সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

একাদশ শ্রেণির জীববিজ্ঞান-প্রথমপত্র

পঞ্চম অধ্যায় : শৈবাল ও ছত্রাক

সুনির্মল চন্দ্র বসু

প্রভাষক

 

বহুনির্বাচনী প্রশ্ন

 

১. পাথরের গায়ে জন্মায় যে শৈবল তাকে কী বলে?

ক. হ্যালোফাইট                খ. লিথোফাইট

গ. এপিফাইট     ঘ. জেরোফাইট

২. এককোষী সচল শৈবাল হলো-

ক. Navicula

খ. Chlorella

গ. Chilorococcus

ঘ. Chlamydomonas

৩. পর্ব ও পর্বমধ্যবিশিষ্ট শৈবাল কোনটি?

ক. Ulothrix    খ. Chlorella

গ. Chara       ঘ. Volvox

 

৪. চিত্রের ‘M’ চিহ্নিত অংশের নাম কী?

ক. হোল্ডফাস্ট   খ. জননকোষ

গ. অ্যাকাইনিটি                ঘ. হেটারোসিস্ট

নিচের চিত্রটি লক্ষ্য কর এবং ৫ ও ৬নং প্রশ্নের উত্তর দাও :

 

৫. A চিহ্নিত অংশটির আকৃতি হবে যার মতো-

ক. আপেল খ. কমলা গ. নাশপাতি ঘ. আঙ্গুর

৬. B চিহ্নিত অংশটি-

ক. অঙ্গজ বংশবৃদ্ধি ঘটায়

খ. খাদ্যরস শোষণ করে

গ. খাদ্য সঞ্চয় করে

ঘ. দেহকে বস্তুর সাথে আবদ্ধ রাখে

উদ্দীপকটি দেখ এবং ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও :

 

৭. উদ্দীপক A -এর ক্লোরোপ্লাস্ট কোন ধরনের?

ক. জালিকাকৃতির            খ. তারকাকৃতির

গ. গার্ডল আকৃতির          ঘ.সর্পিলাকৃতির

৮. উদ্দীপক A থেকে B উন্নত, কারণ B-

 

ক. ভ্রণ উৎপন্ন করে  

খ. পরিবহন টিস্যুযুক্ত

গ. স্পোরোফাইটিক  

ঘ. সমরেণুপ্রসূ

৯. Ulothrix -এ মায়োসিস ঘটে-

ক. ফিলামেন্ট কোষে      খ. জাইগোটে

গ. হোল্ডফাস্টে ঘ. গ্যামিটে

১০. পামেলা দশা সৃষ্টিকারী শৈবাল কোনটি?

ক. Chlamydomonas

খ. Volvox

গ. Chlorococcus

ঘ. Vaucheria

১১. ছত্রাকের কোষপ্রাচীরের প্রধান উপাদান কোনটি?

ক. কাইটিন         খ. সেলুলোজ

গ. স্টার্চ                                 ঘ. গ্লাইকোজেন

১২. ছত্রাকের কনডিয়ার সঞ্চিত বস্তু কী?

ক. সেলুলোজ    খ. গ্লাইকোজেন

গ. তৈলবিন্দু       ঘ. স্টার্চ

১৩. নিম্নের কোনটি ইউকার্পিক ছত্রাক?

ক. Saccharomyces

খ. Aspergillhs

গ. Saprolegnia

ঘ. Agaricus

নিচের চিত্রটি লক্ষ্য কর এবং ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও :

 

 

১৪. চিত্রের উদ্ভিদটি কোন ধরনের?

ক. শৈবাল            খ. ছত্রাক  গ. মস  ঘ. ফার্ন

১৫. চিত্রের উদ্ভিদটি ব্যবহৃত হয়-

i. খাদ্য হিসেবে

ii. মাটির জৈব বস্তুর ঘাটতি পূরণে

iii. শিল্প ও বাণিজ্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                           খ. i ও iii

গ. ii ও iii     ঘ. i, ii ও iii

১৬. Agaricus-এর প্রতিটি ব্যাসিডিয়াম থেকে কতটি ব্যাসিডিওস্পোর উৎপন্ন হয়?

ক. ১       খ. ২       গ. ৪       ঘ. ৮

উদ্দীপকটি পড় এবং ১৭ ও ১৮নং প্রশ্নের উত্তর দাও :

রিয়াদ মাশরুমের ফ্রুটবডি পরীক্ষা করে এর বিভিন্ন অংশ ও গুণাগুণ সম্পর্কে জানতে পারল। রিয়াদ অসুস্থ মিনাকে দেখতে পেয়ে তার পরীক্ষিত অংশগুলো খাওয়ার পরামর্শ দিল যার কারণে মিনা সুস্থ হলো।

১৭. উদ্দীপক মতে পরীক্ষিত বিষয়টি থেকে রিয়াদ কোনটি জানতে পারল?

ক. ব্যাসিডিয়াম উর্বর

খ. স্টাইপগুলো শক্ত

গ. গিল বেগুনি বর্ণের

ঘ. প্যারাফাইসিস অনুর্বর

 

১৮.  উদ্দীপক মতে রিয়াদের পরীক্ষিত খাদ্যের কোন উপাদানটি মিনাকে প্রতিরোধী করতে পারে?

ক. প্রোটিন ও ভিটামিন

খ. শর্করা ও ফ্যাট

গ. শর্করা ও ভিটামিন

ঘ. প্রোটিন ও ফ্যাট

১৯. নিচের কোনটি গোলআলুর বিলম্বিত ধসা রোগের প্যাথোজেন?

ক. Trichophyton

খ. Microsporium

গ. Phytophthora

ঘ. Xanthomonas

২০. আলুর বিলম্বিত ধসা রোগে কোনটি ব্যবহার করা হয়?

ক. ১% বোঁর্দো মিশ্রণ

খ. ১% বার্গেন্ডি মিশ্রণ

গ. ৩% সোডিয়াম

ঘ. ৩% ম্যাগেনেসিয়াম

২১. পুষ্টির ওপর ভিত্তি করে অধিক সাদৃশ্যপূর্ণ জোড় কোনটি?

ক. ছত্রাক ও ব্যাকটেরিয়া

খ. ভাইরাস ও ব্যাকটেরিয়া

গ. শৈবাল ও ব্যাকটেরিয়া

ঘ. শৈবাল ও ছত্রাক

২২. শাখা প্রশাখা বিশিষ্ট আকর্ষণীয় লাইকেনকে কী বলে?

ক. লেপ্রোজ        খ. ফোলিয়োজ

গ. ফ্রুটিকোজ                ঘ. ক্রাস্টোজ

নিচের উদ্দীপকটি পড় এবং ২৩ ও ২৪নং প্রশ্নের উত্তর দাও :

থ্যালোফাইটা বিভাগের একটি স্বভোগী জীব ও একটি পরভোজী জীব একত্রে অবস্থান করে অন্য একটি জীবদেহ সৃষ্টি হয়।

২৩. উদ্দীপকের জীব দেহটি হলো-

ক. পরজীবী        খ. মিথোজীবী

গ. মৃতজীবী        ঘ. পরাশ্রয়ী

২৪. উদ্দীপকের জীবদেহের ক্ষেত্রে প্রযোজ্য-

i. স্বভোজী জীব পরভোজী জীবে আশ্রয় গ্রহণ করে

ii. পরভোজী জীবের রাইজয়েডে থাকে

iii. পরভোজী জীবের বর্জ্য স্বভোজী জীব গ্রহণ করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                           খ. i ও iii

গ. ii ও iii    ঘ. i, ii ও iii

২৫. বায়ু দূষণ নির্দেশক হিসেবে বিবেচিত হয় কোনটি?

ক. মস                  খ. ফার্ন

গ. শৈবাল                            ঘ. লাইকেন

 

উত্তরমালা : ১. খ ২. ঘ ৩. গ ৪. ক ৫. গ ৬. ঘ ৭. গ ৮. গ ৯. খ ১০. ক ১১. ক ১২. গ ১৩. গ ১৪. খ ১৫. ঘ ১৬. গ ১৭. ঘ ১৮. ক ১৯. গ ২০. ক ২১. ঘ ২২. গ ২৩. খ ২৪. খ ২৫. ঘ

সর্বশেষ খবর