মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
প্রথম অধ্যায় : অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব

একাদশ-দ্বাদশ শ্রেণির হিসাব বিজ্ঞান দ্বিতীয়পত্র

মুহম্মাদ জিল্লুর রহমান : প্রভাষক

একাদশ-দ্বাদশ শ্রেণির হিসাব বিজ্ঞান দ্বিতীয়পত্র

১. কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে এককালীন যে অর্থ পাওয়া যায়, তাকে কী বলে?

ক. চাঁদা                                খ. অনুদান

গ. প্রবেশ ফি      ঘ. অডিট ফি

২. যমুনা ক্লাবের প্রারম্ভিক সম্পত্তি ও দায় : নগদ তহবিল ১২,০০০ টাকা; দালানকোঠা ৫০,০০০ টাকা; আসবাবপত্র ৩০,০০০ টাকা; প্রদেয় বেতন ৬,০০০ টাকা; অনাদায়ী চাঁদা ১০০ টাকা; প্রাপ্য ভাড়া ১৪,০০০ টাকা; লাইব্রেরি পুস্তক ২,০০০ টাকা। যমুনা ক্লাবের প্রারম্ভিক মূলধন তহবিলের পরিমাণ কত টাকা?

ক. ৪৫,০০০ টাকা      

খ. ৫৬,১০০ টাকা  

গ. ১,০২,০০০ টাকা    

ঘ. ১,০২,১০০ টাকা

৩. অব্যবসায়ী প্রতিষ্ঠানে নির্দিষ্ট খরচের বিপক্ষে যে তহবিল তৈরি করা হয় তার নাম কী?

ক. মূলধন তহবিল            খ. বিশেষ তহবিল  

গ. খরচ তহবিল ঘ. সঞ্চিতি তহবিল

৪. মনিহারি ক্রয় ৫,০০০ টাকা, প্রারম্ভিক মনিহারি মজুদ ১,০০০ টাকা, সমাপনী মনিহারি মজুদ ২,০০০ টাকা ও মনিহারি বাবদ বকেয়া ৫০০ টাকা। ব্যবহৃত মনিহারির পরিমাণ কত টাকা?

ক. ৩,০০০ টাকা        খ. ৪,৫০০ টাকা

গ. ৫,০০০ টাকা        ঘ. ৬,৫০০ টাকা

৫. কোনটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূলধন জাতীয় প্রাপ্তি?

ক. চাঁদা প্রাপ্তি         

খ. লকার ভাড়া প্রাপ্তি

গ. উইলকৃত ধন দৌলত  

ঘ. বিনিয়োগের সুদ প্রাপ্তি

৬. প্রদত্ত বেতন ১৫,০০০ টাকা; বিগত বছরের বকেয়া বেতন ১,০০০ টাকা, চলতি বছরের বকেয়া বেতন ৫,০০০ টাকা এবং পরবর্তী বছরের জন্য অগ্রিম বেতন ৩,০০০ টাকা হলে বেতন বাবদ খরচ কত টাকা?

ক. ৭,০০০ টাকা        খ. ১৪,০০০ টাকা

গ. ১৬,০০০ টাকা       ঘ. ২৩,০০০ টাকা

৭. একটি উকিল সংঘের সদস্য সংখ্যা ২০০ জন। মাসিক চাঁদার হার ২০ টাকা। চলতি বছর ১০ সদস্য তিন মাসের চাঁদা প্রদান করেনি। তাহলে আয়-ব্যয় বিবরণীতে চাঁদা বাবদ কত টাকা দেখাতে হবে?

ক. ৪০,৬০০ টাকা      খ. ৪০,৮০০ টাকা

গ. ৪৭,৪০০ টাকা       ঘ. ৪৮,০০০ টাকা

৮. শাপলা ক্লাবের কর ও অভিকর ৭,৫০০ টাকা ১৫ মাসের জন্য দেওয়া আছে। আয়-ব্যয় হিসাবে কত টাকা দেখাতে হবে?

ক. ৪,৫০০ টাকা       খ. ৬,০০০ টাকা

গ. ৭,০০০ টাকা        ঘ. ৯,০০০ টাকা

৯. অব্যবসায়ী প্রতিষ্ঠানের কার্য পরিচালনার নিট আয়কে কী বলা হয়?

ক. আয়ের অতিরিক্ত ব্যয়  

খ. ব্যয়ের অতিরিক্ত আয়

গ. নিট লাভ        ঘ. নিট ক্ষতি

১০. অনুদান ১,০০,০০০ টাকা। অনুদানের তিন-দশমাংশ মুনাফা জাতীয়। তাহলে মূলধন জাতীয় কত টাকা?

ক. ৩০,০০০ টাকা            খ. ৫০,০০০ টাকা

গ. ৭০,০০০ টাকা      ঘ. ১,০০,০০০ টাকা

১১. অব্যবসায়ী প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদকে কার কাছে জবাবদিহি করতে হয়?

