সোমবার, ১৬ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

অষ্টম শ্রেণির বিজ্ঞান

সুকুমার মন্ডল, সিনিয়র শিক্ষক

অষ্টম শ্রেণির বিজ্ঞান

দ্বিতীয় অধ্যায় : জীবের বৃদ্ধি ও বংশগতি

 

১।        জীবদেহে কয় ধরনের কোষ বিভাজন দেখা যায়?

            ক) ২               খ) ৩            গ) ৪         ঘ) ৫

২।        নিচের কোন জীবটিতে অ্যামাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন ঘটে?

            ক) মানুষ        খ) হাইড্রা           গ) অ্যামিবা       ঘ) কেঁচো

৩।        ইস্টে কোন ধরনের কোষ বিভাজন হয়?

            ক) মাইটোসিস  খ) মিয়োসিস

            গ) অ্যামাইটোসিস        ঘ) সাইটোকাইনেসিস

৪।        মাইটোসিস বিভাজনে কয়টি পর্যায় সম্পন্ন হয়?

            ক) ২টি         খ) ৩টি           গ) ৪টি          ঘ) ৫টি

৫।        মাইটোসিস কেন্দ্রিকার বিভাজন কয় ধাপে সম্পন্ন হয়?

            ক) ২          খ) ৪          গ) ৫              ঘ) ৬

৬।       মাইটোসিস কোষ বিভাজন ঘটে-

            i. উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যুতে

            ii. প্রাণিদেহের দেহকোষে

            iii. নিম্ন শ্রেণির প্রাণী ও উদ্ভিদের অযৌন জননের সময়

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii       খ) i ও iii     গ) ii ও iii      ঘ) i, ii ও iii

৭।        মাইটোসিসের বৈশিষ্ট্য হলো-

            i. নিউক্লিয়াস একবার বিভাজিত হয়

            ii. মাতৃকোষ ও অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা সমান হয়?

            iii. নিউক্লিয়াস ডাম্বেল আকার ধারণ করে

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii       খ) i ও iii     গ) ii ও iii      ঘ) i, ii ও iii

৮।        কোনটিতে মাইটোসিস বিভাজন ঘটে?

            ক) কান্ডে          খ) মুকুলে    

            গ) মূলের অগ্রভাগে      ঘ) স্থায়ী টিস্যুর কোষে

৯।        মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপটি দীর্ঘস্থায়ী হয়?

            ক) প্রোফেজ       খ) মেটাফেজ   গ) টেলোফেজ      ঘ) অ্যানাফেজ

১০।      কোষ বিভাজনের কোন পর্যায়ে নিউক্লিয়াস আকারে বড় হয়?

            ক) প্রোমেটাফেজ         খ) প্রোফেজ

            গ) মেটাফেজ   ঘ) অ্যানাফেজ

১১।      মাইটোসিসের কোন ধাপে নতুন ক্রোমোজোম সৃষ্টি হয়?

            ক) প্রোফেজ      খ) মেটাফেজ     গ) অ্যানাফেজ      ঘ) টেলোফেজ

১২।      মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপটি স্বল্পস্থায়ী?

            ক) প্রোফেজ    খ) অ্যানাফেজ   গ) মেটাফেজ       খ) প্রোমেটাফেজ

১৩।      কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিয়াস প্রায় বিলুপ্ত হয়?

            ক) প্রোফেজ  খ) প্রোমেটাফেজ   গ) মেটাফেজ ঘ) অ্যানাফেজ

১৪।      কোষ বিভাজনের কোন ধাপে অ্যাস্টার রশ্মির আবির্ভাব ঘটে?

            ক) প্রোফেজ   খ) প্রোমেটাফেজ  গ) মেটাফেজ       ঘ) অ্যানাফেজ

১৫।      কোষ বিভাজনের কোন ধাপে প্রতিটি ক্রোমাটিডে একটি সেন্ট্রোমিয়ার থাকে?

            ক) প্রোফেজ   খ) প্রোমেটাফেজ  গ) মেটাফেজ     ঘ) অ্যানাফেজ

১৬।     মাইটোসিস বিভাজনের কোন ধাপে অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়?

            ক) প্রোমেটাফেজ    খ) মেটাফেজ  গ) অ্যানাফেজ   ঘ) টেলোফেজ

উত্তরমালা : ১. খ ২. গ ৩. গ ৪. ঘ ৫. গ ৬. ঘ ৭. ক ৮. ঘ ৯. ক ১০. খ ১১. ক ১২. ঘ ১৩. খ ১৪. খ ১৫. ঘ ১৬. গ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর