শনিবার, ২৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

একাদশ-দ্বাদশ রসায়ন প্রথম পত্র

মুহাম্মদ জিল্লুর রহমান : প্রভাষক

একাদশ-দ্বাদশ রসায়ন প্রথম পত্র

১।           ব্যুরেট কর্ক বন্ধ করার জন্য বাম হাত ব্যবহার করা হয়। রঙিন কাচের বোতলে এসিড রাখা হয়।

২।          পেটে দুর্ঘটনাবশত ক্ষারীয় পদার্থ চলে গেলে লেবুর রস খেতে হয়।

৩।          বোর পরমাণু মডেল ১৯১৩ সালে প্রকাশিত হয়।

৪।          বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের একাধিক আলোকরশ্মির সমাহারকে বর্ণালি বলে।

৫।          গ্রিন কেমিস্ট্রিকে পরিবেশ রসায়নের শাখা হিসেবে বিবেচনা করা হয়।

৬।         s অরবিটালের আকৃতি বৃত্তাকার, p অরবিটালের আকৃতি ডাম্বেল, d অরবিটালের আকৃতি ডাবল ডাম্বেল আকৃতির।

৭।          IR এর পূর্ণরূপ Infrared Ray। R এক প্রকার রশ্মি। রক্তনালির ক্ষত নির্ণয়ের জন্য ওজ ক্যামেরা ব্যবহার করা হয়।

৮।          কেলাসকে পৃথক করার পর অবশিষ্ট যে দ্রবণ থাকে তাকে মাতৃদ্রবণ বলে। পটাশ এলাম-এর কেলাসের আকৃতি হলো অষ্টতলকীয়।

৯।          তুঁতের কেলাসের আকৃতি ট্রাইক্লিনিক।

১০।        এমআরআই স্ক্যানার ব্যবহার করে শরীরের সমস্ত টিস্যুর ছবি তোলা সম্ভব।

১১।        ১৯১১ সালে বিজ্ঞানী রাদারফোর্ড আলফা কণা বিক্ষেপণ পরীক্ষাটি করেন। বিজ্ঞানী রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার সময় রেডিয়াম তেজস্ক্রিয় মৌলটি ব্যবহার করেন।

১২।        বিজ্ঞানী গোল্ডস্টেইন ১৮৮৬ সালে প্রোটন আবিষ্কার করেন।

১৩।       পেপার ক্রোমাটোগ্রাফি এক ধরনের বিভাজন ক্রোমাটোগ্রাফি। পেপার ক্রোমাটোগ্রাফি সস্তা, সহজ ও বহুল ব্যবহূত।

১৪।        গ্লাস ক্লিনারের মূল উপাদান অ্যামোনিয়া।

১৫।       কোনো খাদ্যে লবণ যোগ করে সংরক্ষণ করার পদ্ধতিকে কিউরিং বলে।

১৬।       যে এসিড একের অধিক প্রোটন প্রদান করতে পারে তাকে পলিপ্রোটিক এসিড বলে।

১৭।        তাপের মাধ্যমে কোনো বস্তুকে শুষ্ককরণের পদ্ধতিকে স্টেরিলাইজেশন বলে। টমেটোকে সর্বোচ্চ এক ঘণ্টা স্টেরিলাইজ করা হয়।

১৮।       আখের রসের মূল মিষ্টি উপাদান সুক্রোজ। আখের রসে চিনির পরিমাণ ৩-৪ শতাংশ।

১৯।        আইসোপ্রোপাইল অ্যালকোহলের অপর নাম রাবিং অ্যালকোহল।

২০।       সকল অদ্রবণীয় পদার্থের সূক্ষ্ম চূর্ণ পানির সঙ্গে যে ঘোলা মিশ্রণ তৈরি করে তাকে সাসপেনশন বলে।

২১।        তাপোৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়লে লা শাঁতেলিয়ার নীতি অনুসারে বিক্রিয়া পশ্চাৎমুখী হয়।

২২।       বিক্রিয়ার হার ঘনমাত্রার সমানুপাতিক। উভমুখী বিক্রিয়ায় সম্মুখ ও পশ্চাৎ বিক্রিয়ার বেগ সমান হলে তাকে রাসায়নিক সাম্যাবস্থা বলে।

২৩।       প্রথম বিক্রিয়ার হার ধ্রুবকের সঙ্গে তাপমাত্রার সম্পর্কের গাণিতিক সূত্র প্রকাশ করেন আর্হেনিয়াস।

২৪।       গতির প্রকৃতির ওপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে ৫ ভাগে ভাগ করা যায়।

 

সর্বশেষ খবর