বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

সাধারণ জ্ঞান

মিজানুর রহমান, সিনিয়র শিক্ষক

১. বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির- উত্তর : ঘনত্ব বেশি ২. Photosynthesis takes place in – All parts of the plantsউত্তর : Green parts of the plants ৩. ইউরিয়া থেকে উদ্ভিদ কি খাদ্য উপাদান গ্রহণ করে? উত্তর : নাইট্রোজেন ৪. ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় তা হলো- উত্তর : চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয় ৫. ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা? উত্তর : এডিস ৬. সুষম খাদ্যের উপাদান কয়টি? উত্তর : ৬ টি ৬. ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে? উত্তর : অগ্ন্যাশয় হতে ৭. হাড় ও দাঁত কে মজবুত করে- উত্তর : ফসফরাস ৮. অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হল  উত্তর : গ্লুকোজেন ৯. প্রাণি জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে- উত্তর : ইভোলিউশন ১০. কোন খাদ্যে প্রোটিন বেশি? উত্তর : মসুর ডাল ১১. কোন ডালের সঙ্গে ল্যাথারাইজম রোগের সম্পর্ক আছে? উত্তর : খেসারি ১২. সুনামির (Tsumami) কারণ হলো- উত্তর : সমুদ্র তলদেশের ভূমিকম্প ১৩. একটি আয়তাকার কক্ষের ক্ষেত্রফল ১৯২ বর্গমিটার। এর দৈর্ঘ্য ৪ মিটার কমালে এবং প্রস্থ ৪ মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। আয়তাকার কক্ষের সমান পরিসীমাবিশিষ্ট বর্গাকার কক্ষের ক্ষেত্রফল কত হবে? উত্তর : ১৯৬ বর্গমিটার

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর