শনিবার, ১৭ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

একাদশ-দ্বাদশ শ্রেণির ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয়পত্র

মুহম্মদ জিল্লুর রহমান : প্রভাষক

একাদশ-দ্বাদশ শ্রেণির ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয়পত্র

বহুনির্বাচনী

[বি. দ্র : সরবরাহকৃত নৈর্ব্যক্তিক বহুনির্বাচনী অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তগুলো থেকে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটিকে বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান-১] প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।

১. Mother of Central Bank বলা হয় কাকে?

ক. ব্যাংক অব ভেনিস        

খ. ব্যাংক অব ইল্যান্ড

গ. ব্যাংক অব সানজর্জিও      

ঘ. ব্যাংক অব সুইডেন

২. বিষেশায়িত ব্যাংক হলো-

i. যমুনা ব্যাংক

ii. বাংলাদেশ কৃষি ব্যাংক

iii. রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii              খ) i ও iii

গ. ii ও iii             ঘ) i, ii ও iii

উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :

ABC ব্যাংক লিমিটেড তাদের সব কাজ বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে সম্পাদন করে থাকে। ABC ব্যাংক, বগুড়া জেলায় বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি হিসেবে বাণিজ্যিক ব্যাংকগুলোর আন্ত:লেনদেন সম্পাদন করে।

৩. ABC ব্যাংক লিমিটেড কার্যভিত্তিক কোন প্রকৃতির ব্যাংক?

ক. বিনিয়োগ ব্যাংক   খ. শিল্প ব্যাংক

গ. বাণিজ্যিক ব্যাংক    ঘ. বিশেষায়িত ব্যাংক

৪. বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি হিসেবে অইঈ ব্যাংক লিমিটেড, বগুড়া জেলায় কোন কাজটি সম্পাদন করছে?

ক. অর্থ সরবরাহ       খ. পরামর্শ দান

গ. নিকাশঘরের         ঘ. তথ্য সরবরাহ

৫. কোনটি কেন্দ্রেীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের নির্বাচনমূলক পদ্ধতি?

ক. খোলাবাজার নীতি 

খ. জমার হার পরিবর্তন নীতি

গ. ব্যাংক হার নীতি          

ঘ. ঋণের বরাদ্দকরণ নীতি

৬. ঋণ আমানত সৃষ্টির প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় কখন?

ক. বিদেশি বিনিয়োগ কমলে    

খ. মুদ্রাস্ফীতি হলে

গ. জনসংখ্যা বাড়লে         

ঘ. কেন্দ্রীয় ব্যাংক জমার হার বৃদ্ধি করলে

৭. বাণিজ্যিক ব্যাংক কর্তৃক ইস্যুকৃত দলিল-

i. ট্রেজারি বিল

ii. প্রত্যয় পত্র

iii. ব্যাংক আজ্ঞাপত্র

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii             খ) i ও iii

গ) ii ও iii            ঘ) i, ii ও iii

৮. শফিক সাহেব একজন বেসরকারি চাকরিজীবী। তাঁর জন্য কোন হিসাব উপযোগী?

ক) সঞ্চয়ী         খ) মেয়াদী

গ) চলতি          ঘ) স্থায়ী

৯. কোন হিসাব থেকে সর্বোচ্চ মুনাফা পাওয়া যায়।

ক) বিশেষ সঞ্চয়ী হিসাব           

খ) বিশেষ স্থায়ী হিসাব

গ) সঞ্চয়ী হিসাব             

ঘ) স্থায়ী হিসাব

১০. সমর্পণ মূল্য কোন ধরনের বীমার ক্ষেত্রে প্রযোজ্য হয়?

ক) অগ্নিবীমা         খ) জীবন বীমা

গ) নৌবীমা           ঘ) দুর্ঘটনা বীমা

১১. জীবন বীমায় বীমাগ্রহীতার ঝুঁকির হার বেশি হলে কী হয়?

ক) প্রিমিয়ামের হার কম       

খ) কিস্তির সংখ্যা বেশি

গ) বীমাগ্রহীতার মৃত্যুর সম্ভাবনা   

ঘ) প্রিমিয়ামের হার বেশি

১২. জীবন বীমা ব্যবসায়ের ক্ষেত্রে লাভের অংশবিশেষ বীমাপত্রধারীদের মধ্যে বণ্টন করা হলে তাকে কী বলে?

ক) বোনাস          খ) চাঁদা

গ) বার্ষিক বৃত্তি      ঘ) বীমা দাবি

১৩. অগ্নিবীমার ক্ষতিপূরণ পাওয়ার জন্য কত দিনের মধ্যে আবেদন করতে হয়?

ক) ১০-২০           খ) ১৫-৩০

গ) ৩০-৪০           ঘ) ৩৫-৬০

১৪. আনুষ্ঠানিকভাবে সর্বপ্রথম কত সালে অগ্নিবীমা চালু হয়?

ক) ১৬০৬           খ) ১৬০৮

গ) ১৬০৯            ঘ) ১৬১০

১৫. পুনর্বীমার প্রধান উদ্দেশ্য কোনটি?

ক) ঝুঁকি হ্রাস               

খ) মুনাফা অর্জন

গ) বীমাযোগ্য স্বার্থ রক্ষা  

ঘ) গ্রাহক সন্তুষ্টি অর্জন

১৬. নিচের কোন চেকটি অধিক ঝুঁকিপূর্ণ

ক) বাহক চেক           খ) হুকুম চেক

গ) বিশেষ চেক             ঘ) দাগকাটা চেক

১৭. চেকের প্রস্তুতকারককে কী বলে?

ক) প্রাপক            খ) আদেষ্টা

গ) আদিষ্ট            ঘ) প্রস্তুতকারী

১৮. চেকের অমর্যাদা হতে পারে-

i. চেকের তারিখ না থাকলে

ii. পূর্ব বা পরবর্তী তারিখের চেক

iii. অনুমোদনকারীর ইচ্ছা অনুযায়ী

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii               খ) i ও iii

গ) ii ও iii             ঘ) i, ii ও iii

১৯. অব্যক্তিক জামানতের গ্রহণযোগ্যতা নির্ভর করে কোনটির ওপর?

ক) বিক্রয়যোগ্যতা            

খ) সম্পদের গ্রহণযোগ্যতা

গ) মালিকানার ত্রুটি          

ঘ) সামাজিক মর্যাদা

২০. ঋণের অব্যক্তিক জামানত কত প্রকার?

ক) ২           খ) ৩

গ) ৪           ঘ) ৫

২১. বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন কত সালের?

ক) ১৯৪৫       খ) ১৯৪৭

গ) ১৯৭২        ঘ) ১৯৬১

শহীদ আমদানি-রপ্তানি ব্যবসায়ের কাজে নিয়োজিত। নতুন একজন রপ্তানিকারক শহীদের কাছে পণ্য বিক্রয় করার নিশ্চয়তা পাচ্ছে না। কারণ শহীদ তাকে পণ্যের মূল্য প্রদান করবে এমন নিশ্চয়তা নেই।

উপরোক্ত উদ্দীপকের আলোকে ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :

২২. শহীদের জন্য কোন দলিলটি প্রয়োজন?

ক) প্রত্যয়পত্র                

খ) পে-অর্ডার

গ) ব্যাংকের আজ্ঞাপত্র 

ঘ) ব্যাংকের নিশ্চয়তাপত্র

২৩. শহীদের ব্যবহৃত দলিলের বৈশিষ্ট্য হলো-

i. মূল্য পরিশোধের নিশ্চয়তা

ii. হস্তান্তর অযোগ্য

iii. জামানত প্রদান

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii            খ) i ও iii

গ) ii ও iii             ঘ) i, ii ও iii

২৪. অনলাইন ব্যাংকিং কোন ধরনের ব্যাংকিং ব্যবস্থায় অধিক উপযোগী?

ক) একক          খ) গ্রুপ

গ) শাখা            ঘ) চেইন

২৫. আর্থিক নিশ্চয়তা প্রদানের লক্ষ্যে সম্পাদিত চুক্তি কোনটি?

ক) বৈধ চুক্তি           খ) লিখিত চুক্তি

গ) বীমা চুক্তি           ঘ) সঞ্চয় চুক্তি

২৬. বাংলাদেশে প্রচলিত বীমা আইন কত সালের?

ক) ১৯৩৮             খ) ১৯৬৫

গ) ১৯৯৪              ঘ) ২০১০

২৭. বীমাপত্রে উল্লেখ থাকে-

i. চুক্তির লক্ষ্য

ii. চুক্তির বিষয়বস্তু

iii. চুক্তির শর্তাদি

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii              খ) i ও iii

গ) ii ও iii             ঘ) i, ii ও iii

২৮. FOB দ্বারা কী বোঝায়?

ক) Free on Board       

খ)Free of Bill

গ)  Free on Bank          

ঘ) Friend of Bank

২৯. কোনটির মাধ্যমে বীমার উদ্ভব হয়?

ক) সাধারণ বীমা     খ) অগ্নিবীমা

গ) নৌ-বীমা          ঘ) জীবন বীমা

৩০. ২০১২ সালের জানুয়ারির ১৫ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের মাঝে সি ট্রান্সপোর্ট কোম্পানির জাহাজে বিভিন্ন গার্মেন্ট সামগ্রীর প্রস্তুতকারকদের মাল রয়েছে। উপরোক্ত জাহাজের জন্য কোন বীমাপত্র সংগ্রহ করা হয়?

ক) যাত্রার          খ) সময়

গ) ভাসমান         ঘ) মিশ্র

 

উত্তরমালা : ১. খ ২. গ ৩. গ ৪. গ ৫. ঘ ৬. ঘ ৭. গ ৮. ক ৯. ঘ ১০. খ ১১. ঘ ১২. ক ১৩. খ ১৪. গ ১৫. ক ১৬. ক ১৭. খ ১৮. ক ১৯. ক ২০. গ ২১. খ ২২. ক ২৩. খ ২৪. গ ২৫. গ ২৬. ঘ ২৭. ঘ ২৮. ক ২৯. গ ৩০. খ

সর্বশেষ খবর