রবিবার, ১৪ মার্চ, ২০২১ ০০:০০ টা

একাদশ ও দ্বাদশ শ্রেণির সমাজবিজ্ঞান প্রথমপত্র

জিল্লুর রহমান : প্রভাষক

একাদশ ও দ্বাদশ শ্রেণির সমাজবিজ্ঞান প্রথমপত্র

বহুনির্বাচনী প্রশ্ন

অধ্যায়-৫

 

১. বিবাহের মাধ্যমে কোনটি গুরুত্ব দেওয়া হয়-

i. ধর্মীয় মূল্যবোধের

ii. সামাজিক মূল্যবোধের

iii. প্রথাগত ঐতিহ্যের

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii   খ. ii ও iii

গ. i ও iii   ঘ. i, ii ও iii

২. কোনটি পরিবারের বৈশিষ্ট্য?

i. বিশ্বজনীনতা

ii. আবেগীয় সম্পর্ক

iii. আদি সামাজিক প্রতিষ্ঠান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii   খ. ii ও iii

গ. i ও iii   ঘ. i, ii ও iii

৩. কোন বিবাহ আধুনিক সমাজে কম দেখা যায়?

ক. যৌথ বিবাহ  

খ. বহির্বিবাহ

গ. রোমান্টিক বিবাহ

ঘ. ক্রস কাজিন বিবাহ

৪. গঠনের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ?

ক. আচার-অনুষ্ঠান

খ. সামাজিক স্বীকৃতি

গ. জ্ঞাতি বন্ধন

ঘ. জাতিগত মিল

৫. ব্রাহ্মণের ছেলে খোকন শূদ্রের মেয়ে দীপিকাকে বিয়ে করেছে। তাদের বিয়ে হলো-

ক. প্যারালাল কাজিন বিবাহ

খ. অনুলোম বিবাহ

গ. রোমান্টিক বিবাহ

ঘ. প্রতিলোম বিবাহ

৬. মর্গানের মতে মানব ইতিহাসে প্রথম পরিবার কোনটি?

ক. পুনালুয়ান পরিবার

খ. সিনডিয়াসমিয়ান পরিবার

গ. কনস্যাংগুইন পরিবার

ঘ. মনোগামী পরিবার

৭. কাঠামো অনুসারে পরিবারের ধরন কোনটি?

ক. যৌথ পরিবার

খ. নয়াবাস পরিবার

গ. পিতৃসূত্রীয় পরিবার

ঘ. মাতৃতান্ত্রিক পরিবার

৮. জসিম সাহেব তাঁর সন্তানদের প্রায়ই শিশুপার্কে বেড়াতে নিয়ে যান। এটি পরিবারের কোন ধরনের কাজ?

ক. জৈবিক কাজ

খ. প্রতিপালনমূলক কাজ

গ. চিত্তবিনোদনমূলক কাজ

ঘ. নিরাপত্তামূলক কাজ

৯. শহরে তুলনামূলক বেশি দেখা যায়।

ক. যৌথ পরিবার

খ. বর্ধিত পরিবার

গ. মাতৃবাস পরিবার

ঘ. এক বিবাহভিত্তিক পরিবার

 

অধ্যায়-৬

১. কোন নদীর পাশে মিসরীয় সভ্যতা গড়ে ওঠে?

ক. টাইগ্রিস   খ. ফোরাত

গ. নীল       ঘ. সিন্ধু

২. কোন অঞ্চলের মানুষ সাধারণত সাহসী হয়?

ক. মধ্যাঞ্চলের

খ. চরাঞ্চলের

গ. সমতলের 

ঘ. মেরু অঞ্চলের

৩. জনসংখ্যার ঘনত্ব কম-

ক. নদীমাতৃক অঞ্চলে

খ. মরু অঞ্চলে

গ. নাতিশীতোষ্ণ অঞ্চলে

ঘ. গ্রীষ্মপ্রধান অঞ্চলে

৪. দৈহিক ও মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য উত্তরাধিকার সূত্রে বর্তিয়ে থান্ডে এটি কে বলেছেন?

ক. লাপোজ  খ. প্লেটো

গ. গাল্টন     ঘ. কার্ল পিয়ারসন

৫. কোনটির ওপর ভৌগোলিক পরিবেশের প্রভাব রয়েছে?

i. রাজনৈতিক সংগঠন

ii. শিল্পকলা ও সাহিত্য

iii. যৌনজীবন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii   খ. ii ও iii

গ. i ও iii   ঘ. i, ii ও iii

৬. নিপা বর্ষাকালে নৌকা দিয়ে স্কুলে যায়। নিপার সমাজজীবনে প্রভাব বিস্তারকারী উপাদান হলো-

ক. ভৌগোলিক   খ. বংশগতি

গ. সামাজিক      ঘ. সাংস্কৃতিক

৭. কোন অঞ্চলের মানুষ সাধারণত কর্মশক্তিতে বলীয়ান ও উদ্যমী হয়?

ক. শীতপ্রধান অঞ্চলের

খ. গ্রীষ্মপ্রধান অঞ্চলের

গ. নাতিশীতোষ্ণ অঞ্চলের

ঘ. মরুভূমি অঞ্চলের

 

অধ্যায় ৫-এর উত্তর নিম্নে দেওয়া হলো :

১. ঘ ২. ঘ ৩. ক ৪. খ ৫. খ ৬. গ ৭. ক ৮. গ ৯. ঘ

 

অধ্যায়-৬ এর উত্তর নিম্নে দেওয়া হলো :

১.            গ ২. খ ৩. খ ৪. ঘ ৫. ঘ ৬. ক ৭. গ

সর্বশেষ খবর