সোমবার, ২৬ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

একাদশ-দ্বাদশ শ্রেণির ভূগোল দ্বিতীয় পত্র

সুধীর বরণ মাঝি, প্রভাষক

১. পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?

ক. আফ্রিকা    খ. এশিয়া        

গ. ইউরোপ     ঘ. অস্ট্রেলিয়া

২. বলপূর্বক অভিগমনের প্রত্যক্ষ চাপ কোনটি?

ক. রাজনৈতিক খ. অর্থনৈতিক

গ. সামাজিক   ঘ. সাংস্কৃতিক

৩. জনসংখ্যার দিক থেকে বৃহৎ দেশ কোনটি?

ক. জাপান     খ. ভারত

গ. যুক্তরাজ্য   ঘ. যুক্তরাষ্ট্র

৪. শহর থেকে গ্রামে অভিগমন হয় কোন দেশগুলোতে?

ক. উন্নত      খ. অনুন্নত

গ. স্বল্পোন্নত  ঘ. উন্নয়নশীল

৫. বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোন জেলায়?

ক. সিলেট     খ. বগুড়া

গ. রাজশাহী   ঘ. দিনাজপুর

৬. ‘প্রাকৃতিক নিয়ন্ত্রণবাদ’ মতবাদের মূলকথা হলো

i. মানুষের বিবর্তন নিয়ে আলোচনা করা

ii. পৃথিবীর উপরিভাগে বিচরণকারী মানুষ স্বাধীন নয়

iii. মানুষের সব ধরনের কর্ম ও ক্রিয়া প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii           খ. i ও iii 

গ. ii ও iii         ঘ. i, ii ও iii

৭. মাউন্ট ইরেবাস কোন মহাদেশের একটি সক্রিয় আগ্নেয়গিরি?

ক. এশিয়া     খ. ইউরোপ      

গ. অস্ট্রেলিয়া ঘ. অ্যান্টার্কটিকা

৮. দক্ষিণ ভারতের নদীগুলো হলো-

i. নর্মদা   

ii. কাবেরি

iii. মহানদী

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii           খ. i ও iii 

গ. ii ও iii         ঘ. i, ii ও iii

৯. ‘অসু’ শব্দের অর্থ কী?

ক. উত্তর    খ. দক্ষিণ         

গ. পূর্ব      ঘ. পশ্চিম

১০. ভারতে উচ্চ করে নাম কী?

ক. রাজ্যসভা 

খ. লোকসভা                 

গ. হাউস অব কমন্স         

ঘ. হাউস অব লর্ডস

১১. ব্রিটিশ-ভারত ও রাশিয়ার মধ্যবর্তী বাফার রাষ্ট্র-

i. ইরান      

ii. ইরাক

iii. আফগানিস্তান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii           খ. i ও iii 

গ. ii ও iii         ঘ. i, ii ও iii

১২. যুক্তরাষ্ট্রে উচ্চ করে নাম কী?

ক. সিনেট         খ. ডায়েট

গ. কংগ্রেস        ঘ. পার্লামেন্ট

১৩. ঙঅঝ-এর মূল ল্য হচ্ছে

i. নিরাপত্তা নিশ্চিতকরণ

ii. অর্থনৈতিক উন্নয়ন

iii. সম্পদের যথাযথ ব্যবহার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii           খ. i ও iii 

গ. ii ও iii         ঘ. i, ii ও iii

১৪. অধিক চাষাবাদের ফলে ভূমির হ্রাস পায়

ক. উর্বরতা  খ. ফলন

গ. দূষণ     ঘ. ভূমিয়

১৫.  দক্ষিণ কোরিয়ার কোন অংশে জলবায়ু উষ্ণ ও আর্দ্র?

ক. উত্তরাংশ  খ. দক্ষিণাংশ      গ. পূর্বাংশ     ঘ. পশ্চিমাংশ

১৬. পৃথিবীর সবচেয়ে বেশি নদী উৎপন্ন হয়েছে কোন অঞ্চল থেকে?

ক. মধ্য এশিয়ার পার্বত্য ভূমি               খ. দক্ষিণ এশিয়ার নিম্ন ও সমভূমি

গ. দক্ষিণ এশিয়ার মালভূমি               ঘ. উত্তর এশিয়ার নিম্ন সমভূমি            

১৭. জাপান আমদানি করে

i. তুলা    

ii. কয়লা

iii. খনিজ তেল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii           খ. i ও iii 

গ. ii ও iii         ঘ. i, ii ও iii

১৮. হিমালয় পর্বত থেকে উৎপন্ন হয়েছে

i. সিন্ধু   ii. কৃষ্ণা   iii. ব্রহ্মপুত্র

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii           খ. i ও iii 

গ. ii ও iii         ঘ. i, ii ও iii

১৯. ভারতের অর্থনীতির মূল ভিত্তি কী?

ক. কৃষি      খ. শিল্প          

গ. বাণিজ্য   ঘ. ইলেকট্রনিকস

২০. জাপান কোনটি দ্বারা বেষ্টিত?

ক. পর্বত   খ. বনভূমি        

গ. সমুদ্র   ঘ. মরুভূমি

২১.  মোটরগাড়ি নির্মাণে বিশ্বে প্রথম কোন দেশ?

ক. ভারত        

খ. জার্মানি        

গ. যুক্তরাষ্ট্র      

ঘ. নিউজিল্যান্ড

২২.  এশিয়ার বৃহত্তম দেশ কোনটি?

ক. চীন         খ. ভারত  

গ. পাকিস্তান   ঘ. ইন্দোনেশিয়া

২৩. আফ্রিকার বৃহত্তম নদীগুলোর মধ্যে রয়েছে

i. নীল    ii. সেনেগাল             iii. কঙ্গো

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii           খ. i ও iii 

গ. ii ও iii         ঘ. i, ii ও iii

২৪. এ৩ সংস্থার অন্তর্ভুক্ত

i. গবীরপড়   

ii. ঈড়ষড়সনরধ

iii. ঠবহবুঁবষধ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii           খ. i ও iii 

গ. ii ও iii         ঘ. i, ii ও iii

২৫.  ছুরিকাঁচির জন্য জগদ্বিখ্যাত কোন অঞ্চল?

ক. শেফিল্ড       

খ. ডার্বিশায়ার   

গ. নটিংহাম      

ঘ. লিস্টারশায়ার

 

উত্তরমালা :১. খ ২. ক ৩. খ ৪. ক ৫. ক ৬. খ ৭. ঘ ৮. ঘ ৯. গ ১০. খ ১১. খ ১২. ক ১৩. ঘ ১৪. ক ১৫. খ ১৬. ক ১৭. ঘ ১৮. খ ১৯. ক ২০. গ ২১. গ ২২. ক ২৩. খ ২৪. ঘ ২৫. ক

সর্বশেষ খবর