রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

এইচএসসির হিসাববিজ্ঞান : প্রথমপত্র

মুহাম্মদ জিল্লুর রহমান : প্রভাষক

বহুনির্বাচনী প্রশ্ন

১. হিসাববিজ্ঞানের মূল ভিত্তি কী?

ক) ঘটনা   খ) লেনদেন       

গ) হিসাব   ঘ) দুই তরফা দাখিলা পদ্ধতি

২. হিসাব তথ্যের বহিস্থ ব্যবহারকারী কারা?

i. প্রদেয় হিসাব  

ii. ব্যবস্থাপনা কর্তৃপক্ষ 

iii. সরকার

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii              খ) ii ও iii                   

গ) i ও iii      ঘ) i, ii ও iii

৩. মি. আমান ২০১৮ সালের ১ জানুয়ারি নগদ ৬০,০০০ টাকা, ১০% ঋণ ৪,০০০ টাকা এবং পণ্যদ্রব্য ৩,০০০ টাকা নিয়ে কারবার শুরু করেন। ওই মাসে নিম্নলিখিত লেনদেনগুলো সংঘটিত হয় পণ্য ক্রয় ৮,০০০ টাকা, আয়কর প্রদান ৩,০০০ টাকা এবং ধারে বিক্রয় ৪,০০০ টাকা। জনাব আমানের ব্যবসায়ের প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত?

ক) ৫৯,০০০ টাকা

খ) ৬০,০০০ টাকা    

গ) ৬৩,০০০ টাকা      

ঘ) ৬৭,০০০ টাকা

৪.   IFRS -এর পূর্ণরূপ কোনটি?

ক) International Financial
    Reporting Standards

খ)  International Financial
    Reporting Statements

গ) International Financial
    Recording Standards

ঘ) International Accounting
    Financial Reporting
    Standards.

৫. প্রতি মাসের শুরুতে উত্তোলনের পরিমাণ ১,০০০ টাকা হলে ৫% হার সুদে উত্তোলনের ওপর বার্ষিক সুদের পরিমাণ কত?

ক) ২৭৫ টাকা    খ)  ৩০০ টাকা   

গ) ৩২৫ টাকা    ঘ) ৬০০ টাকা

৬. হিসাববিজ্ঞানের কোন নীতি অনুসারে স্থায়ী সম্পদ লিপিবদ্ধ করা হয়?

ক) রক্ষণশীলতা    

খ) ঐতিহাসিক ব্যয়     

গ) সামঞ্জস্যতা       

ঘ) পূর্ণ প্রকাশ

উদ্দীপকটি পড় এবং ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :

মি. কবির মি. আসাদের নিকট থেকে ২০১৮ সালের ১ মার্চ তারিখে ৩ মাস মেয়াদি ১৫,০০০ টাকার একটি বিলে স্বীকৃতি পেলেন। মি. করিম ওই দিনই বিলটি ১২% সুদে ব্যাংক থেকে বাট্টা করে নিলেন।

৭. উদ্দীপকে উল্লিখিত বিলের মেয়াদপূর্তি দিবস কোনটি?

ক) ১ জুন, ২০১৮

খ) ২ জুন, ২০১৮                     

গ) ৩ জুন, ২০১৮                

ঘ) ৪ জুন, ২০১৮

৮. উপর্যুক্ত বিলের বাট্টার পরিমাণ কত?

ক) ১,৮০০ টাকা   খ) ৯০০ টাকা 

গ) ৬০০ টাকা      ঘ) ৪৫০ টাকা

৯. বিক্রয়ফেরত লিপিবদ্ধ করার জন্য যে দলিল ব্যবহৃত হয় তাকে কী বলে?

ক) ডেবিট ভাউচার                 

খ) ডেবিট নোট

গ) ক্রেডিট ভাউচার                

ঘ) ক্রেডিট নোট

১০. লেনদেনের গুণগত পরিবর্তন হবে

i. নগদে সম্পদ ক্রয় করা হলে

ii.নগদে পণ্য বিক্রয় করা হলে

iii. নগদ টাকা ব্যাংকে জমা দিলে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii              খ) ii ও iii                   

গ) i ও iii      ঘ) i, ii ও iii

উদ্দীপকটি পড় এবং ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও :

সালাম ট্রেডার্সের ২০১৮ সালের নিট বিক্রয়ের পরিমাণ ছিল ৬,০০,০০০ টাকা। প্রতিষ্ঠানটি বিক্রীত পণ্যের ব্যয়ের ওপর ২৫% মুনাফায় পণ্য বিক্রয় করে এবং মোট মুনাফার ৫০% দ্বারা প্রতিষ্ঠানের যাবতীয় পরোক্ষ ব্যয় মেটানো হয়।

১১. প্রতিষ্ঠানের বিক্রীত পণ্যের ব্যয়ের পরিমাণ কত টাকা?

