শনিবার, ১০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

একাদশ ও দ্বাদশ শ্রেণির হিসাববিজ্ঞান প্রথমপত্র

মুহাম্মদ জিল্লুর রহমান : প্রভাষক

একাদশ ও দ্বাদশ শ্রেণির হিসাববিজ্ঞান প্রথমপত্র

[পূর্বে প্রকাশের পর]

 

২০. আয়ের বিপরীতে ব্যয়কে চার্জ করা হয়

ক. মিলকরণ নীতি অনুযায়ী                 খ. ব্যয় নীতি অনুযায়ী

গ. আয় শনাক্তকরণ নীতি অনুযায়ী       ঘ. আদায়করণ নীতি অনুযায়ী

২১. ভবিষ্যতে সেবা প্রদানের জন্য অগ্রিম গ্রহণ করা হলে কোন হিসাবকে ক্রেডিট করতে হবে?

i. অনুপার্জিত সেবা আয়           

ii. অর্জিত সেবা আয়      iii.অনার্জিত সেবা আয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii       খ. i ও iii                   

গ. ii ও iii     ঘ. i, ii ও iii

উদ্দীপকটি পড়ো এবং ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :

মাসুম লিমিটেডের বাট্টাপ্রাপ্তি হিসাবের জের ৮০ টাকা রেওয়ামিলের ভুল পাশে বসানো হয়েছে।

২২. অন্য কোনো ভুল না থাকলে রেওয়ামিলের দুই পাশের পার্থক্যের পরিমাণ কত হবে?

ক. ৪০ টাকা    

খ. ৮০ টাকা   

গ. ১৬০ টাকা                         

ঘ. ২৪০ টাকা

২৩. রেওয়ামিল তৈরির পর ভুলটি উদ্ঘাটিত হলে সংশোধিত জাবেদা হবে কোনটি?

ক. অনিশ্চিত হিসাব ডেবিট ৮০ টাকা, বাট্টাপ্রাপ্তি হিসাব ক্রেডিট ৮০ টাকা

খ. প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট ৮০ টাকা, বাট্টাপ্রাপ্তি হিসাব ক্রেডিট ৮০ টাকা

গ. অনিশ্চিত হিসাব ডেবিট ১৬০ টাকা, বাট্টাপ্রাপ্তি হিসাব ক্রেডিট ১৬০ টাকা

ঘ. প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট ১৬০ টাকা, বাট্টাপ্রাপ্তি হিসাব ক্রেডিট ১৬০ টাকা

২৪. ব্যবসায়ের প্রারম্ভিক মূলধন ১০,০০,০০০ টাকা, অতিরিক্ত মূলধন ৫০,০০০ টাকা, সমাপনী মূলধন ১৫,০০,০০০ টাকা এবং উত্তোলন ৩০,০০০ টাকা হলে নিট মুনাফা কত?

ক. ৪,৮০,০০০ টাকা                  

খ. ৫,০০,০০০ টাকা

গ. ৫,২০,০০০ টাকা                  

ঘ. ৫,৫০,০০০ টাকা

২৫. ‘পুঞ্জীভূত অবচয়’ কোন ধরনের হিসাব?

ক. সম্পত্তি       

খ. দায়           

গ. বিপরীত সম্পত্তি                 

ঘ. মালিকানাস্বত্ব

২৬. একতরফা দাখিলা পদ্ধতিতে নিচের কোন হিসাবটি রাখা হয় না?

ক. ব্যক্তিবাচক হিসাব

খ. নগদান বই 

গ. সম্পত্তিবাচক হিসাব

ঘ. নামিক হিসাব

২৭. ঋণপত্রের সুদ একটি

‘মুনাফাজাতীয় ব্যয়’, কারণ

i. সুদ প্রতিবছর দিতে হয়          

ii. এর ফল দীর্ঘস্থায়ী নয়           

iii. এটি কারবারের নিট আয় হ্রাস করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii       খ. i ও iii                    

গ. ii ও iii     ঘ. i, ii ও iii

২৮. রেওয়ামিলে সাপ্লাইজ ১,৩৫০ টাকা এবং সাপ্লাইজ খরচ ‘০’ টাকা। যদি নির্দিষ্ট সময় শেষে ৮০০ টাকার সাপ্লাইজ মজুদ থাকে, তবে সমন্বয় জাবেদা কোনটি?

ক. সাপ্লাইজ ডে. ৫৫০ সাপ্লাইজ খরচ ক্রে. ৫৫০

খ. সাপ্লাইজ খরচ ডে. ৫৫০ সাপ্লাইজ ক্রে. ৫৫০

গ. সাপ্লাইজ খরচ ডে. ৮০০ সাপ্লাইজ ক্রে. ৮০০

ঘ. সাপ্লাইজ ডে. ১,৩৫০ সাপ্লাইজ খরচ ক্রে. ১,৩৫০

উদ্দীপকটি পড় এবং ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও :

৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে স্বাধীন ট্রেডার্সের আর্থিক অবস্থার বিবরণীতে মূলধন ৫,০০,০০০ টাকা, ১২% ঋণ ১,০০,০০০ টাকা, ঋণের বকেয়া সুদ ১২,০০০ টাকা, প্রদেয় হিসাব ৪০,০০০ টাকা, অগ্রিম প্রাপ্ত ভাড়া ৪৮,০০০ টাকা ও স্থায়ী সম্পদ ৩,০০,০০০ টাকা উল্লেখ আছে।

২৯. বছরান্তে প্রতিষ্ঠানের চলতি দায়ের পরিমাণ কোনটি?

ক. ৫২,০০০ টাকা     

খ. ৮৮,০০০ টাকা  

গ. ১,০০,০০০ টাকা    

ঘ. ১,৯২,০০০ টাকা

৩০. বছরান্তে প্রতিষ্ঠানের মোট সম্পদের পরিমাণ কত টাকা?

ক. ৩,০০,০০০ টাকা   

খ. ৬,০০,০০০ টাকা      

গ. ৭,০০,০০০ টাকা    

ঘ. ৮,৮৮,০০০ টাকা

 

উত্তরমালা :  ২০. ক ২১. খ ২২. গ ২৩. গ ২৪. ক ২৫. গ ২৬. ঘ ২৭. ঘ ২৮. খ ২৯. গ ৩০. গ

সর্বশেষ খবর