রবিবার, ১৮ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

মো. আমিনুল ইসলাম : সিনিয়র শিক্ষক

অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

বহুনির্বাচনী-৩০

১. আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত ?

ক. জেনেভা       খ. নিউইয়র্ক

গ. নেদারল্যান্ড     ঘ. প্যারিস                                                                                                

২. FAO এর সদর দপ্তর কোথায়?

ক. জেনেভা        খ. নিউইয়র্ক

গ. রোম            ঘ. প্যারিস                                        

৩. UNFPA  কাজ করছে- 

i. জনসংখ্যাকে সম্পদে পরিণত করতে

ii. পরিবার পরিকল্পনাকে বাস্তবায়ন করতে iii. জনসংখ্যাকে স্বাবলম্বী করতে

নিচের কোনটি সঠিক

ক. i খ. i ও ii   গ. ii   ঘ. i ও iii                                                                                                

৪. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা আছে বলে তারা-   

i. যে কোন দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে

ii. নিরাপত্তা পরিষদের গৃহীত সিদ্ধান্ত বাতিল বা স্থগিত করতে পারে                          

ii. যে কোন বিরোধ নিস্পত্তি করতে পারে  

 নিচের কোনটি সঠিক

ক. i খ. i ও ii  গ. ii   ঘ. ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় ৫ ও ৬ প্রশ্নের উত্তর দাও ঃ হানিফ সাহেবের প্রতিবেশী শামীম সাহেবের শিশু সন্তানটি হামে আক্রান্ত হয়। তিনি শিশুটিকে দেখতে গিয়ে জানতে পারেন শামীম সাহেব তার শিশুটিকে টিকা দেয়নি। হানিফ সাহেব তখন তাকে জানান যে মারাত্মক ৬টি রোগের টিকা বিনামূল্যে শিশুদের স্বাস্থ্য রক্ষার জন্য দেওয়া হয়। তিনি সময়মতো টিকা দেওয়ায় তার সন্তানদের এই রোগ হয়নি।      

৫. হানিফ সাহেবের বাচ্চাদের সুস্থ রাখার ক্ষেত্রে যে সংস্থাটি কাজ করছে?

ক. ইউনেস্কো         খ. ইউনিসেফ 

গ. বিশ্ব স্বাস্থ্য সংস্থা    ঘ. বিশ্ব খাদ্য সংস্থা                                                                                                                      

৬. উক্ত সংস্থা কর্তৃক এই প্রকল্প গ্রহণের মূল উদ্দেশ্য কী?                                                                                                         

ক. বিশ্বের সকল মানুষের জন্য সর্বোচ্চ স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করা

খ. বিশ্বের গ্রামীণ ও দরিদ্র দেশগুলোকে বিনামূল্য চিকিৎসা সেবা দেওয়া 

গ. তৃতীয় বিশ্বের দেশগুলোতে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা

ঘ. উন্নত দেশ কর্তৃক দরিদ্র দেশকে স্বাস্থ্যগত সুবিধা দেওয়া।

৭. কতসালে বাংলাদেশ ইউনেস্কোতে যোগ দেয়?

ক. ১৯৭১সালের ২৭ অক্টোবর

খ. ১৯৭২সালের ২৭ অক্টোবর

গ. ১৯৭৩সালের ২৭ অক্টোবর

ঘ. ১৯৭৪সালের ২৭ অক্টোবর

৮. FAO ১৯৪৫সালে কোথায় প্রতিষ্ঠিত হয়?

ক. ইতালির রোমে    খ. জেনেভায়

গ. সুইডেনে           ঘ. সুইজারল্যান্ডে

৯. কোন সংস্থা বাংলাদেশের সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে ?

ক. UNFPA   খ. UNDP

গ. UNICEF  ঘ. UNESCO                                                                                                                    

১০.  UNFPA বাংলাদেশ সরকারকে সহায়তা করে                             

 i পরিবার পরিকল্পনা কর্মসূচি বাস্তবায়নে

ii নারীর ক্ষমতায়ানে

iii জনসংখ্যা রপ্তানিতে

নিচের কোনটি সঠিক

ক.  i ও  i i খ.  i i গ.  i ও  i i i ঘ.  i , i i ও  i i i                                                                                                       

১১. UNICEF শান্তির জন্য নোবেল পায়-   

ক. ১৯৬৫সালে     খ. ১৯৬৭সালে

গ. ১৯৬৯সালে      ঘ. ১৯৭১সালে

১২. বাংলাদেশের সেনা ও পুলিশ বাহিনীর সদস্যরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করায়-     

 i দেশের বিরোধ মীমাংসায় ভূমিকা রাখছে

 i i দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ঘটছে

 i i i দেশের সম্মান বৃদ্ধি পাচ্ছে  নিচের কোনটি সঠিক

ক.  i ও  i i        খ.  i i i

গ.  i i ও  i i i      ঘ.  i,  i i ও  i i i                                                                                       

১৩. জাতিসংঘ প্রতিষ্ঠায় ভূমিকা রাখে-

 i থিওডোর রুজভেল্ট

 i i উইনস্টন চার্চিল 

 i i i ফ্রাঙ্কলিন রুজভেল্ট

নিচের কোনটি সঠিক

ক.  i ও  i i          খ.  i i i

গ.  i i ও  i i i        ঘ  i,  i iও  i i i

১৪. শিক্ষা,বিজ্ঞান ও সংস্কৃতির উন্নয়নে কাজ করে জাতিসংঘের কোন সংস্থা?

ক. UNFPA       খ. UNESCO

গ. UNICEF     ঘ. UNDP                                                                                                                                    

১৫. বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর সদর দপ্তর কোথায়?

ক. জেনেভা       খ. প্যারিস

গ. রাশিয়া         ঘ. ব্রাসেলস

১৬. বাংলাদেশে ইউনেস্কো কাজ করে-

i খাদ্য ও কৃষির উন্নতির জন্য

ii বিজ্ঞান শিক্ষার উন্নতির জন্য 

iii সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের জন্য

নিচের কোনটি সঠিক

ক.  i ও  i i          খ.  i i i

গ.  i i ও  i i i        ঘ  i,  i iও  i i i                                                                                                     

১৭. কোন সংস্থার সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পপুলেশন সায়েন্স বিভাগ চালু হয়েছে?

ক. UNFPA     খ. UNESCO

গ. WHO         ঘ. UNDP

১৮. কোন সংস্থাটি সারা বিশ্বের ক্ষুধার বিরুদ্ধে কাজ করে-

ক. FAO            খ. UNESCO

গ. WHO         ঘ. UNFPA

১৯. পৃথিবীতে মোট কতটি রাষ্ট্র রয়েছে?

(ক) ১৯৫টি        (খ) ১৯৬টি  

(গ) ১৯৭টি         (ঘ) ১৯৮টি

২০. বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাজ হলো-

i মাতৃ ও শিশু মৃত্যু হ্রাস 

ii বিশুদ্ধ পানির ব্যবস্থা

iii ম্যালেরিয়া দূরীকরণ

নিচের কোনটি সঠিক

ক.  i ও  i i খ.  i i গ.  i ও  i i i ঘ.  i , i i ও  i i i               

২১. জাতিসংঘের নিজস্ব পতাকার রং কী?

ক. হালকা নীল         খ. হালকা সাদা

গ. হালকা সবুজ        ঘ. হালকা কালো

২২. UNESCO -এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

ক. রাশিয়া             খ. প্যারিস

গ. জেনেভা             ঘ. নিউইয়র্ক

২৩. জাতিসংঘের কোন অঙ্গ সংগঠনে স্থায়ী ও অস্থায়ী দুই ধরনের সদস্য রয়েছে?

ক. নিরাপত্তা পরিষদে 

খ. সাধারণ পরিষদে 

গ. অর্থনৈতিক ও সামাজিক পরিষদে

ঘ. অছি পরিষদে

২৪. ইসলামি সম্মেলন সংস্থা প্রতিষ্ঠিত হয় কবে?

ক. ১৯৩৯ সালে        খ. ১৯৪৯ সালে

গ. ১৯৫৯ সালে        ঘ. ১৯৬৯ সালে

২৫. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত?

ক. ৫ খ. ৭ গ. ১০ ঘ. ১২

২৬. জাতিসংঘের সদর দপ্তর কোথায়?

ক. ফ্রান্স             খ. প্যারিস

গ. জেনেভা          ঘ. নিউইয়র্ক

২৭. বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?

ক. ১৯৭২সালে      খ. ১৯৭৩সালে

গ. ১৯৭৪সালে       ঘ. ১৯৭৫সালে

২৮. সুইজারল্যান্ডের জেনেভা শহরে নিচের কোনটির সদর দপ্তর?

ক. WHO খ. UNESCO  গ. FAO ঘ.UNFPA

২৯. কতসালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়?

ক. ১৯৪৩সালে খ. ১৯৪৫সালে

গ. ১৯৪৭সালে  ঘ. ১৯৪৯সালে

৩০. ‘বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষা’ জাতিসংঘের কোন অঙ্গসংগঠনের প্রধান দায়িত্ব?

ক. সাধারণ পরিষদ

(খ) নিরাপত্তা পরিষদ

গ. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ

ঘ. অছি পরিষদ                                          

উত্তরমালা ঃ ১. গ, ২. গ, ৩. গ, ৪. গ, ৫. গ, ৬. ক, ৭. খ, ৮. ক, ৯. ঘ, ১০. ক, ১১. ক, ১২. গ, ১৩. গ, ১৪. খ, ১৫. ক, ১৬. খ, ১৭. ক, ১৮. ক, ১৯. ক, ২০. ঘ, ২১. ক, ২২. খ, ২৩. ক, ২৪. ঘ, ২৫. ক, ২৬. ঘ, ২৭. খ, ২৮. ক, ২৯. খ, ৩০. খ  

সর্বশেষ খবর