রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

সাধারণ জ্ঞান

* আয়তনের দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের কত তম দেশ? উ. ৯৪তম দেশ * ঢাকাকে বিশ্বের কত তম মেগা সিটি ধরা হয়। উ. ১১তম * বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে? উ. তাজউদ্দিন আহমদ * বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে? উ. শেখ মুজিবুর রহমান * বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রীর নাম কী? উ. ক্যাপ্টেন মনসুর আলী * বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে? উ. তাহমিনা হক ডলি * বাংলাদেশের প্রথম মহিলা সিটি মেয়র কে? উ. সেলিনা হায়াত আইভি (নারায়ণগঞ্জ সিটি করপোরেশন) * বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতির নাম কী? উ. নাজমুন আরা সুলতানা * বাংলাদেশের প্রথম নারী স্পিকারের নাম কী? উ. ড. শিরিন শারমিন চৌধুরী * বাংলাদেশে প্রথম মহিলা সচিবের নাম কী? উ. জাকিয়া সুলতানা * বাংলাদেশের ১৯ তম রাষ্ট্রপতি কে ছিলেন? মো. জিল্লুর রহমান * বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি কে? উ. অ্যাডভোকেট আবদুল হামিদ * প্রধান বিচারপতি কে নিয়োগ করেন? উ. রাষ্ট্রপতি * বর্তমানে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? উ. স্পিকার * কার কর্তৃত্বের উপর আদালতের কোন এখতিয়ার নেই? উ. রাষ্ট্রপতি * বাংলাদেশে ১ম এভারেস্ট জয় করেন কে? উ. মূসা ইব্রাহিম * পৃথিবীর প্রথম নারী কে? উ. বিবি হাওয়া * বাংলাদেশের সুন্দরবনের আয়তন কত? উ. ৫৫৭৫ বর্গ কিলোমিটার * কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত কি.মি.? উ. ১৫৫ কিলোমিটার * কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত? উ. ১৮ কি.মি. * জাতীয় স্মৃতি সৌধের স্থপতি কে? মইনুল হোসেন * জাতীয় স্মৃতি সৌধের উচ্চতা কত? ৪৬.৫ মিটার/১৫০ ফুট * জাতীয় স্মৃতি সৌধের কয়টি ফলক আছে? উ. ৭টি * জাতীয় স্মৃতি সৌধের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কে? শেখ মুজিবুর রহমান * কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? উ. হামিদুর রহমান *  বাংলাদেশের মানচিত্রের রূপকার কে? উ. কামরুল হাসান * বাংলাদেশে কতটি ক্যাডেট কলেজ রয়েছে? উ. ১০টি * কোনটিকে পযর্টকের রোগ বলা হয়? উ. ম্যালেরিয়া

* নিচের কোনটি ভিটামিন সি-এর অভাবজনিত রোগ? উ. স্কাভি

* বাংলাদেশের কোন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানটির লন্ডনের স্টকমাকের্ট প্রবেশাধিকার রয়েছে? উ. বেক্সিমকো * ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত কবে? উ. ১৯২০ সালে

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর