শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
দ্বিতীয় অধ্যায় : প্রাণীর পরিচিতি, প্রতীক প্রাণী : হাইড্রা

একাদশ ও দ্বাদশ শ্রেণি : জীববিজ্ঞান দ্বিতীয়পত্র

সুনির্মল চন্দ্র বসু, সহকারী অধ্যাপক

১. হাইড্রার  ক্ষেত্রে  কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায়?

ক. গোলীয়   খ. দ্বিপার্শ্বীয়   গ. অরীয়    ঘ. রেডিয়াল

২. হাইড্রার দেহকান্ডের কাজ-

i. জননাঙ্গ ধারণ করা

ii. চলনে অংশ নেওয়া

iii. শিকার ধরতে সাহায্য করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii  ঘ. i, ii ও iii

৩। Hydra’র বহিঃত্বকের সর্ববৃহৎ কোষের কাজ-

i. দেহকে রক্ষা করা

ii. খাদ্যগ্রহণে সহায়তা করা

iii. চলনে সহায়তা করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii  ঘ. i, ii ও iii

৪. গ্রন্থিকোষের কাজ-

i. খাদ্য গলাধঃকরণ করা

ii. খাদ্য পরিপাকে সহায়তা করা

iii. রেচন ও শ্বসনে সহায়তা করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii  ঘ. i, ii ও iii

৫. কোন কোষের কারণে হাইড্রাকে অমর প্রাণী বলা হয়?

ক. নিডোসাইট              খ. পেশী আবরণী

গ. জনন কোষ ঘ. ইন্টারস্টিশিয়াল

৬. হাইড্রার গ্রন্থিকোষ পাওয়া যায়-

i. বহিঃত্বকে

ii. মেসোগ্লিয়ায়

iii. অন্তঃত্বকে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii  ঘ. i, ii ও iii

৭. Hydra’র কোন কোষ বুদবুদ তৈরি করে?

ক. ইন্টারস্টিশিয়াল কোষ         

খ. এপিডার্মিসের গ্রন্থিকোষ

গ. সংবেদী কোষ          

ঘ. এন্ডোডার্মিসের গ্রন্থিকোষ

নিচের চিত্রটি লক্ষ কর এবং ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও :

৮. চিত্রে কোন ধরনের কোষ অনুপস্থিত?

ক. সংবেদী কোষ          খ. নিডোসাইট

গ. জনন কোষ              ঘ. স্নায়ুকোষ

৯. উদ্দীপকের কোষস্তরের কাজ হলো-

i. আঘাত হতে দেহকে রক্ষা করা

ii. দেহের ক্ষতস্থান পূরণ করা

iii. বহিঃকোষীয় পরিপাকে অংশ নেওয়া

নিচের  কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii  ঘ. i, ii ও iii

উপরের চিত্র থেকে ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও :

১০. চিত্রে B চিহ্নিত অংশটির নাম কী?

ক. পেশিসূত্র     খ. ল্যাসো  

গ. প্যাঁচানো  সূত্রক       ঘ. বার্বিউল

১১. চিত্রে A চিহ্নিত অংশটির বৈশিষ্ট্য হলো-

i. প্রধান যান্ত্রিক উদ্দীপনা গ্রাহক

ii. ট্রিগারের মত কাজ করে

iii. অপারকুলাম খুলতে সাহায্য করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii  ঘ. i, ii ও iii

১২. নেমাটোসিস্ট এর ভেতরের তরলের  উপাদান কী?

ক. আমিষ ও ফেনল     খ. শর্করা ও প্রোটিন

গ. শর্করা ও ফেনল       ঘ. আমিষ ও প্রোটিন

নিচের  উদ্দীপকের আলোকে ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও :

১৩. উদ্দীপকের অঙ্গটির নাম কী?

ক. Volvent    খ. Stenotile

গ.  Streptoline glutina

ঘ.  Stereoline glutinant

১৪. উদ্দীপকের চিত্রটির বৈশিষ্ট্য-

i. বার্বিউল উপস্থিত

ii. হিপনোটক্সিন ক্ষরণ করে

iii. বাট প্রশস্ত

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii  ঘ. i, ii ও iii

১৫. নিম্নের কোনটি পেনিট্র্যান্ট নেমাটোসিস্টের বৈশিষ্ট্য?

ক. সূত্রক কাঁটাযুক্ত   খ. আঠালো রস ক্ষরণ করে

গ. শীর্ষদেশ বন্ধ            ঘ. বাট প্রশস্ত

১৬. স্টিনোটিল নেমাটোসিস্টে থাকে-

i. সর্পিলাকার বার্বিউল               ii. তীক্ষè বাধ

iii. হিপনোটক্সিন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii  ঘ. i, ii ও iii

১৭. হাইড্রার পরিপাকে অংশ নেয়-

i. ফ্ল্যাজেলীয় কোষ

ii. ক্ষণপদীয় কোষ        iii. গ্রন্থিকোষ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii  ঘ. i, ii ও iii

১৮. হাইড্রার খাদ্য-

i. Cyclops

ii. ছোট অ্যানিলিড  iii. মাছের ডিম

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii  ঘ. i, ii ও iii

নিচের চিত্রটি লক্ষ কর এবং ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও :

১৯. উদ্দীপকের চলন প্রক্রিয়াটিতে ভূমিকা রাখে-

i. পেশি আবরণী কোষ  ii. গ্লুটিন্যান্ট নেমাটোসিস্ট

iii. ক্ষণপদীয় কোষ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii  ঘ. i, ii ও iii

২০. উক্ত চলন প্রক্রিয়ায় প্রাণীটি-

i. লম্বা দূরত্ব অতিক্রম করে

ii. দ্রুত গতিতে  চলতে পারে

iii. প্রতিবারে দেহের দৈর্ঘ্যরে অর্ধেক দূরত্ব অতিক্রম করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii  ঘ. i, ii ও iii

২১. কোন প্রক্রিয়ায় হাইড্রা স্বাভাবিক মৃত্যু হতে রক্ষা পায়?

ক. মুকুলোদগম   খ. বাডিং

গ. স্পার্মাটোজেনেসিস  ঘ. দ্বিবিভাজন

২২. হাইড্রার যৌন জননের ধাপসমূহ হলো-

i. গ্যামেটোজেনেসিস    ii. নিষেক          iii. পরিস্ফুটন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii  ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও:

বাড়ীওয়ালা ও ভাড়াটিয়ার মধ্যে এমন একটি সম্পর্ক বিদ্যমান, যাতে উভয়ই পরস্পরের নিকট থেকে উপকৃত হয়।

২৩. সবুজ হাইড্রার ক্ষেত্রে এ ধরনের সম্পর্কের নাম কী?

ক. পরজীবিতা              খ. মিথোজীবিতা

গ. সমজীবিতা ঘ. পরভোজীতা

২৪. এ ধরনের সম্পর্কের ক্ষেত্রে Hydra উপকৃত হয়-

i. শৈবালের শ্বসনে উৎপন্ন CO2 গ্রহণের মাধ্যমে

ii. শৈবালের প্রস্তুতকৃত খাদ্যগ্রহণ করে

iii. সহজে বর্জ্যমুক্ত হওয়ার মাধ্যমে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii  ঘ. i, ii ও iii

২৫। মিথোজীবিতা প্রদর্শনকারী প্রাণী দুইটি কী কী?

ক. হাইড্রা ও সবুজ শৈবাল  

খ. হাইড্রা ও ব্যাকটেরিয়া

গ. হাইড্রা ও ছত্রাক  

ঘ. ছত্রাক ও সবুজ শৈবাল

উত্তরমালা : ১. গ ২. ক ৩. খ ৪. ক ৫. ঘ ৬.খ ৭. খ ৮. গ ৯. ক ১০. খ ১১. ক ১২. ক ১৩. খ ১৪. ঘ ১৫. ঘ ১৬. ঘ ১৭. ঘ ১৮. ঘ ১৯. ক ২০. খ ২১. ঘ ২২. ঘ ২৩. খ ২৪. গ ২৫. ক

সর্বশেষ খবর