ক) ৪,৫০,০০০   খ) ৪,৮০,০০০ 

গ) ৫,০০,০০০   ঘ) ৭,২০,০০০

১২. প্রতিষ্ঠানের নিট মুনাফার পরিমাণ কত টাকা?

ক) ৫০,০০০     খ) ৬০,০০০    

গ) ৭৫,০০০      ঘ) ১,৫০,০০০

১৩. জামান ট্রেডিংয়ের ২০১৮ সালের ১ জানুয়ারি প্রাপ্য হিসাবের উদ্বৃত্ত ছিল ৭০,০০০ টাকা। ২০১৮ সালে বাকিতে বিক্রয় ছিল ৮০,০০০ টাকা। রেওয়ামিলে অনাদায়ী পাওনা সঞ্চিতির জের ছিল ৩,০০০ টাকা। অন্যান্য তথ্যে পাওয়া গেল ৫,০০০ টাকা আদায়যোগ্য নহে এবং প্রতিষ্ঠানটিতে প্রাপ্য হিসাবের ওপর ১০% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি সংরক্ষণ করা হয়ে থাকে। ৩১ ডিসেম্বর, ২০১৮ তারিখে নিট প্রাপ্য হিসাবের পরিমাণ কত?

ক) ৬৩,০০০ টাকা      খ) ৬৭,৫০০ টাকা       

গ) ১,২৭,৫০০ টাকা      ঘ) ১,৩০,৫০০ টাকা

১৪. বিক্রয়কারীর নিকট ভ্যাট কোন ধরনের হিসাব?

ক) আয়      খ) দায়     গ) সম্পদ  ঘ) খরচ

১৫. অগ্রিম ও বকেয়াগুলো লিপিবদ্ধ করতে নিচের কোন দাখিলা দেওয়া হয়?

ক) বিপরীত দাখিলা                 

খ) সমাপনী দাখিলা    

গ) সমন্বয় দাখিলা                    

ঘ) প্রারম্ভিক দাখিলা

১৬. দ্বৈত জের সংশোধন পদ্ধতির ব্যাংক সমন্বয় বিবরণী-

i. নগদান বই ও ব্যাংক বিবরণী উভয় উদ্বৃত্ত নিয়ে করা হয়

ii. মিলকরণের পর উভয় উদ্ধৃত্ত সমান হয়

iii. ব্যাংকের সঠিক উদ্ধৃত্ত পাওয়া যায়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii              খ) ii ও iii                   

গ) i ও iii      ঘ) i, ii ও iii

১৭. প্রারম্ভিক মজুদ পণ্য ১,০০,০০০ টাকা, সমন্বিত ক্রয়  ৩,৯৬,৮০০ টাকা, বিক্রয় ৫,৬৩,৪০০ টাকা ও ক্রয় ৫,৪১,৮০০ টাকা হলে সমাপনী মজুদ পণ্যের পরিমাণ কত টাকা?

ক) ১,২১,৬০০ টাকা                 

খ) ২,৪৫,০০০ টাকা     

গ) ২,৬৬,৬০০ টাকা                 

ঘ) ৪,৬৩,৪০০ টাকা

১৮. অবচয় কোন ধরনের লেনদেন?

i. অ-নগদ 

ii. অদৃশ্যমান 

iii. ধারে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii              খ) ii ও iii                   

গ) i ও iii      ঘ) i, ii ও iii

১৯. হিসাববিজ্ঞানে তিনটি ‘C’ আছে, এগুলো দ্বারা বোঝায়

ক) Cost, consumer, consistency

খ) Cost, consistency,
conservatism

গ) Cost, consistency, convention

ঘ) Cost, communication, consistency

২০. আয়ের বিপরীতে ব্যয়কে চার্জ করা হয়-

ক) মিলকরণ নীতি অনুযায়ী                

খ) ব্যয় নীতি অনুযায়ী

গ) আয় শনাক্তকরণ নীতি অনুযায়ী      

ঘ) আদায়করণ নীতি অনুযায়ী

২১. ভবিষ্যতে সেবা প্রদানের জন্য অগ্রিম গ্রহণ করা হলে কোন হিসাবকে ক্রেডিট করতে হবে?

i. অনুপার্জিত সেবা আয়

ii. অর্জিত  সেবা আয়

iii. অনার্জিত সেবা আয়

ক) i ও ii              খ) ii ও iii                   

গ) i ও iii      ঘ) i, ii ও iii

উদ্দীপকটি পড় এবং ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :

মাসুম লিমিটেডের বাট্টাপ্রাপ্তি হিসাবের জের ৮০ টাকা রেওয়ামিলের ভুল পাশে বসানো হয়েছে।

২২. অন্য কোনো ভুল না থাকলে রেওয়ামিলের দুই পাশের পার্থক্যের পরিমাণ কত হবে?

