রবিবার, ১৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

নবম-দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

মেহেরুন্নেসা খাতুন, সিনিয়র শিক্ষিকা

কবিতা : জুতা আবিষ্কার

                         -রবীন্দ্রনাথ ঠাকুর

বহু নির্বাচনী প্রশ্ন

১।        রাজা সারা রাত ধরে ভেবেছেন-

            i. মলিন ধুলো কেন তার পায়ে লাগে 

            ii.পায়ে ধুলা না লাগার উপায়

            iii. মন্ত্রীরা কাজ না করে বেতন নেয়

             নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii           খ) i ও iii

            গ) ii ও iii          ঘ) i, ii ও iii

২।        ‘জুতা আবিষ্কার’ কবিতায় কী পরিমাণ ঝাঁটা কেনা হয়েছিল?

            ক) পনেরো লক্ষ              খ) সাড়ে তেরো লক্ষ

            গ) সাড়ে সতেরো লক্ষ    ঘ) বারো লক্ষ

৩।        ‘জুতা আবিষ্কার’ কবিতার মন্ত্রী গবু কেমন প্রকৃতির?

            ক) নির্বোধ        খ) তীক্ষè বুদ্ধিসম্পন্ন

            গ) মোটা বুদ্ধিসম্পন্ন    ঘ) মেধাবী

৪।        রাজার পা ধুলো থেকে মুক্তি পায় কার বুদ্ধিতে?

            ক) মন্ত্রীর          খ) রানীর

            গ) পন্ডিতদের   ঘ) চর্মকারের

৫।        জুতা আবিষ্কার কবিতার রাজা ‘হবু’ কেমন প্রকৃতির?

            ক) খেয়ালি        খ) প্রজাবৎসল

            গ) বিচক্ষণ        ঘ) অযোগ্য

৬।       রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরস্কার পান?

            ক) ১৮৬১         খ) ১৯১৩

            গ) ১৯১৮          ঘ) ১৯৪১

৭।        ‘জুতা আবিষ্কার’ কবিতার ‘অনাসৃষ্টি’ হলো-

            i. রাজার পায়ে ধুলো লাগা       

            ii. মন্ত্রীদের দায়িত্বে অবহেলা

            iii. রাজার প্রতি মন্ত্রীদের দৃষ্টি না দেওয়া

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii           খ) i ও iii

            গ) ii ও iii          ঘ) i, ii ও iii

৮।        চামার শব্দের অর্থ কী?

            ক) বেশি কথা বলে  খ) মুচি     

            গ) ঝাঁটা                ঘ) মাদুর

৯।        চামার কী দিয়ে রাজার পা ঢেকে দেয়?

            ক) পাতা           খ) কাঠ    

            গ) চামড়া         ঘ) মাদুর

১০।      ‘রাজা’ শব্দের সমার্থক শব্দ-

            i. নন্দন             ii. নৃপতি      iii. ভূপতি

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii           খ) i ও iii

            গ) ii ও iii          ঘ) i, ii ও iii

১১।      গবুর সারা শরীর ঘামতে শুরু করল কেন?

            ক) গ্রীষ্মের প্রচ- দাবদাহে      

            খ) একটানা পরিশ্রমে

            গ) রাজার আদেশে      ঘ) ক্লান্তিতে

১২।      রাজার মুখে ধুলো লেগেছিল কেন?

            ক) মন্ত্রীদের চক্রান্তে               

            খ) যুদ্ধ করতে গিয়ে

            গ) রাজার জুতার আঘাতে                 

            ঘ) ধুলা তাড়াতে ঝাঁটার চোটে

১৩।      ‘জুতা আবিষ্কার’ কবিতায় মন্ত্রীর গৃহীত পদক্ষেপগুলো আমাদের মনে কী জোগায়?

            ক) সাহস           খ) বুদ্ধি

            গ) হাসির খোরাক  ঘ) শক্তি

            নিচের উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও :

            একদেশে এক রাজা ছিল। রাজার সাথে প্রজাদের সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ। রাজা এক সাথে কাজ করত মাঠে। প্রজাদের কষ্ট সে মেনে নিতে পারত না।

১৪।      উদ্দীপকের বিষয়টি তোমার পঠিত কোন কবিতার পরিপন্থী?

            ক) সেই দিন এই মাঠ     

            খ) জুতা আবিষ্কার

            গ) জীবন-সঙ্গীত            ঘ) ঝর্ণার গান

১৫।      উল্লিখিত পার্থক্য দেখা যায় নিম্নোক্ত যে দিক বিবেচনায়-

            i. সামাজিক বৈপরীত্য  

            ii. রাজ্য পরিচালনায়

            iii. অর্থনৈতিক অবস্থায়

            নিচের কোনটি সঠিক?

            ক) i   খ) ii   গ) iii      ঘ) i ও ii

১৬।     ‘জুতা আবিষ্কার’ কবিতার শেষের চরণ কোনটি?

            ক) ধরণী আর ঢাকিতে নাহি হবে

            খ) বাঁচিল গবু, রক্ষা পেল ধরা

            গ) সহজে যাহে মানস হবে সিদ্ধ

            ঘ) কেমনে বেটা পেরেছে সেটা জানতে

১৭।      ‘পায়ের ধুলা পাইব কী উপায়ে’-এখানে ‘পায়ের ধুলা’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?

            ক) পদধুলি       খ) আশীর্বাদ

            গ) প্রার্থনা         ঘ) জুতা           

            নিচের উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও :

            ‘উর্ধ্বশির যদি তুমি কুল মনে ধনে

            করিও না ঘৃণা তব নীচ শির জনে।’

১৮।      উদ্দীপকের নীচ শির জনের সাথে ‘জুতা আবিষ্কার’ কবিতার মিল রয়েছে কোন চরিত্রের?

            ক) হবু  খ) গবু  গ) চামার     ঘ) ভৃত্য

১৯।      উক্ত চরিত্রটিতে যে বিষয়টি ফুটে উঠেছে-

            i. বুদ্ধিমত্তা        ii. লোভ  iii. কৌশল

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii           খ) i ও iii

            গ) ii ও iii          ঘ) i, ii ও iii

২০।     কহিল রাজা, এত কি হবে সিধে-এ বাক্যে রাজার কী প্রকাশ পেয়েছে?

            ক) সংশয়         খ) রাগ

            গ) ক্ষোভ          ঘ) বিরক্তি

২১।      ‘জুতা আবিষ্কার’ কবিতায় রান্নাঘরে হাঁড়িতে রান্না হয় না কেন?

            ক) প্রাণ যাওয়ার ভয়ে     

            খ) অভাবের কারণে

            গ) ভোজ আছে বলে      

            ঘ) নিষেধ আছে বলে

২২।     ‘জুতা আবিষ্কার’ কবিতায় রাজা কে?

            ক) গবুরায়        খ) রবু

            গ) হবু   ঘ) মহী    

            উত্তরমালা : ১. ক ২. গ ৩. ক ৪. ঘ ৫. ক ৬. খ ৭. ঘ ৮. খ ৯. গ ১০. গ ১১. গ ১২. ঘ ১৩. গ ১৪. খ ১৫. খ ১৬. খ ১৭. খ ১৮. গ ১৯. খ ২০. ক ২১. ক ২২.গ।

সর্বশেষ খবর