রবিবার, ৩১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

একাদশ-দ্বাদশ শ্রেণির জীববিজ্ঞান দ্বিতীয়পত্র

প্রথম অধ্যায় : প্রাণির বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস

একাদশ-দ্বাদশ শ্রেণির জীববিজ্ঞান দ্বিতীয়পত্র

সুনির্মল চন্দ্র বসু : প্রভাষক

 

১. প্রতিসাম্যতা হলো-

ক. তিনটি ভ্রুণ স্তরবিশিষ্ট দশা

খ. যে কোনো তলের ভিত্তিতে প্রাণীর আঙ্গিক অবস্থান

গ. একই ধরনের খ ন্ডাংশ বিশিষ্ট অবস্থা

ঘ. প্রাণীকে কয়েকটি অঞ্চলে বিভাজনের পদ্ধতি

২. অরীয় প্রতিসাম্যতার উদাহরণ কোনটি?

ক. Volvox  খ. Julus গ. Pila ঘ. Hydra

৩. কোনটি অপ্রতিসম প্রাণী?

ক. ইলিশ                              খ. তারা মাছ

গ. হাইড্রা                             ঘ. অ্যামিবা

৪. সমুদ্রতারা এর প্রতিসাম্যতা কোন ধরনের?

ক. দ্বিপার্শ্বীয়                       খ. গোলীয়

গ. পঞ্চ-অরীয়                   ঘ. দ্বি-অরীয়

৫. কলা সংগঠন মাত্রার পর্ব হলো-

ক. Porifera               খ. Cnidaria

গ. Nematoda               ঘ. Chordata

৬. ত্রিপদ নামকরণের প্রবক্তা কোন বিজ্ঞানী?

ক. লিনিয়াস                       খ. স্লেজেল

গ. ল্যামার্ক                          ঘ. হ্যাক্সলে

৭. শ্রেণিকরণের যে কোনো ধাপের জনগোষ্ঠীকে বলে-

ক. প্রজাতি   খ. গণ   গ. ট্যাক্সন    ঘ. পর্ব

৮. কোরালস এবং জেলিফিস কোন পর্বের প্রাণী?

ক. নিডারিয়া                      খ. একাইনোডার্মাটা

গ. পরিফেরা                       ঘ. মলাস্কা

৯. নেফ্রিডিয়া পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে?

ক. Cnidaria         

খ. Platyhelminthes

গ. Annelida 

ঘ. Mollusca

১০. Arthropoda -পর্বের প্রাণীতে পাওয়া যায় কোনটি?

ক. প্যারাপোডিয়া             খ. র‌্যাডুলা 

গ. হিমোসিল     ঘ. নালিকা

উপরের চিত্র থেকে ১১ ও ১২নং প্রশ্নের উত্তর দাও :

১১. Q  চিত্র কোন ধরনের প্রতিসাম্যতা দেখায়?

ক. অরীয়                             খ. গোলীয়

গ. অপ্রতিসম    ঘ. দ্বিপার্শ্বীয়

১২. উদ্দীপকের R চিত্রের প্রাণীটির পর্বের বৈশিষ্ট্য হলো-

i. সন্ধিযুক্ত উপাঙ্গা

ii. শিখা কোষ

iii. পুঞ্জাক্ষি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii          খ. ii ও iii 

গ. i ও iii        ঘ. i, ii ও iii

১৩। নিচের কোনটি মলাস্কা পর্বের প্রাণীতে পাওয়া যায়?

ক. র‌্যাডুলা                      খ. নেফ্রিডিয়া

গ. ট্রকোফোর লার্ভা         ঘ. ট্যাগমাটা

১৪. কোন পর্বের প্রাণীর ত্বক কাঁটাযুক্ত?

ক. Mollusca          

খ.  Annelida

গ. Echinodermata

ঘ. Cnidaria

১৫. Echinodermataপর্বের বৈশিষ্ট্য কোনটি?

ক. পানি সংবহনতন্ত্র     খ. পুঞ্জাফি

গ. শিখা কোষ             ঘ. রক্ত সংবহনতন্ত্র

নিচের উদ্দীপকটি পড় এবং ১৬ ও ১৭নং প্রশ্নের উত্তর দাও :

অমিত সমুদ্রসৈকত থেকে স্টারফিস ও একটি হাঙ্গর সংগ্রহ করল। রনি তাকে বলল তার সংগৃহীত শেষোক্ত প্রাণীটি মাছ হলেও প্রথমটি কিন্তু মাছ নয়।

১৬. উদ্দীপকে উল্লিখিত প্রথম প্রাণীটি কোন পর্বভুক্ত?

ক.  Cnidaria           

খ. Arthropoda

গ. Echinodermata  

ঘ. Chordata

১৭. উদ্দীপকের প্রথম প্রাণীটি শেষোক্ত প্রাণী থেকে পৃথক করার ভিত্তি হলো-

i. শ্বসন কৌশল

ii. অন্তঃঙ্কাল

iii. আবাসস্থল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii          খ. ii ও iii 

গ. i ও iii        ঘ. i, ii ও iii

১৮. গুীরহর শ্রেণির প্রাণীর ফুলকারন্ধ্রের সংখ্যা কয়টি?

ক. ১ জোড়          খ. ৭ জোড়া    

গ. ৫-৭ জোড়া                   ঘ. ৫-১৫ জোড়া

১৯. রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ (Ray Finned Fishes) নামে পরিচিত কোন শ্রেণি?

ক. Myxini               

খ. Chondrichthyes

গ. Actinopterygii    

ঘ. Sarcopterygii

২০. কোন প্রাণীর জীবচক্রে ফুলকা শ্বসন বিদ্যমান?

ক. ব্যাঙ   খ. সাপ   গ. কচ্ছপ    ঘ. ডলফিন

২১. নিম্নের কোনটি শীতল রক্তবিশিষ্ট প্রাণী?

ক. Cavia Porcellus

খ. Naja naja

গ. Copsychus Saularis

ঘ. Panthera Tigris

২২. আবং শ্রেণির প্রাণীতে বিদ্যমান-

i. দন্তযুক্ত চোয়াল

ii. বায়ু গহ্বরপূর্ণ হালকা অস্থি

iii. প্রলম্বিত লেজ ও গ্রীবা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii          খ. ii ও iii 

গ. i ও iii        ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ২৩ ও ২৪নং প্রশ্নের উত্তর দাও:

নওরীন প্রাণিবিজ্ঞান ক্লাসে কর্ডাটা পর্বের একটি শ্রেণি নিয়ে পড়ছিল। সে জানতে পারল যে এ শ্রেণির সকল প্রাণীর অন্তঃকঙ্কাল শুধু তরুনাস্থি দ্বারা গঠিত।

২৩. উক্ত শ্রেণির প্রাণীদের দেহ কোন ধরনের আঁইশ দ্বারা আবৃত?

ক. প্ল্যাকয়েড     খ. সাইক্লয়েড  

গ. টিনয়েড         ঘ. গ্যানয়েড

২৪. নওরীনের পড়া শ্রেণির প্রাণীদের-

i. ফুলকারন্ধ্র কানকোয়া দ্বারা আবৃত

ii. পুচ্ছ পাখনা হেটেরোসার্কাল ধরনের

iii. দেহের অঙ্কীয়তলে মুখছিদ্র অবস্থিত

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii          খ. ii ও iii 

গ. i ও iii        ঘ. i, ii ও iii

২৫. ম্যামালিয়ানদের বৈশিষ্ট্য-

i. দেহত্বক গ্রন্থিযুক্ত       ii. পিনা

iii. ডায়াফ্রাম

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii          খ. ii ও iii 

গ. i ও iii        ঘ. i, ii ও iii

 

উত্তরমালা : ১. খ ২. ঘ ৩. ঘ ৪.গ ৫. খ ৬. খ ৭. গ ৮. ক ৯. গ ১০. গ ১১. ক ১২. গ ১৩. ক ১৪. গ ১৫. ক ১৬. গ ১৭. ক ১৮. ঘ ১৯. গ ২০. ক ২১. খ ২২. গ ২৩. ক ২৪. গ ২৫. গ

সর্বশেষ খবর