বুধবার, ৫ মে, ২০২১ ০০:০০ টা

নবম দশম শ্রেণির ব্যবসায় উদ্যোগ

মেহেরুন্নেসা খাতুন, সিনিয়র শিক্ষিকা

নবম দশম শ্রেণির ব্যবসায় উদ্যোগ

মডেল টেস্ট (পূর্ণমান : ১০০)

বহুনির্বাচনী প্রশ্ন (মান : ৩০)                 সময় : ৩০ মিনিট       

[সরবরাহকৃত নৈর্ব্যক্তিক উত্তরপত্রের সঠিক/সর্বোত্কৃষ্ট উত্তরের কালো বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা ভরাট করো। (প্রতিটি প্রশ্নের মান-১)]

১। জহুরুল ইসলাম কত সালে প্রথম শ্রেণির ঠিকাদার হিসেবে পরিচিতি পান?

       ক) ১৯৫২          খ) ১৯৫৩

       গ) ১৯৫৪          ঘ) ১৯৫৫

২। ব্যবসায় কোন ধরনের প্রতিষ্ঠান?

     ক) সামাজিক    খ) অর্থনৈতিক

     গ) রাজনৈতিক  ঘ) পারিবারিক

৩। বিসিক প্রদত্ত সহায়তা নিচের কোনটি?

    ক) প্রযুক্তিগত জ্ঞানদান

    খ) উদ্যোক্তা চিহ্নিতকরণ

    গ) আবিষ্কার ও উদ্ভাবন

    ঘ) শিল্প গবেষণার দিকনির্দেশনা

৪। আবুল কালাম আজাদ জীবনের প্রথমে কত টাকা নিয়ে ব্যবসায় শুরু করেন?

     ক) ২৫০ টাকা    খ) ৩৫০ টাকা

     গ) ৪৫০ টাকা    ঘ) ৫৫০ টাকা

৫। পরিবেশদূষণ থেকে রক্ষা পেতে প্রয়োজন

      র. গণসচেতনতা

      রর. আইন প্রয়োগ

      ররর. বর্জ্য অব্যবস্থাপনা

নিচের কোনটি সঠিক?

    ক) র ও রর        খ) র ও ররর

    গ) রর ও ররর       ঘ) র, রর ও ররর

৬। নারীর ক্ষমতায়নের লক্ষ্য নিয়ে কাজ করে

     ক) বেসিক ব্যাংক     খ) বিটাক

     গ) মহিলা অধিদপ্তর   ঘ) ব্র্যাক

উদ্দীপকটি পড় এবং ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :

মি. পলাশ শহর থেকে কাপড় কিনে গ্রামে বিক্রি করেন। তিনি ভোক্তাদের চাহিদা ও আগ্রহ অনুসারে কাপড় সরবরাহ করে থাকেন।

৭। মি. পলাশের ব্যবসাটিকে কী বলা হয়?

     ক) পাইকারি    খ) বিক্রয় প্রতিনিধি

     গ) খুচরা        ঘ) মজুদদারি

৮। বিপণন কার্যাবলিতে মি. পলাশের কাজটি হচ্ছে

i. ক্রয়-বিক্রয়  

ii. তথ্য সংগ্রহ

iii. ভোক্তা বিশ্লেষণ

নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii        খ) i ও iii

    গ) ii ও iii       ঘ) i, ii ও iii

৯। আদর্শ বিক্রয়কর্মীর কয়টি শারীরিক গুণাবলির প্রয়োজন?

      ক) ২টি  খ) ৩টি

      গ) ৪টি  ঘ) ৭টি

১০। বিপণনের মাধ্যমে উপযোগ সৃষ্টি হয়

       i. সময়গত   

   ii. স্থানগত

       iii. স্বত্বগত

নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii        খ) i ও iii

    গ) ii ও iii       ঘ) i, ii ও iii

১১। বদমেজাজি ও অসৎ কর্মচারী অপসারণ ব্যবস্থাপনার কোন অংশের আওতাভুক্ত?

    ক) নির্দেশনা দান      খ) কর্মীসংস্থান

    গ) নিয়ন্ত্রণ             ঘ) সংগঠিতকরণ

১২। কোনটির মাধ্যমে নেতৃত্ব দেওয়া হয়?

      ক) পরিকল্পনা     খ) সংগঠিতকরণ

      গ) নির্দেশনা        ঘ) নিয়ন্ত্রণ

১৩। কুটির শিল্পের কাঁচামাল পাওয়া যায়

     ক) রাজশাহীতে   খ) ঢাকায়

     গ) বরিশালে      ঘ) স্থানীয়ভাবে

১৪। নাটোর কোন বিভাগের অনুন্নত জেলা?

