মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

একাদশ-দ্বাদশ শ্রেণির ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা

মুহাম্মদ জিল্লুর রহমান, প্রভাষক

বহুনির্বাচনী প্রশ্ন

১।  Mother of Central Bank বলা হয় কাকে?

ক) ব্যাংক অব ভেনিস        

খ) ব্যাংক অব ইল্যান্ড

গ) ব্যাংক অব সানজর্জিও      

ঘ) ব্যাংক অব সুইডেন

২. বিষেশায়িত ব্যাংক হলো-

i. যমুনা ব্যাংক

ii. বাংলাদেশ কৃষি ব্যাংক

iii. রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii              

খ) i ও iii

গ) ii ও iii            

ঘ) i, ii ও iii

উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :

ABC ব্যাংক লিমিটেড তাদের সব কাজ বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে সম্পাদন করে থাকে। ABC ব্যাংক, বগুড়া জেলায় বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি হিসেবে বাণিজ্যিক ব্যাংকগুলোর আন্ত:লেনদেন সম্পাদন করে।

৩. ABC ব্যাংক লিমিটেড কার্যভিত্তিক কোন প্রকৃতির ব্যাংক?

ক) বিনিয়োগ ব্যাংক  

খ) শিল্প ব্যাংক

গ) বাণিজ্যিক ব্যাংক  

ঘ) বিশেষায়িত ব্যাংক

৪. বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি হিসেবে ABC ব্যাংক লিমিটেড, বগুড়া জেলায় কোন কাজটি সম্পাদন করছে?

ক) অর্থ সরবরাহ       

খ) পরামর্শ দান

গ) নিকাশঘরের         

ঘ) তথ্য সরবরাহ

৫. কোনটি কেন্দ্রেীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের নির্বাচনমূলক পদ্ধতি?

ক) খোলাবাজার নীতি 

খ) জমার হার পরিবর্তন নীতি

গ) ব্যাংক হার নীতি          

ঘ) ঋণের বরাদ্দকরণ নীতি

৬. ঋণ আমানত সৃষ্টির প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় কখন?

ক) বিদেশি বিনিয়োগ কমলে    

খ) মুদ্রাস্ফীতি হলে

গ) জনসংখ্যা বাড়লে         

ঘ) কেন্দ্রীয় ব্যাংক জমার হার বৃদ্ধি করলে

৭. বাণিজ্যিক ব্যাংক কর্তৃক ইস্যুকৃত দলিল-

i. ট্রেজারি বিল

ii. প্রত্যয় পত্র

iii. ব্যাংক আজ্ঞাপত্র

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii              

খ) i ও iii

গ) ii ও iii            

ঘ) i, ii ও iii

৮. শফিক সাহেব একজন বেসরকারি চাকরিজীবী। তাঁর জন্য কোন হিসাব উপযোগী?

ক) সঞ্চয়ী         খ) মেয়াদি

গ) চলতি          ঘ) স্থায়ী

৯. কোন হিসাব থেকে সর্বোচ্চ মুনাফা পাওয়া যায়।

ক) বিশেষ সঞ্চয়ী হিসাব           

খ) বিশেষ স্থায়ী হিসাব

গ) সঞ্চয়ী হিসাব            

ঘ) স্থায়ী হিসাব

১০. সমর্পণ মূল্য কোন ধরনের বীমার ক্ষেত্রে প্রযোজ্য হয়?

ক) অগ্নিবীমা         খ) জীবন বীমা

গ)নৌবীমা           ঘ) দুর্ঘটনা বীমা

১১. জীবন বীমায় বীমাগ্রহীতার ঝুঁকির হার বেশি হলে কী হয়?

ক) প্রিমিয়ামের হার কম       

খ) কিস্তির সংখ্যা বেশি

গ) বীমাগ্রহীতার মৃত্যুর সম্ভাবনা   

ঘ) প্রিমিয়ামের হার বেশি

১২. জীবন বীমা ব্যবসায়ের ক্ষেত্রে লাভের অংশবিশেষ বীমাপত্রধারীদের মধ্যে বণ্টন করা হলে তাকে কী বলে?

ক) বোনাস          খ) চাঁদা

গ) বার্ষিক বৃত্তি      ঘ) বীমা দাবি

১৩. অগ্নিবীমার ক্ষতিপূরণ পাওয়ার জন্য কত দিনের মধ্যে আবেদন করতে হয়?

ক) ১০-২০           খ) ১৫-৩০

গ) ৩০-৪০           ঘ) ৩৫-৬০

১৪. আনুষ্ঠানিকভাবে সর্বপ্রথম কত সালে অগ্নিবীমা চালু হয়?

ক) ১৬০৬           খ) ১৬০৮

গ) ১৬০৯            ঘ) ১৬১০

১৫. পুনর্বীমার প্রধান উদ্দেশ্য কোনটি?

ক) ঝুঁকি হ্রাস              

খ) মুনাফা অর্জন

গ) বীমাযোগ্য স্বার্থ রক্ষা  

ঘ) গ্রাহক সন্তুষ্টি অর্জন

১৬. নিচের কোন চেকটি অধিক ঝুঁকিপূর্ণ?

ক) বাহক চেক  

খ) হুকুম চেক

গ) বিশেষ চেক  

ঘ) দাগকাটা চেক

 

উত্তরমালা : ১. খ ২. গ ৩. গ ৪. গ ৫. ঘ ৬. ঘ ৭. গ ৮. ক ৯. ঘ ১০. খ ১১. ঘ ১২. ক ১৩. খ ১৪. গ ১৫. ক ১৬. ক

সর্বশেষ খবর