সোমবার, ৫ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

একাদশ-দ্বাদশ শ্রেণির জীববিজ্ঞান ২য় পত্র

সুনির্মল চন্দ্র বসু : সহকারী অধ্যাপক

একাদশ-দ্বাদশ শ্রেণির জীববিজ্ঞান ২য় পত্র

সরকারি মুজিব কলেজ সখিপুর, টাঙ্গাইল

 

তৃতীয় অধ্যায়

মানব শারীরতত্ত্ব : পরিপাক ও শোষণ

বহুনির্বাচনী প্রশ্ন

১.            মানুষের লালাগ্রন্থিসমূহ হলো-

                 i. প্যারোটিড

                ii.সাবম্যান্ডিবুলার

                iii. সাবম্যাক্সিলারি

                নিচের কোনটি সঠিক?

                ক. i ও ii           খ. i ও iii

                গ. ii ও iii     ঘ. i,ii ও iii

২.           টায়ালিন নিঃসৃত হয় কোনটি থেকে?

                ক. পাকস্থলি       খ. লালাগ্রন্থি

                গ. যকৃত              ঘ. অগ্ন্যাশয়

৩.           নিচের কোন তথ্যটি সঠিক নয়?

                ক. মিউকাস কোষ- মিউসিন

                খ. প্যারাইটাল কোষ-  HCL

                গ. পেপটিক কোষ- পেপসিন

                ঘ. আর্জেন্টাফাইন কোষ- রেনিন

৪.           কেসিন + পানি এনজাইম প্যারাকেসিন, নিচের কোনটি সঠিক?

                ক. পেপসিন       খ. রেনিন

                গ. ট্রিপসিন         ঘ. কাইমোট্রিপসিন

৫.           পাকস্থলি প্রাচীরের প্যারাইটাল কোষ থেকে নিঃসৃত হয় কোনটি?

                ক. পেপসিনোজেন খ.  HCL

                গ. মিউসিন               ঘ. গ্যাসট্রিন

নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং ৬ ও ৭ প্রশ্নের উত্তর দাও :

 

 

৬. ‘X’ চিহ্নিত স্তর হতে নিঃসৃত এনজাইমের নাম কী?

                ক. অ্যামাইলেজ               খ. লাইপেজ

                গ. ট্রিপসিন                         ঘ. পেপসিন

৭.           কত নম্বর করোটিক স্নায়ু উদ্দীপকের উল্লিখিত অঙ্গে বিস্তৃত?

ক. IX    খ. X    গ. XI   ঘ. XII

                নিচের উদ্দীপকটির সাহায্যে ৮ ও ৯নং প্রশ্নের উত্তর দাও :

 

 

 

৮.           উদ্দীপকের ‘X’ চিহ্নিত অংশ থেকে ক্ষরিত হয় না কোনটি?

                ক. পেপসিন                       খ. ট্রিপসিন

                গ. লাইপেজ                       ঘ. অ্যামাইলেজ

৯.           উদ্দীপকের ‘Y’ চিহ্নিত অংশটি-

                i. ইনসুলিন ক্ষরণ করে

               ii. গ্লুকাগন ক্ষরণ করে

                iii. ইনসুলিন ও গ্লুকাগন ক্ষরণ বন্ধ করে

                নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii           খ. i ও iii
                গ. ii ও iii     ঘ. i,ii ও iii

                নিচের চিত্রটি লক্ষ্য কর এবং ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও :

 

 

 

১০. উদ্দীপকের ‘B’ চিহ্নিত অঙ্গে কোন জাতীয় খাদ্য পরিপাককারী এনজাইম থাকে?

                i. শর্করা              ii. আমিষ

                ii. স্নেহ

                নিচের কোনটি সঠিক?

               ক. i ও ii           খ. i ও iii
                গ. ii ও iii     ঘ. i,ii ও iii

১১.         ‘A’ চিহ্নিত অঙ্গটি নানাবিধ শরীরবৃত্তীয় কাজের জন্য গুরুত্বপূর্ণ, কারণ-

                i. শর্করা              ii. গ্লাইকোজেন সঞ্চয় করে

                ii. তাপ উৎপাদন করে

                নিচের কোনটি সঠিক?

                  ক. i ও ii           খ. i ও iii
                গ. ii ও iii     ঘ. i,ii ও iii

১২.         শরীরের সবচেয়ে বড় গ্রন্থির নাম কী?

                ক. যকৃত              খ. অগ্ন্যাশয় 

                গ. থাইরয়েড      ঘ. পিটুটারী

১৩. কোথায় ইউরিয়া তৈরি হয়?

                ক. যকৃত              খ. বৃক্কে                 গ. অগ্ন্যাশয়ে      ঘ. প্লীহাতে

১৪. গলবিলে উন্মুক্ত হয় না কোনটি?

                ক. শ্বাসনালি       খ. অন্ননালি

                গ. ইউস্টেশিয়ান নালি   

                ঘ. উইর্সাং-এর নালি

১৫. নিচের কোনটি মিশ্রগ্রন্থি?

                ক. অগ্ন্যাশয়       খ. লালাগ্রন্থি

                গ. যকৃত              ঘ. পিটুইটারি

                নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং ১৬ ও ১৭নং প্রশ্নের উত্তর দাও :

 

                                                      

 

১৬.        নিচের কোন সংবহন উদ্দীপকের ‘অ’ চিহ্নিত গতিপথ অনুসরণ করে?

                ক. সিস্টেমিক    খ. পালমোনারী                

                গ. পোর্টাল                ঘ. করোনারী

১৭. উদ্দীপকে উল্লিখিত সংবহন ব্যবস্থাটি-

                i. মেরুদন্ডী প্রাণীতে উপস্থিত

                ii .যকৃতে খাদ্য সঞ্চয় করে

                ii. গ্যাস বিনিময় অংশগ্রহণ করে

                নিচের কোনটি সঠিক?

                  ক. i ও ii           খ. i ও iii
                গ. ii ও iii     ঘ. i,ii ও iii

১৮. অশর্করা থেকে সৃষ্টির প্রক্রিয়া-

                ক. গ্লুকোনিওজেনেসিস

                খ. গ্লাইকোজেনেসিস

                গ. গ্লুকোজেনেসিস

                ঘ. গ্লাইকোলাইসিস

১৯. শর্করা যকৃতে সঞ্চিত হয়-

                ক. গ্লুকোজরূপে                খ. গ্লিসারলরূপে

                গ. গ্লাইকোজেনরূপে  ঘ. সেলুলোজরূপে

                নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং ২০ ও ২১নং প্রশ্নের উত্তর দাও :

 

 

                     P                   Q

২০.        মানবদেহে ‘P’ এর কাজ হলো-

                i. এনজাইম তৈরি করা

                ii. ভিটামিন সঞ্চয় করা

                iii. বিষ অপসারণ করা

                নিচের কোনটি সঠিক?

                  ক. i ও ii           খ. i ও iii
                গ. ii ও iii     ঘ. i,ii ও iii

২১. মানবদেহে ‘ছ’ এর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?

                ক. গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করে

                খ. পিটুইটারী গ্রন্থি দ্বারা নিয়ন্ত্রিত

                গ. ইমালসিফিকেশনে সহায়তা করে

                ঘ. এটি একটি অন্তঃক্ষরা গ্রন্থি

                নিচের উদ্দীপকের আলোকে ২২ ও ২৩নং প্রশ্নের উত্তর দাও :

 

 

২২।       উদ্দীপকের চিত্রটি-

                ক. পাকস্থলীয় প্রস্থচ্ছেদ

                খ. ক্ষুদ্রান্ত্রের প্রস্থচ্ছেদ

                গ. অগ্ন্যাশয়ের অনুচ্ছেদ

                ঘ. যকৃতের অনুচ্ছেদ

২৩.        উদ্দীপকের চিত্রটির ক্ষেত্রে কোনটি সঠিক?

                ক. খাদ্য সাময়িকভাবে জমা রাখে

                খ. খাদ্যকে অম্লীয় ভাবাপন্ন করে

                গ. খাদ্য পরিশোষণে সহায়তা করে

                ঘ. খাদ্যস্থিত ভিটামিন অ ও উ সঞ্চিত রাখে

২৪.        সিক্রেটিন ক্ষরিত হয়-

                ক. অন্ত্র খ. প্যারোটিড    

                গ. পাকস্থলি        ঘ. যকৃত

২৫.        ক্ষুদ্রান্ত্রের খাদ্য পরিশোষণের একক কোনটি?

                ক. সিকাম           খ. অ্যালভিত্তলাই

                গ. ট্রাকিয়া           ঘ. ভিলাই

 

উত্তরমালা : ১. ঘ ২. খ ৩. ঘ ৪. খ ৫. খ ৬. ঘ ৭. খ ৮. ক ৯. ঘ ১০. গ ১১. ঘ ১২. ক ১৩. ক ১৪. ঘ ১৫. ক ১৬. গ ১৭. ক ১৮. ক ১৯. গ ২০. গ ২১. গ ২২. খ ২৩. গ ২৪. ক ২৫. ঘ

সর্বশেষ খবর