মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
দ্বিতীয় অধ্যায় : প্রাণীর পরিচিতি, প্রতীক প্রাণী : ঘাসফড়িং

একাদশ ও দ্বাদশ শ্রেণি : জীববিজ্ঞান দ্বিতীয়পত্র

সুনির্মল চন্দ্র বসু, সহকারী অধ্যাপক

একাদশ ও দ্বাদশ শ্রেণি : জীববিজ্ঞান দ্বিতীয়পত্র

১. ঘাসফড়িং -এর মাথায় স্কে¬রাইট কোনটি?

ক. ভার্টেক্স        খ. স্টারনাম

গ. টারগাম        ঘ. ল্যাবিয়াম

২. ঘাসফড়িং -এর উপরে কতটি খন্ডক রয়েছে?

ক. ১১   খ. ১০   গ. ৬     ঘ. ৩

৩. ঘাসফড়িং -এর উদর-

i. লম্বাটে ও মোচাকৃতির

ii. লম্বাটে ও বেলনাকৃতির

iii. ১১টি খন্ডকের সমন্বয়ের গঠিত

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                       খ. i ও iii

গ. ii ও iii                      ঘ. i, ii ও iii

৪. ঘাসফড়িং -এর দেহগহ্বরের নাম কী?

ক. সিলোম       খ. সিউডোসিলোম

গ. সিলেন্টেরন ঘ. হিমোসিল

নিচের উদ্দীপকটি পড় এবং ৫ ও ৬নং প্রশ্নের উত্তর দাও :

ড. মিজান ঘাসফড়িং -এর জীবন ইতিহাস পড়ানোর সময় বললেন যে, ঘাসফড়িং প্রাণী গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এদের অনুভূতি গ্রহণের ক্ষমতা প্রখর। এরা শব্দ করতে পারে, দেখতে পারে, আবার বর্ণ, গন্ধ ও স্বাদ অনুযায়ী খাদ্য নির্বাচন করতে পারে।

৫. উদ্দীপকের প্রাণীটির অনুভূতি গ্রহণের অঙ্গ কোনটি?

i. অ্যান্টেনা                   ii. ওসেলাস

iii. মূলারস অঙ্গ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                       খ. i ও iii

গ. ii ও iii                      ঘ. i, ii ও iii

৬. উদ্দীপকের প্রাণীটির দর্শন অজ্ঞ কোনটি?

ক. পুঞ্জাক্ষি       খ. সরলাক্ষি

গ. ম্যালিয়াস     ঘ. ওভিপজিটর

৭. ঘাসফড়িং -এ কতটি হেপাটিক সিকা থাকে?

ক. চার জোড়া   খ. ছয় জোড়া

গ. আট জোড়   ঘ. সাত জোড়া

৮. ঘাসফড়িং -এর পরিপাকনালির ত্রিকোনাকার গঠনটির নাম কী?

ক. কোলন        খ. গিজার্ড

গ. মলাশয়        ঘ. পাকস্থলি

৯. মালপিজিয়ান নালিকা পাওয়া যায়-

ক. হাইড্রায় খ. ঘাসফড়িং এ

গ. রই মাছে ঘ. তারা মাছে

১০. কোন অংশটি ঘাসফড়িংয়ের পৌষ্টিকনালির প্রোক্টোডিয়ামের অন্তর্ভুক্ত?

ক, ক্রপ খ. গলবিল গ. গিজার্ড ঘ. রেক্টাম

নিচের চিত্রটি থেকে ১১ ও ১২নং প্রশ্নের উত্তর দাও :

১১. নিচের কোনটি উদ্দীপকের চিত্রের অংশ?

ক. কার্ডো                     খ. গ্যালিয়া

গ. মেন্টাম        ঘ. স্টাইপস

১২. চিত্রের উপাঙ্গাটির ক্ষেত্রে যা প্রযোজ্য-

i. খাদ্য চূর্ণকরণে সাহায্য করে

ii. এটি অধঃ ওষ্ঠ

iii. পাল্প বিদ্যামন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                       খ. i ও iii

গ. ii ও iii                      ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪নং প্রশ্নের উত্তর দাও :

খাবার গ্রহণে ঘাসফড়িং ও মানুষের মধ্যে ভিন্নতা রয়েছে।

১৩. উদ্দীপকের প্রথম প্রাণীর কোন অঙ্গটি খাবার খাদ্যনালিতে প্রেরণে অধিকতর সহায়তা করে?

ক. হাইপোফ্যারিংক্স      খ. ম্যান্ডিবল

গ. ম্যাক্সিলা       ঘ. ল্যাবিয়াম

১৪. উদ্দীপকের প্রাণীদ্বয়ের মধ্যে সামঞ্জস্যপূর্ণ কোনটি?

ক. স্বাদগ্রহণ    

খ. সর্বভূক

গ. ম্যান্ডিবল ও দাঁত     

ঘ. চর্বন কৌশল

১৫. ঘাসফড়িং -এর রক্তের নাম কী?

ক. হিমোসাইট খ. হিমোসিল

গ. হিমোলিম্ফ   ঘ. হিমোসায়ানিন

১৬. ঘাসফড়িং -এর রক্তসংবহনের সঠিক পথ কোনটি?

ক. মস্তিষ্কের সাইনাস→পেরিনিউরাল সাইনাস→পেরিভিসারেল সাইনাস→পেরিকার্ডিয়াল সাইনাস

খ. মস্তিষ্কের সাইনাস→পেরিভিসারেল সাইনাস→পেরিকার্ডিরালসাইনাস→পেরিনিউরাল সাইনাস

গ. পেরিনিউরাল সাইনাস→মস্তিষ্কের সাইনাস→পেরিভিসারেল সাইনাস→পেরিকার্ডিয়াল সাইনাস

ঘ. পেরিভিসারেল সাইনাস→পেরিনিউরাল সাইনাস→পেরিকার্ডিয়াল সাইনাস→মস্তিষ্কের সাইনাস

নিচের উদ্দীপকের আলোকে ১৭ ও ১৮নং প্রশ্নের উত্তর দাও :

১৭. চিত্রে ‘A’ এবং ‘B’ -এর নাম কী?

ক. অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রাল অ্যাওর্টা

খ. অ্যাট্রিয়াম এবং বাল্বাস আর্টারিওসাস

গ. সাইনাস ভেনোসাস এবং বাল্বাস আর্টারিওসাস

ঘ. সাইনাস ভেনোসাস এবং অ্যাট্রিয়াম

১৮. চিত্রে প্রদর্শিত অঙ্গটির বৈশিষ্ট্য হলো-

i.  O2 যুক্ত রক্ত পরিবহন

ii. একমুখী রক্তপ্রবাহ

iii. A এবং C উপ-প্রকোষ্ঠ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                       খ. i ও iii

গ. ii ও iii                      ঘ. i, ii ও iii

উদ্দীপকের আলোকে ১৯ ও ২০নং প্রশ্নের উত্তর দাও :

১৯. উদ্দীপকের A চিহ্নিত অংশটি কি নামে পরিচিত?

ক. অ্যাট্রিয়াম  

খ. ভেন্ট্রিকল

গ. কোনাস আর্টারিওসাস

ঘ. বাল্বাস আর্টারিওসাস

২০. উদ্দীপকের B অংশটির ক্ষেত্রে-

i. পেরিকার্ডিয়াম গহ্বরে অবস্থিত

ii. প্রাচীরপুর ও মাংসল

iii. এতে অ্যান্ট্রিওভেন্টিকুলার কপাটিকা থাকে

ক. i ও ii                       খ. i ও iii

গ. ii ও iii                      ঘ. i, ii ও iii

২১. ট্রাকিওলের বৈশিষ্ট্য হলো-

i. শাখা প্রশাখায় বিভক্ত

ii. দেহকোষের কাছাকাছি অবস্থিত

iii. টিস্যুরসে পূর্ণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                       খ. i ও iii

গ. ii ও iii                      ঘ. i, ii ও iii

২২. ঘাসফড়িং -এর সুপারপজিশন দর্শনে কোনটি সঠিক?

ক. সুস্পষ্ট বিম্ব তৈরি হয়

খ. বস্তুর খন্ড খন্ড বিম্ব তৈরি হয়

গ. আইরিশ আবরণ সংকুচিত থাকে

ঘ. রেটিনাল আবরণ প্রসারিত থাকে

নিচের উদ্দীপকটি পড় এবং ২৩ ও ২৪নং প্রশ্নের উত্তর দাও :

একাদশ শ্রেণিতে পড়ুয়া বাবলু ও রবি কলেজ ছুটি শেষে মাঠ দিয়ে অতিক্রমের সময় দেখল, কিছু সবুজ রংয়ের পতঙ্গ ঘাসের উপরে লাফালাফি করছে। রবি বলল- এই পতঙ্গের ক্ষেত্রে উজ্জ্বল ও স্তিমিত আলোতে ভিন্ন ধরনের দর্শন কৌশল দেখা যায়।

২৩. উদ্দীপকে প্রাণীটির দর্শন কৌশলের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?

ক. উজ্জ্বল আলোয় সুপারপজিশন প্রতিবিম্ব সৃষ্টি করে

খ. অনুজ্জ্বল আলোয় প্রতিটি ওমাটিডিয়াম পরস্পর থেকে আলাদা হয়

গ. উজ্জ্বল আলোয় একটি রঞ্জক আবরণ প্রসারিত হয়

ঘ. সুপারপজিশন প্রতিবিম্বে লম্বভাবে আগত আলোকরশ্মি ওমাটিডিয়ামে প্রতিবিম্ব সৃষ্টি করে

২৪. উদ্দীপকে উল্লিখিত প্রাণীটির ক্ষেত্রে প্রযোজ্য-

ক. রেচন অঙ্গ নেফ্রিডিয়াম

খ. সিলোম বিদ্যামান

গ. মুখোপাঙ্গ ম্যান্ডিবুলেট প্রকৃতির

ঘ. জীবন চক্রে লার্ভা দশা বিদ্যমান

২৫. কোনিট ঘাসফড়িংয়ের স্ত্রীজননতন্ত্রের অংশ?

ক. ক্ষেপন নালি            খ. শুক্রনালি

গ. শুক্রবানি     ঘ. শুক্রথলি

 

উত্তরমালা : ১. ক ২. ক ৩. গ ৪. ঘ ৫. ঘ ৬. গ ৭. খ ৮. খ ৯. খ ১০. ঘ ১১. গ ১২. গ ১৩. ঘ ১৪. গ ১৫. গ ১৬. ক ১৭. ঘ ১৮. ক ১৯. ঘ ২০. খ ২১. গ ২২. গ ২৩. খ ২৪. গ ২৫. গ

সর্বশেষ খবর