সোমবার, ২৭ জুলাই, ২০২০ ০০:০০ টা

অষ্টম শ্রেণির বিজ্ঞান

মেহেরুন্নেসা খাতুন, সিনিয়র শিক্ষিকা

অষ্টম শ্রেণির বিজ্ঞান

বহুনির্বাচনী প্রশ্ন

সপ্তম অধ্যায় : পৃথিবী ও মহাকর্ষ

১. নির্দিষ্ট ভরের দুটি বস্তুর দূরত্ব দ্বিগুণ করলে বল হবে

ক. দ্বিগুণ        

খ. এক-তৃতীয়াংশ       

গ. চার গুণ                  

ঘ. এক-চতুর্থাংশ

২. পৃথিবীর ব্যাসার্ধ ধ্রুবক না হওয়ার জন্য দায়ী নিচের কোনটি?

ক. মাটির প্রকৃতি           খ. বিষুবীয় অঞ্চল       

গ. কেন্দ্র               ঘ. মেরু অঞ্চল

৩. ভরের একক কী?

ক. গ্রাম                        খ. কিলোগ্রাম  

গ. কুইন্টাল      ঘ. নিউটন

৪. চাঁদে ১৬৩০ নিউটন ওজনের বস্তুর পৃথিবীতে ভর কত কিলোগ্রাম?

ক. ১    খ. ১০  গ. ৯৮   ঘ. ১০০

৫. অভিকর্ষজ ত্বরণের একক কোনটি?

ক. m/sec

খ. m/sec2

গ. N                

ঘ. Kg

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৬-৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :

3kg ও 2kg ভরের দুটি বস্তুর মধ্যকার দূরত্ব 3m । এক কিলোগ্রাম ভরের দুটি বস্তুকে এক মিটার দূরত্বে স্থাপন করলে এরা পরস্পরকে 6.67N বলে আকর্ষণ করে।

৬. উদ্দীপক অনুসারে G -এর মান কত?

ক. 3.335–10-11Nm2kg-2

খ. 6.67–10-11Nm2kg-2

গ. 13.34–10-11Nm2kg-2

ঘ. 20.01–10-11Nm2kg-2

৭. উল্লিখিত ভরের বস্তুদ্বয়ের মহাকর্ষ বল কত?

ক. 2.22N–10-11N   

খ. 3.33N–10-11N

গ. 4.44N–10-11N

ঘ. 6.67N–10-11N

৮. অভিকর্ষজ ত্বরণ।

i. স্থান নিরপেক্ষ হলেও বস্তু নিরপেক্ষ নয়       

ii. বস্তুর ভরের ওপর নির্ভর করে না

iii. পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব d-এর ওপর নির্ভর করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii           খ. ii ও iii       

গ. i ও iii           ঘ. i, ii ও iii

৯. ভূ-পৃষ্ঠে g-এর মানের ক্ষেত্রে-

i. মেরু অঞ্চলে g-এর মান সবচেয়ে বেশি

ii. ক্রান্তীয় অঞ্চলে g-এর মান সবচেয়ে কম

iii. 9.81m/sec2 আদর্শমান হিসেবে বিবেচনা করা হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii           খ. ii ও iii       

গ. i ও iii           ঘ. i, ii ও iii

১০. ওই স্থানের অভিকর্ষজ ত্বরণের মান কত

ক. ৯.৭৮           খ. ৯.৮

গ. ৯.৮১            ঘ. ৯.৮৩

১১. ০.৫ টন = কত গ্রাম?

ক. ১০০০ গ্রাম  

খ. ৫০০ গ্রাম    

গ. ৫০০০০০ গ্রাম          

ঘ. ৫০০০০ গ্রাম

১২. একটি বস্তুর ওজন ৯৮০ নিউটন, তার ভর কত কেজি?

ক. ৯.৮                         খ. ৯৮০০         

গ. ১০০             ঘ. ৯৮

১৩. কোন যন্ত্রের সাহায্যে বস্তুর ওজন পরিমাপ করা হয়?

ক. সাধারণ নিক্তি                    

খ. গ্যালভানোমিটার   

গ. ব্যারোমিটার           

ঘ. অ্যামিটার

১৪. কোনো বস্তুতে পদার্থের পরিমাণকে কী বলে?

ক. ভর              খ. বল            

গ. ওজন          ঘ. ত্বরণ

১৫. কোথায় g-এর মান শূন্য?

ক. মেরু অঞ্চলে         

খ. বিষুবীয় অঞ্চলে

গ. পৃথিবীর কেন্দ্রে      

ঘ. পৃথিবী পৃষ্ঠে

১৬. চাঁদ ও পৃথিবীর মধ্যাকর্ষণজনিত ত্বরণের অনুপাত কত?

ক. ১ : ৬              খ. ৬ : ১                      

গ. ১ : ৫০                      ঘ. ৫০ : ১

১৭. ১ কেজি ভরের কোনো বস্তুর ওজন বিষুবীয় অঞ্চলে কত?

ক. ৯.৮৩ঘ                    খ. ৯.৭৮ঘ        

গ. ৯.৭৯ঘ                     ঘ. ৯.৮১ঘ

১৮. পৃথিবীর কোন অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে কম?

ক. উত্তর মেরুতে       

খ. বিষুবীয় অঞ্চলে     

গ. দক্ষিণ মেরুতে      

ঘ. ক্রান্তীয় অঞ্চলে

১৯. বস্তুর অবস্থানের পরিবর্তনের সঙ্গে তার কিসের পরিবর্তন হয়?

ক. ভর             

খ. ওজন                     

গ. আকৃতি 

ঘ. সংযুতি

২০. লিফট যখন ওপরে উঠতে থাকে, তখন আমাদের ওজন কী হয়?

ক. বৃদ্ধি পায়   

খ. হ্রাস পায়   

গ. অপরিবর্তিত থাকে 

ঘ. শূন্য হয়

 

উত্তর : ১. ঘ ২. গ ৩. খ ৪. খ ৫. খ ৬. খ ৭. গ ৮. খ ৯. গ ১০. খ ১১. গ ১২. গ ১৩. ক ১৪. ক ১৫. গ ১৬. ক ১৭. খ ১৮. খ ১৯. খ ২০. ক

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর