সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

সাধারণ জ্ঞান

*আফ্রিকান পার্ল কোন দেশকে বলা হয়? উ. উগান্ডা * করোনা ভাইরাস চীনের কোন প্রদেশে প্রথম দেখা দেয়? উ.  হুবেই (শহরের নাম উহান) * ফ্রিডম হাউস সংগঠনের সদর দপ্তর কোথায়? উ. ওয়াশিংটন ডিসি (যুক্তরাষ্ট্র) * ওআইসি এর কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অশংগ্রহণ করেন? উ. ২য় শীর্ষ সম্মেলনে * আফ্রিকান কোন দেশে চীন সামরিক ঘাটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে? উ. জিবুতি * প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় সংরক্ষিত থাকে? উ. র‌্যাম * বেকিং পাউডারের রাসায়নিক সংকেত কোনটি? উ. NaHCO3* নিচের কোন ধাতুটি পানির চেয়ে হালকা?

উ. সোডিয়াম * ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস কি? উ. আইসোটো * ভারতীয় কোন রাজ্যের সঙ্গে বাংলাদেশের কোনো সীমান্ত নাই? উ. নাগাল্যান্ড * বাংলাদেশের বৃহত্তর জেলা কতটি? উ. ১৯টি * বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত? উ. রাঙ্গামাটি * কুতুবদিয়া বাতিঘর নির্মাণ করা হয় কখন? উ. ১৮৪৬ * কর্ণফুলী নদীর তলদেশে দেশের একমাত্র টানেল নির্মাণ করবে কোন দেশ? উ. চীন * বাংলাদেশের কুয়েত সিটি বলা হয় কোন অঞ্চল কে? উ. খুলনা * ভারতের উত্তর -পূর্বাঞ্চলীয় কোন রাজ্যটি বাংলাদেশের সীমান্তে অবস্থিত নয়? উ. মনিপুর * বাংলাদেশের সঙ্গে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে? উ. ২টি * বাংলাদেশের সবচেয়ে উঁচু সড়কপথ কোনটি? উ. আলিকদম থানচি * ভারতে অবস্থিত বাংলাদেশের পঞ্চম মিশন কোথায় হচ্ছে? উ. আসাম  * ১ জুলাই ২০১৫ কোন আর্থিক প্রতিষ্ঠানটির লাইসেন্স প্রদান করা হয়? উ. মেরিডিয়ান ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লি. * ১১ জানুয়ারি ২০১৭ প্রাথমিকভাবে ভূতাত্ত্বিক ঐতিহ্য (Geographical Heritage) ঘোষণা করা হয় কোন স্থান কে? উ. জাফলং সিলেট * দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু-১ কোন মহাকাশযানে উৎক্ষেপণ করা হয়? উ. ফ্যালকন-৯ * শেওলা স্থলবন্দর ঘোষণা করা হয় কবে? উ. ৩০ জুন ২০১৫ * দেশের প্রথম নারী তথ্য কর্মকর্তা কে? উ. কামরুন নাহার * গ্রিন পেইস কোন দেশের পরিবেশবাদী সংগঠন? উ. নেদারল্যান্ড * বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোটের নাম কী? উ. WTO * ২০১৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? উ. আবি মোহাম্মদ আলী * জাপানের আইন সভার নাম কী? উ. ডায়েট * বর্তমান বিশ্বের সর্বকনিষ্ঠ সরকার প্রধান কে? উ. সেবাস্তিয়ান কুর্জ, অস্টিয়া

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর