সোমবার, ১৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

একাদশ-দ্বাদশ শ্রেণির সমাজবিজ্ঞান

মুহাম্মদ জিল্লুর রহমান : প্রভাষক

একাদশ-দ্বাদশ শ্রেণির সমাজবিজ্ঞান

গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন

 

১. ‘সমাজবিজ্ঞান হলো সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান’ উক্তিটি কার?

উত্তর : এমিল ডুর্খেইমের।

২. ‘সমাজবিজ্ঞানই একমাত্র বিজ্ঞান, যা সমাজ ও সামাজিক সম্পর্ক বিষয়ে অধ্যয়ন করে’ উক্তিটি কোন সমাজবিজ্ঞানীর?

উত্তর : রবার্ট এস ম্যাকাইভার ও চার্লস এইচ পেজের।

৩. কোন শব্দ থেকে Sociology শব্দের উৎপত্তি?

উত্তর : Sociology  শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ ‘Socious’ এবং গ্রিক শব্দ ‘Logos’ এর সমন্বয়ে।

৪. ‘The Origin of Species’ গ্রন্থটি কে লিখেছেন?

উত্তর : ইংরেজ প্রকৃতি বিজ্ঞানী চার্লস ডারউইন।

৫. সমাজবিজ্ঞানের জনক কে?

উত্তর : সমাজবিজ্ঞানের জনক হচ্ছেন অগাস্ট কোঁত।

৬. কে, কত সালে সর্বপ্রথম ‘Sociology’ শব্দটি ব্যবহার করেন?

উত্তর : অগাস্ট কোঁত ১৮৩৯ সালে সর্বপ্রথম ‘Sociolog’ শব্দটি ব্যবহার করেন।

৭. ‘Positive Philosophy’ গ্রন্থের রচয়িতা কে?

উত্তর : অগাস্ট কোঁত।

৮. সমাজবিজ্ঞান কী?

উত্তর : যে বিজ্ঞান সমাজকে নিয়ে বিজ্ঞানভিত্তিক আলোচনা ও গবেষণা করে তাকে সমাজবিজ্ঞান বলে।

৯. অর্থনীতির জনক কে?

উত্তর : অ্যাডাম স্মিথ।

১০. ‘Utopia’ গ্রন্থের রচিয়তা কে?

উত্তর : টমার্স মোর।

১১. ‘Politics’ গ্রন্থের রচয়িতা কে?

উত্তর : অ্যারিস্টটল।

১২. ইতিহাস কী?

উত্তর : ইতিহাস হলো মানবসমাজ ও তার বিবর্তনের অতীত ঘটনার বিশ্লেষণ।

১৩. পদ্ধতির ইংরেজি প্রতিশব্দ কী?

উত্তর : পদ্ধতির ইংরেজি প্রতিশব্দ Method.

১৪. পদ্ধতি কী?

উত্তর : পূর্ণাঙ্গ ও ব্যাপকভাবে কোনো কিছু সম্পন্ন করতে হলে যে পন্থার সাহায্য নিতে হয় তাই পদ্ধতি।

১৫. বিজ্ঞান কী?

উত্তর : পরীক্ষা, প্রমাণ, যুক্তি ইত্যাদি দ্বারা নির্ণীত সুশৃঙ্খল জ্ঞানই হচ্ছে বিজ্ঞান।

১৬. Meta ও Logos শব্দ দুটির ইংরেজি প্রতিশব্দ কী?

উত্তর : Meta ও Logos শব্দ দুটির ইংরেজি প্রতিশব্দ যথাক্রমে ‘with ও Ôway’।

১৭. ঐতিহাসিক পদ্ধতি কী?

উত্তর : ঐতিহাসিক বর্ণনার ভিত্তিতে অতীত ঘটনা সম্পর্কে যুক্তিনির্ভর গবেষণা প্রচেষ্টাই হচ্ছে ঐতিহাসিক পদ্ধতি।

১৮. বৈজ্ঞানিক গবেষণার প্রথম স্তর কী?

উত্তর : সমস্যা বা বিষয়বস্তু নির্ধারণ।

১৯. ইবনে খালদুন রচিত বিখ্যাত গ্রন্থটির নাম কী?

উত্তর : ‘আল-মুকাদ্দিস’।

২০. ইবনে খালদুনের সমাজবিজ্ঞানের কেন্দ্রবিন্দু কোনটি?

উত্তর : ‘আল-আসাবিয়াহ’।

২১. ইবনে খালদুন রাষ্ট্রের আয়ুষ্কাল কত বছর বলেছেন?

উত্তর : ইবনে খালদুন রাষ্ট্রের আয়ুষ্কাল ১২০ বছর বলেছেন।

২২. গোষ্ঠী সংহতির মূল উৎস কী?

উত্তর : রক্ত সম্পর্ক ও পারিবারিক ঐতিহ্য।

২৩. ইবনে খালদুনের মতে, কাদের মধ্যে বেশি গোষ্ঠী সংহতি বিদ্যান?

উত্তর : উপজাতিদের মধ্যে।

২৪। দৃষ্টবাদের জনক কে?

উত্তর : অগাস্ট কোঁত।

২৫। অগাস্ট কোঁতের মতে, সমাজবিজ্ঞানের প্রথম স্তর কোনটি?

উত্তর : অগাস্ট কোঁতের মতে, ধর্মতত্ত্ববগত স্তর হলো সমাজবিজ্ঞানের প্রথম স্তর।

২৬. জৈবিক মতবাদের প্রধান প্রবক্তা কে?

উত্তর : হার্বার্ট স্পেন্সার।

২৭. পরার্থমূলক আত্মহত্যা কী?

উত্তর : সমাজের স্বার্থে ও সমষ্টির ইচ্ছায় যে আত্মহত্যা সংঘটিত হয় তাই পরার্থমূলক আত্মহত্যা।

২৮. ‘The Division of Labour in Society’ গ্রন্থের লেখক কে?

উত্তর : এমিল ডুর্খেইম।

২৯. নৈরাজ্যমূলক আত্মহত্যা কী?

উত্তর : সমাজের বিপর্যয়ের ফলে সৃষ্ট বিতৃষ্ণা  থেকে যে আত্মহত্যা সংঘটিত হয় তাই নৈরাজ্যমূলক আত্মহত্যা।

৩০. মার্চের সামাজিক বিবর্তনের ধারণা দাঁড়িয়ে আছে কীসের ওপর?

উত্তর : দ্বান্দ্বিক বস্তুবাদের ওপর।

৩১। ‘Das kapital’ গ্রন্থের লেখক কে?

উত্তর : ‘Das kapital’ গ্রন্থের লেখক জার্মান দার্শনিক, অর্থনীতিবিদ ও সমাজবিজ্ঞানী কার্ল মার্চ।

৩২. সমাজ কাকে বলে?

উত্তর : যখন বহু লোক একই উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধভাবে বসবাস করে তখন তাকে সমাজ বলে।

৩৩. ম্যাকাইভারের মতে, সম্প্রদায়ের মৌলিক ভিত্তি কী?

উত্তর : ম্যাকাইভারের মতে, সম্প্রদায়ের মৌলিক ভিত্তি হলো ২টি। যথা ১. এলাকা ২. সম্প্রদায়গত মানসিকতা

৩৪। সামাজিক গতিশীলতাকে কয়টি ভাগে ভাগ করা যায়?

উত্তর : সামাজিক গতিশীলতাকে দুটি ভাগে ভাগ করা যায়।

সর্বশেষ খবর