মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

সাধারণ জ্ঞান

১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের দিনটিকে সম্প্রতি ‘ঐতিহাসিক দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এ দিবস কত তারিখ? উত্তর : ৭ই মার্চ      

২. প্রয়াত মাহবুবে আলম দেশের কততম অ্যাটর্নি জেনারেল ছিলেন? উত্তর : ১৫ তম

৩. সম্প্রতি বাংলাদেশের কোন ক্রিকেটার ইউনিসেফের শুভেচ্ছা দূত হন? উত্তর : মুশফিকুর রহিম

৪. সম্প্রতি ১৯০তম দেশে হিসেবে IMF-এর সদস্য পদ লাভ করে উত্তর : অ্যান্ডোরা
৫. চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে কোন সংস্থা? উত্তর : বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)

৬. আইসিডিডিআরবির প্রথম বাংলাদেশি নির্বাহী পরিচালক উত্তর : ড. তাহমিদ আহমেদ
৭. বেলজিয়াম ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘সিআরইডি’ ও জাতিসংঘের প্রতিষ্ঠান ‘ইউএনডিআরআর’-এর যৌথ প্রতিবেদন অনুযায়ী দুর্যোগে শীর্ষ ১০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কত? উত্তর : নবম

৮. সম্প্রতি IMF বাংলাদেশের ২০২০ সালের প্রবৃদ্ধি কত শতাংশ হবে বলে জানিয়েছে? উত্তর : ৩.৮%

৯. সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিয়োগ পান কে? উত্তর : অ্যামি কোনি ব্যারেট 

১০. ভারত প্রদত্ত মিয়ানমার নৌবাহিনীর প্রথম সাবমেরিনের নাম কী? উত্তর : আইএনএস সিন্ধুবীর

১১. গ্লোবাল হাঙ্গার ইনডেক্সের (জিএইচআই) ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ২০২০ সালের বিশ্ব ক্ষুধাসূচকে বাংলাদেশের অবস্থান কত? উত্তর : ৭৫তম

১২. অসমাপ্ত আত্মজীবনীর ব্রেইল সংস্করণ কোন প্রতিষ্ঠান প্রকাশ করে? উত্তর : সমাজকল্যাণ মন্ত্রণালয়

১৩. ২০২০ সালের ফ্রেঞ্চ ওপেনে পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন যথাক্রমে উত্তর : রাফায়েল নাদাল ও ইগা শিয়া ওতেক

১৪. সম্প্রতি সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী ধর্ষণের সর্বোচ্চ শাস্তি কী? মৃত্যুদন্ড

১৫. কিরগিজস্তানের নতুন প্রেসিডেন্টের নাম কী? উত্তর : সাদির জাপারভ

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর