সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

নবম-দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

মো. আমিনুল ইসলাম : সিনিয়র শিক্ষক

উপন্যাস কাকতাড়ুয়া

১. উপন্যাস কী?

উত্তর : সুনির্দিষ্ট আয়তনের গদ্য কাহিনী।

২. ‘In Search of Lost Time’ উপন্যাসটি কার লেখা?

উত্তর : মার্সেল প্রুস্ত।

৩. পৃথিবীর সবচেয়ে বড় উপন্যাসের শব্দসংখ্যা কত?

উত্তর : বারো লাখের মতো।

৪. লেভ তলস্তয়ের ‘ওয়ার অ্যান্ড পিস’-এর শব্দসংখ্যা কত?

উত্তর : পাঁচ লাখ সাতাশি হাজারের মতো।

৫. ইতালির বিখ্যাত নন্দনতাত্ত্বিক ঔপন্যাসিকের নাম কী?

উত্তর : উমবার্তো একো।

৬. কে সাত শব্দের এক বাক্যে রচিত একটি লেখাকে পৃথিবীর ক্ষুদ্রতম উপন্যাস বলে দাবি করেছেন?

উত্তর : উমবার্তো একো।

৭. উপন্যাস শব্দটির সংস্কৃত ব্যুৎপত্তি কীরূপ?

উত্তর: উপ+নি+অস+অ = উপন্যাস

৮. উপন্যাস কোন কালের সৃষ্টি?

উত্তর : আধুনিক কালের।

৯. জীবনের সমগ্রতা সাহিত্যের কোন শাখায় প্রতিফলিত হয়?

উত্তর : উপন্যাসে।

১০. সাধারণভাবে উপন্যাস কয়টি উপাদানের ভিত্তিতে গড়ে উঠেছে?

উত্তর : ছয়টি।

১১. উপন্যাসের প্রধান উপাদান কী?

উত্তর : কাহিনি বা গল্প।

১২. কোন উপন্যাসে গল্পের তেমন প্রাধান্য থাকে না?

উত্তর : নিরীক্ষাধর্মী উপন্যাসে।

১৩. উপন্যাসে উপস্থাপিত কাহিনিকে কী বলা হয়?

উত্তর : আখ্যানভাগ (Plot)।

১৪. উপন্যাসের দ্বিতীয় উপাদান কী?

উত্তর : চরিত্র।

১৫. উপন্যাসের তৃতীয় উপাদান কী?

উত্তর : দৃশ্য/পরিবেশ।

১৬. উপন্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কী?

উত্তর : ভাষা।

১৭. উপন্যাসের লেখকের বলা কথাটিকে কী বলা হয়? উত্তর : জীবনদর্শন/জীবন ভাবনা।

১৮. রবীন্দ্রনাথের পরে বাঙালির গৃহকাতরতা ও আবহমান পারিবারিক আবেগের ওপর ভর করে কে উপন্যাস লিখেছেন?

উত্তর : শরৎচন্দ্র  চট্টোপাধ্যায়।

১৯. শেণিকরণ করলে বাংলাদেশের উপন্যাসকে কয়টি ভাগে ভাগ করা যায়?

উত্তর : ৬টি।

২০. সেলিনা হোসেনের আঞ্চলিক ও বিশেষ জীবনধারার উপন্যাসের নাম কী?

উত্তর : পোকামাকড়ের ঘর বসতি।

২১. ‘হাঙ্গর নদী গ্রেনেড’ সেলিনা হোসেনের কী ধরনের উপন্যাস?

উত্তর : ঐতিহাসিক ও মুক্তিযুদ্ধভিত্তিক।

২২. সেলিনা হোসেনের লেখালেখির সূচনা কোন দশকে?

উত্তর : ১৯৬০-এর দশকে।

২৩. সেলিনা হোসেনের উপন্যাসে কী প্রতিফলিত হয়েছে?

উত্তর : সমকালের সামাজিক ও রাজনৈতিক দ্বন্দ্ব-সংকটের সামগ্রিকতা।

২৪. আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে সেলিনা হোসেন কোন পুরস্কার পেয়েছেন?

উত্তর : সুরমা চৌধুরী আন্তর্জাতিক পুরস্কার (ভারত)।

২৫. কাকতাড়ুয়া উপন্যাসটি কিসের পটভূমিতে রচিত?

উত্তর : ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পটভূমিতে।

২৬. কার স্বাধীনতার আহ্বান বুধাকে উদ্দীপ্ত করেছে?

উত্তর : বঙ্গবন্ধুর।

২৭. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে লেখিকার কোন জীবনভাবনার প্রকাশ ঘটেছে?

উত্তর : অত্যাচারীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে ও প্রতিশোধ গ্রহণ করতে হয়।

২৮. নতুন প্রজন্মের যারা মুক্তিযুদ্ধ দেখেনি, তারা উপন্যাসটি পড়ে কী পাবে?

উত্তর : মুক্তিযুদ্ধ সম্পর্কে ধারণা।

২৯. বুধা কানু দয়ালের বাড়িতে বসে রেডিওতে কী শুনেছিল?

উত্তর : বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ।

৩০. মানুষ যখন দু’ভাগ হয়ে যায় তখন তার মধ্য দিয়ে কী বইতে থাকে?

উত্তর : যুদ্ধ নামের নদী।

৩১. আহাদ মুন্সি বুধাকে কী কাজ দিতে চেয়েছিল?

উত্তর : গরু চরানোর কাজ।

৩২. মিঠুর মতে, তিনজন একজন হলে কী হয়?

উত্তর : শক্তি বাড়ে/লড়াইয়ে শত্রুরা হারে।

৩৩. বুধা বড় মশালটা আহাদ মুন্সির কোন ঘরে ছুড়ে মারে?

উত্তর : আট চালা ঘরে।

সর্বশেষ খবর