শিরোনাম
রবিবার, ২৯ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

সাধারণ জ্ঞান

* বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থাপতি কে : লুই আই ক্যান * বাংলাদেশের জাতীয় সংসদ ভবন উদ্বোধন করেন কে : বিচারপতি আবদুস সাত্তার * বাংলাদেশের জাতীয় পোশাক কী : পুরুষদের জন্য, প্রিন্স কোট ও পাজামা আর মহিলাদের জন্য শাড়ি * বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের প্রতীক কী : শাপলা ফুল * আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে গানটির রচিতা কে : আবদুল গাফ্ফার চৌধুরী। * আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে গানটির গীতিকার কে : আলতাফ মাহমুদ। * বাংলাদেশের জাতীয় দিবস কবে : ২৬ শে মার্চ * বাংলাদেশের জাতীয় উৎসবের নাম কী : বাংলা নববর্ষ * বাংলাদেশের জাতীয় কবি কে : কাজী নজরুল ইসলাম। * বাংলাদেশের সংবিধানিক নাম কী : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ * বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি : আমগাছ * বাংলাদেশের জাতীয় বনের নাম কী : সুন্দরবন * বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কী : বায়তুল মোকাররম * বাংলাদেশের জাতীয় উদ্যানের নাম কি: সোহরাওয়ার্দী উদ্যান * বাংলাদেশের জাতীয় গ্রন্থাগারের নাম কী : ঢাকা গ্রন্থাগার (গুলিস্তান) * বাংলাদেশের জাতীয় যাদুঘরের নাম কী : ঢাকা জাতীয় যাদুঘর (শাহবাগ)। * বাংলাদেশের কালরাত  দিবস কবে : ২৫ শে মার্চ

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর