শনিবার, ৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

নবম-দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

মেহেরুন্নেসা খাতুন : সিনিয়র শিক্ষিকা

নবম-দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

বহুনির্বাচনী প্রশ্ন

চতুর্দশ অধ্যায়

বাংলাদেশের সামাজিক পরিবর্তন

 

১।           কোনটি সমাজ পরিবর্তনের সাংস্কৃতিক উপাদান?

                ক. বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব      

                খ. জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধি

                গ. সমবায় আন্দোলন              

                ঘ. পোশাকশিল্পের সম্প্রসারণ

২।          নগরায়ণ কী?

                ক. গ্রামীণ জীবন ছেড়ে নগরজীবন গ্রহণ প্রক্রিয়া

                খ. শিল্প সম্প্রসারণের ধারাবাহিক উপায়

                গ. নগরসভ্যতা গড়ে তোলার পদ্ধতি

                ঘ. অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন প্রক্রিয়া

৩।          বাংলাদেশের নারী শিক্ষায় সাম্প্রতিক পরিবর্তনের কারণ হলো-

                i. বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ

                ii. মাধ্যমিক স্তর পর্যন্ত অবৈতনিক শিক্ষা

               iii. উপবৃত্তি কার্যক্রমের প্রভাব

                নিচের কোনটি সঠিক?

                ক. i ও ii            খ. i ও iii

                গ. ii ও iii          ঘ. i, ii ও iii

৪।          ‘সামাজিক পরিবর্তন হচ্ছে সামাজিক সংগঠনের মধ্যকার পরিবর্তন’। সংজ্ঞাটি কে দিয়েছেন?

                ক. কিংসলে ডেভিস        খ. ম্যাকাইভার

                গ. অ্যারিস্টটল                  ঘ. অগবার্ন

৫।          সামাজিক পরিবর্তনের বিশেষ উপাদান কোনটি?

                ক. প্রযুক্তি                            খ. যোগাযোগ

                গ. নগরায়ণ        ঘ. শিক্ষা

৬।          ‘জনসংখ্যার ঘনত্ব’ সামাজিক পরিবর্তনের কোন ধরনের উপাদান?

                ক. প্রাকৃতিক                      খ. জৈবিক

                গ. সাংস্কৃতিক    ঘ. প্রযুক্তিগত

৭।          কীসের ফলে নগরায়ণ বেশি ত্বরান্বিত হয়?

                ক. শিক্ষার           খ. জনসংখ্যা বৃদ্ধির

                গ. প্রযুক্তির         ঘ. শিল্পায়নের

৮।          কীসের ফলে নারীরা আজ গৃহের সীমিত পরিবেশ থেকে বাইরের কর্মমুখর জগতে এসেছে?

                ক. সংস্কৃতির প্রসার          খ. শিল্পের প্রসার

                গ. সামাজিক প্রতিষ্ঠান  ঘ. ধর্মের প্রভাব

৯।          ‘প্রযুক্তি’ কোন ধরনের সম্পদ?

                ক. ব্যক্তিগত       খ. জাতীয়

                গ. সমষ্টিগত       ঘ. আন্তর্জাতিক

১০।        সামাজিক পরিবর্তনের প্রাকৃতিক উপাদান কোনটি?

                 ক. বৈশ্বিক উষ্ণায়ন       খ. জন্ম ও মৃত্যুহার

                গ. জনসংখ্যার প্রকৃতি    ঘ. জীবনযাত্রার মান

১১।        সামাজিক পরিবর্তনের গতি কীরূপ?

                ক. ধীর                  খ. দ্রুত

                গ. ধীর ও দ্রুত     ঘ. মধ্যম

১২।        কুসংস্কারমুক্ত থাকতে সাহায্য করে কোনটি?

                ক. শিক্ষা              খ. খেলাধুলা

                গ. ভ্রমণ               ঘ. শরীরচর্চা

১৩।       ব্যাপক নগরায়ণ বলতে কী বোঝায়?

                ক. ক্রমশ গ্রামগুলো শহরে রূপান্তরিত হওয়া

                খ. নাগরিক সুবিধা বৃদ্ধি পাওয়া

                গ. যানবাহনের পরিমাণ বেড়ে যাওয়া

                ঘ. টিভি ও সিনেমা হল বেড়ে যাওয়া

১৪।        নিচের কোনটি সামাজিক অবকাঠামো?

                ক. সেচব্যবস্থা   খ. ব্যাংক

                গ. হাসপাতাল   ঘ. মোবাইল ফোন

১৫।       সামাজিক পরিবর্তনের অন্যতম উপাদান কোনটি?

                ক. শিক্ষা                              খ. নদীভাঙা

                গ. যোগাযোগ                    ঘ. শিল্পায়ন

১৬।       শিল্পায়ন ও নগরায়ণের সম্পর্ক কীরূপ?

                ক. বিপরীত         খ. নির্ভরশীল

                গ. একই               ঘ. সমসাময়িক

১৭।        আত্মনিয়োজিত পেশা কোনটি?

                ক. প্রশাসনে চাকরি         খ. পোশাকশিল্পে চাকরি

                গ. ওষুধ কোম্পানিতে চাকরি                               ঘ. হাঁস-মুরগি লালন-পালন

১৮।       কোনটি ব্যতীত আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব নয়?

                ক. যোগাযোগ                   খ. স্বাস্থ্য

                গ. শহরায়ণ        ঘ. শিল্পায়ন

১৯।        সামাজিক পরিবর্তনের ইতিবাচক ভূমিকা রাখছে কোনটি?

                ক. বিজ্ঞান শিক্ষা            খ. জনসংখ্যা বৃদ্ধি         গ. বহুবিবাহ              ঘ. রাজনৈতিক অস্থিরতা

২০।       কৃষি উন্নয়নের একটি বড় নিয়ামক হলো-

                ক. প্রশিক্ষণ দান            খ. কৃষকের সংখ্যা বৃদ্ধি

                গ. কৃষিজমির পরিমাণ বৃদ্ধি  ঘ. পর্যাপ্ত কৃষি ঋণদান

 

উত্তরমালা : ১. গ ২. ক ৩. ঘ ৪. ক ৫. ঘ ৬. খ ৭. ঘ ৮. খ ৯. ঘ ১০. ক ১১. গ ১২. ক ১৩. ক ১৪. গ ১৫. গ ১৬. খ ১৭. ঘ ১৮. ক ১৯. ক ২০. ঘ।

সর্বশেষ খবর