ক. মালিকের            খ. সরকারের 

গ. সদস্যগণের          ঘ. আদালতের

১২. মূলধন তহবিলে অন্তর্ভুক্ত থাকে-

i.  প্রারম্ভিক সম্পদ

ii. গত বছরের বকেয়া আয়

iii. গত বছরের বকেয়া খরচ

নিচের কোনটি সঠিক?

ক. i, ii           খ. i, iii

গ. ii, iii          ঘ. i, ii ও iii

১৩. অমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের উদাহরণ হলো-

i. চাঁদা

ii. অনুদান

iii. ভর্তি ফি

নিচের কোনটি সঠিক?

ক. i, ii           খ. i, iii

গ. ii, iii          ঘ. i, ii ও iii

১৪. পরবর্তী বছরের চাঁদা প্রাপ্তি সমন্বয়ে বলা থাকলে

i. চাঁদার সঙ্গে বিয়োগ হবে

ii. উদ্ধৃতপত্রে দায় হিসেবে দেখাতে হবে

iii. উদ্ধৃতপত্রের সম্পদ হিসেবে দেখাতে

নিচের কোনটি সঠিক?

ক. i, ii           খ. i, iii

গ. ii, iii          ঘ. i, ii ও iii

১৫. বিগত বছরের বকেয়া খরচ চলতি বছরেও অপরিশোধিত থাকলে

i. সংশ্লিষ্ট খরচের সঙ্গে যোগ

ii. মূলধন তহবিলে দায় 

iii. উদ্ধৃতপত্রে দায়

নিচের কোনটি সঠিক?

ক. i, ii           খ. i, iii

গ. ii, iii          ঘ. i, ii ও iii

১৬. প্রারম্ভিক দায় হলো

i. বিগত বছরের বকেয়া বেতন

ii. বিগত বছরের বকেয়া চাঁদা আয়

iii. বিগত বছরের বকেয়া মনিহারি

নিচের কোনটি সঠিক?

ক. i, ii           খ. i, iii

গ. ii, iii          ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।

গোড়ান যুবসংঘের সদস্যসংখ্যা ৪০ জন। প্রত্যেকের বার্ষিক চাঁদার পরিমাণ ১,০০০ টাকা। প্রাপ্তি-প্রদান হিসাবে চলতি বছরের চাঁদার পরিমাণ ৪২,০০০ টাকা যার মধ্যে আগামী বছরের চাঁদা অগ্রিম পাওয়া গেছে ১২,০০০ টাকা।

১৭. চলতি বছর কত জন সদস্যের চাঁদা অনাদায়ী আছে?

ক. ১০ জন                          খ. ১২ জন  

গ. ৪০ জন                          ঘ. ৪২ জন

১৮. উপর্যুক্ত অগ্রিম চাঁদা প্রাপ্তির ফলে ব্যবসায়ের-

i. মূলধন তহবিল বৃদ্ধি পাবে

ii. সম্পদ বৃদ্ধি পাবে

iii. দায় বৃদ্ধি পাবে

নিচের কোনটি সঠিক?

ক. i, ii           খ. i, iii

গ. ii, iii          ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও।

একটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রাপ্তি ও প্রদান হিসাবের ডেবিটে চাঁদা ৮৫,০০০ টাকা। বিগত বছরের প্রাপ্ত চাঁদা ৮,০০০ টাকা ও পরবর্তী বছরের প্রাপ্ত চাঁদা ৫,০০০ টাকা, ওই চাঁদার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। বিগত বছরের মোট অনাদায়ী চাঁদা ছিল ১০,০০০ টাকা।

১৯. উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে আয়-ব্যয় হিসাবে চাঁদা কত?

ক. ৭২,০০০ টাকা       খ. ৮৫,০০০ টাকা 

গ. ৯০,০০০ টাকা       ঘ. ৯৫,০০০ টাকা

২০. বিগত বছরের অনাদায়ী চাঁদা দেখাতে হবে

i. মূলধন তহবিলে সম্পদ ১০,০০০ টাকা

ii. উদ্ধৃতপত্রে সম্পদ ২,০০০ টাকা

iii. চাঁদার সঙ্গে বিয়োগ ৮,০০০ টাকা

নিচের কোনটি সঠিক?

ক. i, ii  খ. i, iii  গ. ii, iii ঘ. i, ii ও iii

 

উত্তরমালা : ১. খ ২. ঘ ৩. খ ৪. খ ৫. গ ৬. গ ৭. ঘ ৮. খ ৯. খ ১০. গ ১১. গ ১২. ঘ ১৩. ঘ ১৪. ক ১৫. গ ১৬. খ ১৭. ক ১৮. গ ১৯. ক ২০. ঘ

সর্বশেষ খবর