে মৌসুমি জলবায়ু বলে।

২০. শব্দদূষণের প্রধান কারণ কী?

উত্তর : মানুষের অদূরদর্শী ক্রিয়াকলাপই শব্দদূষণের কারণ।

২১. তুন্দ্রা বায়োম কী?

উত্তর : পৃথিবীর সর্বাপেক্ষা উত্তরের এবং শীতলতম স্থান নিয়ে গঠিত বায়োম।

সর্বশেষ খবর