রবিবার, ১২ জুলাই, ২০২০ ০০:০০ টা

ষষ্ঠ শ্রেণির বাংলা প্রথম পত্র

মো. আমিনুল ইসলাম, সিনিয়র শিক্ষক

ষষ্ঠ শ্রেণির বাংলা প্রথম পত্র

নীলনদ ও পিরামিডের দেশ

সৈয়দ মুজতবা আলী

বহুনির্বাচনী প্রশ্ন

১. প্রাচীন মিসরের সম্রাটদের কী বলা হতো?   

ক. রাজা           খ. বাদশাহ

গ. ফারাও                      ঘ. সুলতান

২. ‘ক্যাবারে’ শব্দের অর্থ কী?         

ক. নাচঘরে            খ. ফাঁকতলে

গ. ঠাসাঠাসি           ঘ. কাফেলা

৩. বারকোশের নমুনায় খাবারের মধ্যে ছিল-

i মুরগির মুসল্লম            ii. শামি কাবাব

iii. শিক কাবাব

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii            খ. i ও iii

গ. ii ও iii           ঘ. i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :

সাকিব শেরপুরে ‘গজনী অবকাশ’ দেখতে তার বন্ধুকে নিয়ে রওনা দিল। বাসযোগে তারা যাওয়ার পথে দুই পাশের প্রাকৃতিক পরিবেশ দেখে মুগ্ধ। ‘গজনী অবকাশ’ পাহাড় ও সমতল ভূমিতে ঘেরা, যা দেখতে প্রাকৃতিক ও কৃত্রিম সৌন্দর্যে অপূর্ব।

৪. উদ্দীপকটি ‘নীলনদ ও পিরামিডের দেশ’-এর সঙ্গে সংগতিপূর্ণ হওয়ার কারণ-

i. প্রাকৃতিক সৌন্দর্য

ii. কৃত্রিম সৌন্দর্য

iii. পাহাড় ও সমতল ভূমি

নিচের কোনটি সঠিক?        

ক. i ও ii            খ. i ও iii

গ. ii ও iii           ঘ. i, ii ও iii

৫. উদ্দীপকটি ‘নীলনদ ও পিরামিডের দেশ’-এর সঙ্গে সাদৃশ্যপূর্ণের কারণ-

i. ঐতিহ্য                   ii. স্থাপত্যশৈলী

iii. পর্যটকদের আগ্রহ

নিচের কোনটি সঠিক?        

ক. i ও ii            খ. i ও iii

গ. ii ও iii           ঘ. i, ii ও iii

৬. মরুভূমির ওপর চন্দ্রালোকের দৃশ্য কেমন দেখায়?

ক. স্নিগ্ধ              খ. নির্মল

গ. আশ্চর্য            ঘ. অদ্ভুত

৭. সৈয়দ মুজতবা আলী কত সালে জন্মগ্রহণ করেন?

ক. ১৯০১ সালে        খ. ১৯০২ সালে

গ. ১৯০৩ সালে        ঘ. ১৯০৪ সালে

৮. ভূতের চোখ কোন রঙের হয় বলে শোনা যায়?

ক. কালো           খ. সবুজ

গ. লাল             ঘ. নীল

৯. ভুবন বিখ্যাত পিরামিডের উচ্চতা কত ফুট?  

ক. প্রায় ৫০০ ফুট     খ. প্রায় ৬০০ ফুট

গ. প্রায় ৭০০ ফুট      ঘ. প্রায় ৮০০ ফুট

১০. কায়রো শহরের রেস্তোরাঁগুলো কেমন?      

ক. পরিচ্ছন্ন           খ. নোংরা

গ. চাকচিক্য          ঘ. বিলাসবহুল

১১. লেখক মিসরীয় রান্নাকে ভারতীয় রান্নার কী হিসেবে তুলনা করেছেন?

ক. মামাতো বোন       খ. খালাতো  বোন

গ. চাচাতো বোন        ঘ. ফুফাতো  বোন

১২. পিরামিডে ব্যবহƒত পাথর চার-পাঁচ টুকরা একত্র করলে কীসের সাইজ হবে?

ক. ইঞ্জিনের          

খ. ছোট ঘরের

গ. জিপ গাড়ির       

ঘ. ছোট নদীর

উদ্দীপকটি পড় এবং ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :

পুরান ঢাকার খাবার বেশ নামকরা। সারা দেশ তো বটেই, পৃথিবীর অনেক দেশেই পুরান ঢাকার খাবারের সুনাম রয়েছে, বিশেষ করে বিরিয়ানি আর তেহারির সুগন্ধ পেটের ক্ষুধা বাড়িয়ে দেয়। তা ছাড়া অন্যান্য মসলাজাতীয় খাবারও বেশ মুখরোচক।

১৩. উদ্দীপকের ঐতিহ্যবাহী খাবার যে কারণে সাদৃশ্যপূর্ণ-

i. মুখরোচক      

ii. ক্ষুধা বাড়িয়ে  দেয়

iii. বিশ্ববিখ্যাত

নিচের কোনটি সঠিক?        

ক. i ও ii            খ. i ও iii

গ. ii ও iii           ঘ. i, ii ও iii

১৪. পৃথিবীর বহু সমঝদার মিসরে আসেন-

i. পিরামিড দেখার জন্য  

ii. নীলনদ দেখার জন্য

iii. মিসরের মসজিদ দেখার জন্য

নিচের কোনটি সঠিক?        

ক. i ও ii            খ. i ও iii

গ. ii ও iii           ঘ. i, ii ও iii

১৫. সৈয়দ মুজতবা আলী স্নাতক ডিগ্রি লাভ করেন কোন বিশ্ববিদ্যালয় থেকে?

ক. কলকাতা বিশ্ববিদ্যালয়

খ. শান্তিনিকেতন

গ. ঢাকা বিশ্ববিদ্যালয়        

ঘ. রাজশাহী বিশ্ববিদ্যালয়

১৬. পদ্মাসনে বসে সুদানি দারোয়ানরা কী করছিল?

ক. নামাজ পড়ছিল  

খ. তসবি জপছিল

গ. খবরের কাগজ পড়ছিল

ঘ. খাবার খাচ্ছিল

১৭. ঝোল-ভাতের জন্য লেখকের প্রাণ কেন কাঁদে?

ক. এটি পুষ্টিকর খাবার   

খ. এটি বাঙালির খাবার

গ. এটি মুখরোচক খাবার

ঘ. এটি থাই খাবার

১৮. বড় তিনটি পিরামিডের একেকটি তৈরি করতে কত টুকরা পাথরের প্রয়োজন হয়েছিল?

ক. ১৩ লাখ          খ. ১৮ লাখ

গ. ২০ লাখ           ঘ. ২৩ লাখ

উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও :

ধলেশ্বরী নদীর তীরে প্রায় বিশটি জেলে পরিবারের বসবাস। সেখানে কোনো নলকূপ নেই। ধলেশ্বরী নদীর পানি দিয়ে তাদের যাবতীয় কাজ চলে।

১৯. উদ্দীপকের ধলেশ্বরী নদী তোমার পঠিত কীসের প্রতিনিধিত্ব করে?

ক. সুয়েজ খালের      খ. নীলনদের

গ. পিরামিডের         ঘ. মসজিদের

২০. প্রতিনিধিত্বের কারণ-      

i. ধলেশ্বরীর পানি

ii. প্রয়োজনীয় কাজ চলে

iii. নদীর তীরে জেলেদের বাস 

ক. i ও ii            খ. i ও iii

গ. ii ও iii           ঘ. i, ii ও iii

২১. লেখকের চোখের সামনে কোন দৃশ্য অতি রমণীয় হয়ে ভেসে উঠল?  

ক. পিরামিড           খ. মরুভূমি

গ. শহরের রাস্তা       ঘ. নীলনদ

২২. মরুভূমির বৈশিষ্ট্য হচ্ছে-       

i. দিনের বেলায় এটি প্রচন্ড গরম হয়ে ওঠে

ii. রাতের বেলায় এটি প্রচন্ড শীতল হয়ে ওঠে

iii. এখানকার আবহাওয়া নাতিশীতোষ্ণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii            খ. i ও iii

গ. ii ও iii           ঘ. i, ii ও iii

২৩. মিসরে নীলনদ আর পিরামিডের পরে কীসের সৌন্দর্য ভুবন বিখ্যাত?

ক. ঝরনার            খ. পাহাড়ের

গ. মরুভূমির          ঘ. মসজিদের

২৪. সৈয়দ মুজতবা আলী বাংলা সাহিত্যে মূলত কী হিসেবে খ্যাতি লাভ করেন?  

ক. রম্যরচয়িতা        খ. প্রাবন্ধিক

গ. ঔপন্যাসিক         ঘ. নাট্যকার

২৫. নীলনদের দৃশ্য দেখতে কেমন?          

ক. চমৎকার          খ. দীপ্তিময়

গ. সৌন্দর্যমন্ডিত        ঘ. রমণীয়

২৬. নিগ্রোদের চেহারার বৈশিষ্ট্য-    

i. কোঁকড়ানো কালো চুল

ii. লাল লাল পুরু দুইখানা ঠোঁট

iii. ব্রোঞ্জের মতো গায়ের রং

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii            খ. i ও iii

গ. ii ও iii           ঘ. i, ii ও iii

২৭. কোথা থেকে মৃদুমন্দ ঠান্ডা বাতাস আসছিল?  

ক. আরব সাগর    

খ. ভারত মহাসাগর

গ. ভূমধ্যসাগর      

ঘ. নীলনদ

২৮. ‘সমস্ত ব্যাপারটা কেমন যেন ভুতুড়ে মনে হয়’ কোন ব্যাপারটা?

ক. রাতের অন্ধকার   খ. মরুভূমির অন্ধকার

গ. রাতের আবহাওয়া  ঘ. মরুভূমির চন্দ্রলোক

নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও :

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আর্জেন্টিনা ও নাইজেরিয়ার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল গত কয়েক বছর আগে। নাইজেরিয়ার সব খেলোয়াড় কালো। তাদের চুলগুলো কোঁকড়ানো। দাঁতগুলো ঝিনুকের মতো সাদা। শুনেছি তারা   সবাই একই জাতের।

২৯. উদ্দীপকের নাইজেরিয়ার সঙ্গে ‘নীলনদ আর পিরামিডের দেশ’ ভ্রমণ কাহিনির মিল আছে-

ক. সুদানবাসীর           খ. নিগ্রোদের

গ. মিসরীয়দের           ঘ. ভারতীয়দের

৩০. সাদৃশ্যের কারণ-             

i. জাতিতে ii. দৈহিক গঠনে iii. গায়ের বর্ণে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii            খ. i ও iii

গ. ii ও iii           ঘ. i, ii ও iii

 

উত্তরমালা : ১. গ ২. ক ৩. ঘ ৪. ক ৫. ঘ ৬. ঘ ৭. ঘ    ৮. খ ৯. ক ১০. খ ১১. ক ১২. ক ১৩. ক ১৪. গ ১৫. খ ১৬. খ ১৭. খ ১৮. ঘ ১৯. খ ২০. ক ২১. ঘ ২২. ক ২৩. ঘ ২৪. ক ২৫. ঘ ২৬. ক ২৭. গ ২৮. ঘ ২৯. খ ৩০. ঘ

সর্বশেষ খবর