বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

একাদশ শ্রেণির পড়াশোনা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা- প্রথমপত্র

তৃতীয় ও চতুর্থ অধ্যায় : পরিকল্পনা প্রণয়ন ও সংগঠন

একাদশ শ্রেণির পড়াশোনা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা- প্রথমপত্র

মুহাম্মদ জিল্লুর রহমান : প্রভাষক

 

১. পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে কী বলা হয়?

ক. লক্ষ্য                               খ. বাজেট 

গ. পলিসি            ঘ. স্ট্র্যাটেজি

২. নিচের কোন বৈশিষ্ট্যটি পরিকল্পনাকে ভবিষ্যৎ পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে সাহায্য করে?

ক. নমনীয়তা      খ. বাস্তবমুখিতা

গ. গ্রহণযোগ্যতা   ঘ. সৃজনশীলতা

৩. কোনো প্রতিষ্ঠানের সব বিভাগের পরিকল্পনাকে একত্র করে যে পরিকল্পনা করা হয় তাকে কী বলে?

ক. বিভাগীয় পরিকল্পনা

খ. কার্যভিত্তিক পরিকল্পনা

গ. সামগ্রিক পরিকল্পনা

ঘ. আঞ্চলিক পরিকল্পনা

৪. ‘পদ্মা সেতু নির্মাণ’ কোন পরিকল্পনার অন্তর্গত?

ক. স্থায়ী                                খ. স্ট্র্যাটেজিক 

গ. কার্যভিত্তিক ঘ. একার্থক

৫. নিচের কোনটি এক ধরনের প্রতিযোগিতামূলক পরিকল্পনা?

ক. প্রক্রিয়া          খ. কৌশল

গ. প্রকল্প              ঘ. কর্মসূচি

৬. ব্যবস্থাপনার অন্যান্য কাজের ভিত্তি কোনটি?

ক. নিয়ন্ত্রণ          খ. সংগঠন

গ. পরিকল্পনা     ঘ. কর্মীসংস্থান

৭. সংগঠনকাঠামোকে যখন চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়, তখন তাকে কী বলে?

ক. সংগঠন রিপোর্ট   খ. সংগঠন চার্ট

গ. কমিটি             ঘ. কর্তৃত্ব প্রবাহ

৮. জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য কোন ধরনের সংগঠন কাঠামো উপযোগী?

ক. সরলরৈখিক      খ. মেট্রিক্স

গ. কমিটি            ঘ. কার্যভিত্তিক

৯. কোন ধরনের সমস্যা সমাধানের জন্য স্থায়ী পরিকল্পনা তৈরি করা হয়?

ক. এককালীন       খ. পুনরাবৃত্তিমূলক

গ. অসাধারণ        ঘ. সাধারণ

১০. নিম্নের কোন সংগঠন কাঠামোর স্থায়িত্ব সবচেয়ে কম?

ক. কার্যভিত্তিক    

খ. সরলরৈখিক

গ. সরলরৈখিক ও উপদেষ্টা  

ঘ. কমিটি

১১.  সফল পরিকল্পনা নির্ভর করে-

i. অর্থ সংগ্রহের ওপর

ii. তথ্য-উপাত্ত সংগ্রহ ও মূল্যায়নের ওপর

iii. ভবিষ্যৎ সুযোগ-সুবিধা মূল্যায়নের ওপর

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii           খ. i ও iii

গ. ii ও iii     ঘ. i, ii ও iii

১২.  নিচের কোনটি স্থায়ী পরিকল্পনার বহির্ভূত?

ক) কৌশল         খ) প্রক্রিয়া

গ. প্রকল্প              ঘ. নীতি

১৩. সংগঠন কাঠামো দেখে নিচের কোনটি সম্পর্কে অবহিত হওয়া যায়?

ক. কর্তৃত্ব প্রবাহ              খ. নির্দেশনার ধরন

গ. ক্ষমতার প্রকৃতি          ঘ. কর্তৃত্ব অর্পণ

১৪.  কার্যভিত্তিক সংগঠন সরলরৈখিক সংগঠন থেকে উত্তম কেন?

ক. দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়

খ. অপচয় হ্রাস করা যায়

গ. এ ক্ষেত্রে ব্যয় কম হয়

ঘ. বিশেষায়নের সুবিধা অর্জিত হয়

১৫. দায়িত্ব ও ক্ষমতার ভিত্তিতে একটি প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের পারস্পরিক সম্পর্কে কী বলে?

ক. নির্দেশনা       খ. সংগঠন

গ. কর্মীসংস্থান                  ঘ. সমন্বয় সাধন

১৬. সংগঠনের কোন নীতি অনুসরণ করে দ্বৈত অধীনতা পরিহার করা যায়?

ক. নির্দেশনার ঐক্য 

খ. আদেশের ঐক্য

গ. দক্ষতার নীতি             

ঘ. জোড়া-মই-শিকলের নীতি

১৭. ক্ষুদ্র আয়তনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোন ধরনের সংগঠন উপযোগী?

ক. সরলরৈখিক                 খ. কার্যভিত্তিক

গ. সরলরৈখিক ও উপদেষ্টা  ঘ. ম্যাট্রিক্স

১৮. F. W. Taylor কর্তৃক প্রবর্তিত ব্যবস্থাপনা সংগঠনের নাম কী?

ক. সরলরৈখিক                

খ. কার্যভিত্তিক

গ. ম্যাট্রিক্স         

ঘ. সরলরৈখিক ও উপদেষ্টা

১৯. একাধিক পণ্য উৎপাদনকারী উচ্চ প্রযুক্তিসম্পন্ন বৃহদায়তন প্রতিষ্ঠানের জন্য কোন ধরনের সংগঠন কাঠামো উপযোগী?

ক. ম্যাট্রিক্স   

খ. সরলরৈখিক ও উপদেষ্টা

গ. কার্যভিত্তিক

ঘ. কমিটি

২০. কোনো সমস্যা সমাধান বা কার্যপদ্ধতি গ্রহণে একাধিক বিকল্প থেকে সর্বোত্তম বিকল্প নির্বাচনকে কী বলে?

ক. পরিকল্পনা     খ. সিদ্ধান্ত গ্রহণ

গ. প্রকল্প          ঘ. প্রোগ্রাম

২১. কোন ধরনের সংগঠনে বিশেষজ্ঞ কর্মী থাকে না?

ক. কমিটি সংগঠনে       

খ. ম্যাট্রিক্স সংগঠনে

গ. সরলরৈখিক সংগঠনে

ঘ. কার্যভিত্তিক সংগঠনে

২২.  সংগঠনের উদ্দেশ্য হলো-

i. দায়িত্ব নির্ধারণ   রর. জবাবদিহি প্রতিষ্ঠা

iii. শৃঙ্খলা প্রতিষ্ঠা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                         খ. i ও iii

গ. ii ও iii  ঘ. i, ii ও iii

২৩.  কমিটি সংগঠন-

i. এক ধরনের অস্থায়ী সংগঠন

ii. বিশেষ উদ্দেশ্যে গঠিত হয়

iii. কমপক্ষে পাঁচজনের সমন্বয়ে গঠিত হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii          খ. i ও iii

গ. ii ও iii    ঘ. i, ii ও iii

২৪. সংগঠন কাঠামো প্রণয়নে বিবেচ্য বিষয়-

i. সরলতা  ii. নমনীয়তা iii. স্বেচ্ছারিতা

নিচের কোনটি সঠিক?

ক. ii ও ii       খ. i ও iii

গ. ii ও iii  ঘ. i, ii ও iii

২৫. নিচের কোনটি উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য নয়?

ক. নমনীয়তা     খ. সহজবোধ্যতা

গ. সহযোগিতা                  ঘ. সুস্পষ্টতা

২৬. সংগঠনের চালিকাশক্তি কোনটি?

ক. নিয়ন্ত্রণ          খ. নির্দেশনা

গ. সমন্বয় সাধন                ঘ. পরিকল্পনা

২৭. একটি সংগঠন চার্ট থেকে জানা যায়-

i. কর্তৃত্ব প্রবাহচিত্র

ii. বিভিন্ন বিভাগ ও উপবিভাগের সংখ্যা

iii. প্রতিটি কর্মীর দায়িত্ব ও কর্তৃত্ব

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii          খ. i ও ii

গ. ii ও iii   ঘ. i, ii ও iii

২৮. স্বল্পমেয়াদি পরিকল্পনা সর্বোচ্চ কত বছরের জন্য প্রণীত হয়?

ক. ৪       খ. ৩    গ. ২        ঘ. ১

২৯.ম্যাট্রিক্স সংগঠনের বৈশিষ্ট্য হলো-

i. এতে দুই ধরনের নির্বাহী থাকে

ii. বৃহদায়তন ব্যবসায়ে ব্যবহার

iii. সর্বাধুনিক উপযোগী সংগঠনকাঠামো

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii           খ. i ও iii

গ. ii ও iii   ঘ. i, ii ও iii

৩০.  ‘ব্যক্তিকেন্দ্রিক প্রশাসনিক ব্যবস্থা’ এই মন্তব্যটি কোন ধরনের সংগঠনের জন্য বেশি প্রযোজ্য?

ক. কমিটি            খ. কার্যভিত্তিক 

গ. ম্যাট্রিক্স          ঘ. সরলরৈখিক

৩১.  কোন সংগঠনে নির্বাহী ও পদস্থ কর্মীর মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়?

ক. ম্যাট্রিক্স সংগঠনে     

খ. কার্যভিত্তিক সংগঠনে

গ. সরলরৈখিক সংগঠনে 

ঘ. সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনে

৩২. কোন ধরনের কাঠামোতে প্রতিটি পণ্য বা সেবা অধিক গুরুত্ব পায়?

ক. কার্যভিত্তিক                 খ. সরলরৈখিক

গ. ম্যাট্রিক্স                          ঘ. কমিটি

৩৩. সামরিক বাহিনীতে সাধারণত কোন ধরনের সংগঠন ব্যবহৃত হয়?

ক. কমিটি      খ. কার্যভিত্তিক

গ. সরলরৈখিক  ঘ. সরলরৈখিক ও উপদেষ্টা

৩৪. সাংগঠনিক কাঠামোর মধ্যে সর্বাপেক্ষা প্রাচীনতম সংগঠন কোনটি?

ক. সরলরৈখিক                 খ. কার্যভিত্তিক

গ. ম্যাট্রিক্স                          ঘ. কমিটি

৩৫. সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার প্রথম কাজ কোনটি?

ক. তথ্য সংগ্রহ                

খ. সমস্যা চিহ্নিতকরণ

গ. বিকল্প কর্মপন্থা নির্ধারণ   

ঘ. বিকল্পসমূহ মূল্যায়ন

৩৬.  সিদ্ধান্ত গ্রহণে সহায়তাকারী উপাদান কোনটি?

i. তথ্য ও উপাত্ত ii. অভিজ্ঞতা ররর. কর্তৃত্ব

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii           খ. i ও iii

গ. ii ও iii   ঘ. i, ii ও iii

৩৭. পরিকল্পনা প্রণয়নের প্রথম ধাপ কোনটি?   

ক. উদ্দেশ্য নির্ধারণ           

খ. ভবিষ্যৎ সম্পর্কে মূল্যায়ন

গ. সহায়ক পরিকল্পনা প্রণয়ন  

ঘ. বিকল্পসমূহ স্থিরকরণ

৩৮. একজন ব্যবস্থাপকের প্রত্যক্ষ তত্ত্ববাবধানে অধীন কর্মীর সংখ্যাকে কী বলা হয়?

ক. নিয়ন্ত্রণের পরিসর     

খ. তদারকের পরিসর

গ. ব্যবস্থাপনার পরিসর   

ঘ. সমন্বয় সাধন

৩৯. নীতি বা উদ্দেশ্যের আলোক নির্ধারিত ধারাবাহিক কার্য সমষ্টিকে কী বলে?

ক. লক্ষ্য               খ. কৌশল

গ. প্রকল্প              ঘ. প্রক্রিয়া

 

উত্তরমালা  ১. খ ২. ক ৩. গ ৪. ঘ ৫. খ ৬. গ ৭. খ ৮. গ ৯. খ ১০. ঘ ১১. গ ১২. গ ১৩. ক ১৪. ঘ ১৫. খ ১৬. খ ১৭. ক ১৮. খ ১৯. ক ২০. খ ২১.গ ২২. ঘ ২৩. ক ২৪. ক ২৫. গ ২৬. খ ২৭. ক ২৮. ঘ ২৯. ঘ ৩০. খ ৩১. ঘ ৩২. ঘ ৩৩. ক ৩৪. গ ৩৫. ক ৩৬. খ ৩৭. ঘ ৩৮. খ ৩৯. ঘ

সর্বশেষ খবর