সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

সপ্তম শ্রেণির বাংলা প্রথম পত্র

সুকুমার মণ্ডল : সিনিয়র শিক্ষক

[পূর্বে প্রকাশের পর]

৬. মিনি কী কল্পনা করে খুব হাসত?

ক. নিজের বিয়ের কথা    

খ. রহমতের শ্বশুরের দুরবস্থার কথা     

গ. রামদয়াল দারোয়ানের কথা 

ঘ. মায়ের শঙ্কিত স্বভাবের কথা

৭. কাবুলিওয়ালা মিনিকে দেখে থতমত খেল

i. বধূবেশে মিনিকে দেখে   

ii. ছোট্ট মিনিই তার কল্পনায় ছিল বলে  

iii. নিজের মলিন পোশাকের কারণে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii      খ. i ও iii

গ. ii ও iii     ঘ. i, ii ও iii

৮. মিনিকে পদখে রহমত মাটিতে বসে পড়ল পকন?

ক. মিনি বেঞ্চে বসেছিল বলে 

খ. পস সব সময়ই মাটিতেই বসত বলে      

গ. নিজের পময়েও মিনির মতো বড় হয়েছে বুঝতে পেরে

ঘ. নিজের পময়েকেও মিনির মতো বিয়ে দিতে হবে বলে

৯. লেখক রহমতকে একখানি নোট দিলেন

i. দেশে তার মেয়ের কাছে ফিরে যাওয়ার জন্য  

ii. মিনির কল্যাণ কামনায়

iii. রহমতের মেওয়ার দাম হিসেবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii      খ. i ও iii

গ. ii ও iii     ঘ. i, ii ও iii

১০। রহমত মিনিকে তার শ্বশুরবাড়ি যাওয়ার বিষয়ে কী বলত?

উত্তরমালা : ৬. খ ৭. ক ৮. গ ৯. ক ১০. ঘ

সর্বশেষ খবর