সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

সাধারণ জ্ঞান

মো. মিজানুর রহমান : সহকারী শিক্ষক

সাধারণ জ্ঞান

* Internet আবিষ্কৃত হয় কত সালে? উ. ১৯৬৯ সালে *  Email আবিষ্কৃত হয় কবে? উ. ১৯৭১ সালে * Hotmail আবিষ্কৃত হয় কবে? উ. ১৯৯৬ সালে * Google আবিষ্কৃত হয় কবে? উ. ১৯৯৮ সালে * Facebook  আবিষ্কৃত হয় কবে? উ. ২০০৪ সালে * YouTube  আবিষ্কৃত হয় কবে? উ. ২০০৫ সালে * Twitter আবিষ্কৃত হয় কবে? উ. ২০০৬ সালে * বিশ্বে ইন্টারনেট চালু কত সালে? উ. ১৯৬৯ সালে * বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা নাম কি? উ. যশোর * প্রথম ওয়াই-ফাই জেলার নাম কি? উ. সিলেট * প্রথম সাইবার সিটি জেলা বলা কোন জেলাকে? উ. সিলেটকে * প্রথম ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ কোথায় হয়? মিঠাপুকুর, রংপুর জেলায় * বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালু হয় কবে?  ১৯৯৩ সালে * বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্য উন্মুক্ত হয় কবে? উ. ১৯৯৬ সালে * বাংলাদেশে থ্রি-জি চালু হয় কত সালে? উ. ১৪ অক্টোবর ২০১২ সালে * বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন পিপীলিকা উদ্ধোধন করা হয় কবে? উ.  ১৩ এপ্রিল, ২০১৩ সালে * বাংলাদেশে প্রথম সাইবার ক্যাফে চালু হয় কবে? উ. ১৯৯৯ সালে, বনানীতে

*বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় কবে? উ. ৪ জানুয়ারি, ১৯৯০ সাল * বাংলাদেশে কখন থেকে কার্ড ফোন চালু হয়? উ. ১৯৯২ সালে * বিশ্বের একমাত্র কম্পিউটার জাদুঘর কোথায় অবস্থিত? উ. যুক্তরাষ্ট্রের আটলান্টায় অবস্থিত * অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগারের নাম কি? উ. গ্লুকোজেন * প্রাণি জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে কি বলে? উ. ইভোলিউশন * কোন খাদ্যে প্রোটিন বেশি? উ. মসুর ডাল * কোন ডালের সঙ্গে ল্যাথারাইজম রোগের সম্পর্ক আছে? উ. খেসারি * সুনামির (Tsumami) কারণ কি? উ. সমুদ্র তলদেশের ভূমিকম্প * একটি আয়তাকার কক্ষের ক্ষেত্রফল ১৯২ বর্গমিটার। এর দৈর্ঘ্য ৪ মিটার কমালে এবং প্রস্থ ৪ মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। আয়তাকার কক্ষের সমান পরিসীমাবিশিষ্ট বর্গাকার কক্ষের ক্ষেত্রফল কত হবে? উ. ১৯৬ বর্গমিটার

* ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা? উ. এডিস * সুষম খাদ্যের উপাদান কয়টি? উ. ৬ টি * ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে? উ. অগ্ন্যাশয় হতে * হাড় ও দাঁত কে মজবুত করে? উ. ফসফরাস

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর