রবিবার, ২৬ জুলাই, ২০২০ ০০:০০ টা

একাদশ-দ্বাদশ শ্রেণির অর্থনীতি প্রথমপত্র

মুহাম্মদ জিল্লুর রহমান, প্রভাষক

১. অর্থনীতিকে ‘দু®প্রাপ্যতার বিজ্ঞান’ বলেছেন কে?

ক. অ্যাডাম স্মিথ           খ. কার্ল মেনজার

গ. পিএ স্যামুয়েলসন    ঘ. আলফ্রেড মার্শাল

২. ব্রিটেনের অর্থব্যবস্থার বৈশিষ্ট্য হলো-

i. শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ

ii. মুদ্রাস্ফীতি বিদ্যমান

iii. উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii         খ. i ও iii

গ. ii ও iii       ঘ. i, ii ও iii

চিত্রটি লক্ষ্য কর-

৩.  ‘x’ দ্রব্যের উৎপাদন শূন্য হলে Y দ্রব্যের উৎপাদন কত হবে?

ক. শূন্য  খ. OA

গ. AB   ঘ. OC

৪. চাহিদা স্থির থেকে জোগান বাড়লে ভারসাম্য দাম ও পরিমাণের ওপর কী প্রভাব পড়বে?

ক. দাম বাড়বে, পরিমাণ কমবে

খ. দাম ও পরিমাণ উভয়ই কমবে

গ. দাম কমবে, পরিমাণ বাড়বে

ঘ. দাম ও পরিমাণ উভয়ই বাড়বে

চিত্রটি লক্ষ্য কর এবং ৫ ও ৬ নম্বর প্রশ্নের

উত্তর দাও :

৫. চিত্রটিতে কোন ধরনের

দ্রব্যের চাহিদা রেখা নির্দেশিত হয়েছে?

ক. গিফেন দ্রব্য    খ. পরিপূরক দ্রব্য

গ. ভেবলেন দ্রব্য   ঘ. পরিবর্তক দ্রব্য

৬. দ্রব্য দুটির ক্ষেত্রে

i.  দ্রব্যের দামের সঙ্গে x দ্রব্যের চাহিদার সম্পর্ক বিপরীত

ii. দাম ও চাহিদার পরিবর্তন সমমুখী

iii. আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান ধনাত্মক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii         খ. i ও iii

গ. ii ও iii       ঘ. i, ii ও iii

৭. দক্ষ ও পেশাজীবী বাংলাদেশি শ্রমিকদের

চাহিদা যেসব দেশে রয়েছে-

i. চীন    ii. জাপান iii. অস্ট্রেলিয়া

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii         খ. i ও iii

গ. ii ও iii       ঘ. i, ii ও iii

উদ্দীপকটি লক্ষ্য কর এবং ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :

জনাব A তার চারজন বন্ধুকে সঙ্গে নিয়ে একটি কারবার গড়ে তোলেন, যেখানে তাঁরা সবাই মূলধন অনুপাতে লাভ-লোকসানের ভাগ পেয়ে থাকেন।

৮. উদ্দীপকে নির্দেশিত সংগঠনটি কোন ধরনের সংগঠন?

ক. এক মালিকানা

খ. অংশীদারি

গ. যৌথ মূলধনী

ঘ. সমবায়

৯. উক্ত সংগঠনের বৈশিষ্ট্য হলো

i. পারস্পরিক আস্থা ও বিশ্বাস

ii. দলগত প্রচেষ্টা

iii. সদস্য সর্বনিম্ন ২ জন এবং সর্বোচ্চ ২০ জন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii         খ. i ও iii

গ. ii ও iii       ঘ. i, ii ও iii

১০. যৌথ মূলধনী কারবার সর্বপ্রথম কোথায় চালু হয়?

ক. যুক্তরাষ্ট্রে                 খ. জাপানে

গ. চীনে            ঘ. ব্রিটেনে

১১. কোন বাজারে ফার্মকে দাম সৃষ্টিকারী হিসেবে বিবেচনা করা হয়?

ক. মনোপলি

খ. ডুয়োপলি

গ. অলিগোপলি

ঘ. মনোপসনি

চিত্রটি লক্ষ্য কর এবং ১২ ও ১৩ নম্বর প্রশ্নের

উত্তর দাও :

১২. উদ্দীপকে চাহিদা রেখা কোনটি?

ক. AC       খ. MC

গ. MR       ঘ. AR

১৩. চিত্রে E বিন্দুতে নির্দেশিত হয়েছে-

i. দাম = প্রান্তিক আয়

ii. প্রান্তিক আয় = প্রান্তিক ব্যয়

iii. দাম = গড় ব্যয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii         খ. i ও iii

গ. ii ও iii       ঘ. i, ii ও iii

১৪. স্বল্পকালীন ভোগ অপেক্ষক কোনটি?

ক. y= c+1

খ. S = - a+ (1-b)

গ. c = by

ঘ. c = a+by

১৫. ‘মানুষের সৃষ্ট উৎপাদনের উপকরণ থেকে স্বল্পকালে যে অতিরিক্ত আয় হয়, তাই নিম খাজনা।’ উক্তিটি কার?

ক. ডেভিড রিকার্ডো

খ. এ মার্শাল

গ. স্যামুয়েলসন

ঘ. সেলভেটর

উদ্দীপকটি লক্ষ্য কর এবং ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :

১৬. উক্ত রেখাচিত্রটির ক্ষেত্রে কোন সমীকরণটি যুক্তিযুক্ত?

ক. Q = -2 + 4p

খ. Q = 2 + 2p

গ. Q = -4 + 2p

ঘ. Q = 2 + 8P

উদ্দীপকটি লক্ষ্য কর এবং ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :

১৭. AR2 রেখার আকৃতি এরূপ হওয়ার কারণ কী?

ক. ক্রেতা-বিক্রেতা উভয়ই অসংখ্য

খ. বিক্রয় বৃদ্ধির সঙ্গে গড় আয় হ্রাস

গ. দ্রব্যের দাম অপরিবর্তিত

ঘ. দ্রব্য সমজাতীয়

১৮. AR1 এর ক্ষেত্রে প্রযোজ্য

i. অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের গড় আয়

ii. নির্দিষ্ট দামে পণ্য ক্রয়-বিক্রয় হয়

iii. বাজারে পূর্ণ প্রতিযোগিতা বিরাজমান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii         খ. i ও iii

গ. ii ও iii       ঘ. i, ii ও iii

চিত্রটি লক্ষ্য কর এবং ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :

১৯. চিত্রের কোন অংশটি জোগান বিধির ব্যতিক্রমকে প্রকাশ করছে?

ক. cds’           খ. ab

গ. abc           ঘ. bas

উত্তরমালা: ১. গ ২. ঘ ৩. খ ৪. গ ৫. ঘ ৬. গ ৭. গ ৮. খ ৯. ঘ ১০. ঘ ১১. ক ১২. ঘ ১৩. ক ১৪. ঘ ১৫. ক ১৬. গ ১৭. খ ১৮. খ ১৯. ক

সর্বশেষ খবর