ক) ৪০ টাকা       খ) ৮০ টাকা   

গ) ১৬০ টাকা     ঘ) ২৪০ টাকা

২৩. রেওয়ামিল তৈরির পর ভুলটি উদ্ঘটিত হলে সংশোধিত জাবেদা হবে কোনটি?

ক) অনিশ্চিত হিসাব ডেবিট ৮০ টাকা, বাট্টাপ্রাপ্তি হিসাব ক্রেডিট ৮০ টাকা

খ) প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট ৮০ টাকা, বাট্টাপ্রাপ্তি হিসাব ক্রেডিট ৮০ টাকা

গ) অনিশ্চিত হিসাব ডেবিট ১৬০ টাকা, বাট্টাপ্রাপ্তি হিসাব ক্রেডিট ১৬০ টাকা

ঘ) প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট ১৬০ টাকা, বাট্টাপ্রাপ্তি হিসাব ক্রেডিট ১৬০ টাকা

২৪. ব্যবসায়ের প্রারম্ভিক মূলধন ১০,০০,০০০ টাকা, অতিরিক্ত মূলধন ৫০,০০০ টাকা, সমাপনী মূলধন ১৫,০০,০০০ টাকা এবং উত্তোলন ৩০,০০০ টাকা হলে নিট মুনাফা কত?

ক) ৪,৮০,০০০ টাকা   খ) ৫,০০,০০০ টাকা

গ) ৫,২০,০০০ টাকা    ঘ) ৫,৫০,০০০ টাকা

২৫. ‘পুঞ্জীভূত অবচয়’ কোন ধরনের হিসাব?

ক) সম্পত্তি        খ) দায়           

গ) বিপরীত সম্পত্তি    ঘ) মালিকানাস্বত্ব  

২৬. একতরফা দাখিলা পদ্ধতিতে নিচের কোন হিসাবটি রাখা হয় না?

ক) ব্যক্তিবাচক হিসাব

খ) নগদান বই 

গ) সম্পত্তিবাচক হিসাব             

ঘ) নামিক হিসাব

২৭. ঋণপত্রের সুদ একটি ‘মুনাফাজাতীয় ব্যয়’, কারণ-

i. সুদ প্রতিবছর দিতে হয়          

ii. এর ফল দীর্ঘস্থায়ী নয়           

iii. এটি কারবারের নিট আয় হ্রাস করে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii              খ) ii ও iii                   

গ) i ও iii      ঘ) i, ii ও iii

২৮. রেওয়ামিলে সাপ্লাইজ ১,৩৫০ টাকা এবং সাপ্লাইজ খরচ ‘০’ টাকা। যদি নির্দিষ্ট সময় শেষে ৮০০ টাকার সাপ্লাইজ মজুদ থাকে, তবে সমন্বয় জাবেদা কোনটি?

ক) সাপ্লাইজ ডে. ৫৫০ সাপ্লাইজ খরচ ক্রে. ৫৫০

খ) সাপ্লাইজ খরচ ডে. ৫৫০ সাপ্লাইজ ক্রে. ৫৫০

গ) সাপ্লাইজ খরচ ডে. ৮০০ সাপ্লাইজ ক্রে. ৮০০

ঘ) সাপ্লাইজ ডে. ১,৩৫০ সাপ্লাইজ খরচ ক্রে.  ১,৩৫০

উদ্দীপকটি পড় এবং ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও :

৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে স্বাধীন ট্রেডার্সের আর্থিক অবস্থার বিবরণীতে মূলধন ৫,০০,০০০ টাকা, ১২% ঋণ ১,০০,০০০ টাকা, ঋণের বকেয়া সুদ ১২,০০০ টাকা, প্রদেয় হিসাব ৪০,০০০ টাকা, অগ্রিম প্রাপ্ত ভাড়া ৪৮,০০০ টাকা ও স্থায়ী সম্পদ ৩,০০,০০০ টাকা উল্লেখ আছে।

২৯. বছরান্তে প্রতিষ্ঠানের চলতি দায়ের পরিমাণ কোনটি?

ক) ৫২,০০০ টাকা      খ) ৮৮,০০০ টাকা  

গ) ১,০০,০০০ টাকা    ঘ) ১,৯২,০০০ টাকা

৩০. বছরান্তে প্রতিষ্ঠানের মোট সম্পদের পরিমাণ কত টাকা?

ক) ৩,০০,০০০ টাকা    খ) ৬,০০,০০০ টাকা       গ) ৭,০০,০০০ টাকা       ঘ) ৮,৮৮,০০০ টাকা

সর্বশেষ খবর