     ক) বরিশাল      খ) ঢাকা

     গ) রাজশাহী      ঘ) খুলনা

১৫। শিক্ষার হার ম্যাক্রোস্ক্রিনিংয়ের কোন উপাদানের অন্তর্ভুক্ত?

      ক) সাংস্কৃতিক পরিবেশ

      খ) জনসংখ্যা

      গ) অর্থনৈতিক পরিবেশ

      ঘ) রাজনৈতিক পরিবেশ

১৬। প্রকল্প শনাক্তকরণের গুরুত্বপূর্ণ উৎস কোনটি?

        ক) জরিপ          খ) পণ্য নির্বাচন

        গ) আইনগত পরিবেশ

        ঘ) রাজনৈতিক পরিবেশ

১৭। ঐতিহ্য ব্যবসায়ের কোন পরিবেশের উপাদান?

       ক) প্রাকৃতিক     খ) রাজনৈতিক

       গ) সামাজিক     ঘ) অর্থনৈতিক

১৮। কোনটি প্রত্যক্ষ সেবামূলক পেশার অন্তর্ভুক্ত নয়?

       ক) চিকিৎসক    খ) শিক্ষক

       গ) আইনজীবী   ঘ) মৎস্যজীবী

১৯। একজন উদ্যোক্তার প্রধান গুণ কোনটি?

    ক) কর্মোদ্যোগ

    খ) ব্যবসায় পরিচালনা

    গ) সংবেদনশীলতা

    ঘ) ঝুঁকি নিতে সহায়তা

২০। ব্যবসায়িক সাফল্য অর্জনে উদ্যোক্তা কোন কাজটি ত্যাগ করেন?

ক) ব্যক্তিগত বিনোদন খ) অন্যের অনুকরণ

গ) ঝুঁকি গ্রহণ  ঘ) প্রশিক্ষণ গ্রহণ

২১। কর্মদক্ষতা বৃদ্ধির জন্য কর্মীদের কোনটি প্রয়োজন?

        ক) শিক্ষা        খ) প্রশিক্ষণ

        গ) বেতন       ঘ) মনোবল

২২। বেকার সমস্যা একটি

ক) ব্যক্তিগত সমস্যা           

খ) পারিবারিক সমস্যা

গ) প্রাতিষ্ঠানিক সমস্যা        

ঘ) জাতীয় সমস্যা

২৩। ঘুমন্ত অংশীদারের বৈশিষ্ট্য কোনটি?

     ক) দায় সসীম

     খ) দায় অসীম

     গ) ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ

     ঘ) তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধতা

২৪। পাবলিক লিমিটেড কম্পানির ন্যূনতম কতজন পরিচালক থাকতে হবে?

     ক) ২   খ) ৩   গ) ৪  ঘ) ৫

উদ্দীপকটি পড় এবং ২৫ ও ২৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :

রুমি রহমান তাঁর আঁকা ছবির জন্য সরকারের কাছ থেকে আইনগত স্বত্বের অধিকারী হন। ফলে তাঁর ছবির অনুলিপি অন্য কেউ করতে পারবে না।

২৫। রুমি রহমানের চুক্তি কোন ধরনের?

      ক) কপিরাইট    খ) অংশীদারী

      গ) ট্রেডমার্ক      ঘ) পেটেন্ট

২৬। উক্ত চুক্তির ফলে রুমি রহমানের

      i. সাফল্য আনয়নে সহায়তা করবে

      ii. সৃষ্ট মেধা সম্পদের একচ্ছত্র অধিকারী হবেন

      iii. অন্যের দ্বারা ক্ষতিগ্রস্ত হলে প্রতিকার পাবেন

নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii        খ) i ও iii

    গ) ii ও iii       ঘ) i, ii ও iii

২৭। বেঙ্গল কো-অপারেটিভ ফেডারেশন কত সালে প্রতিষ্ঠিত হয়?

ক) ১৯০৪ সালে     খ) ১৯১৮ সালে

গ) ১৯১৭ সালে      ঘ) ১৯২৮ সালে

২৮। ফ্রাঞ্চাইজিং ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কী?

      ক) অর্থোপার্জন

      খ) পণ্যের স্বীকৃত মান

      গ) ব্র্যান্ডেড পণ্য

      ঘ) পুঁজি সরবরাহ

২৯। একজন উদ্যোক্তার প্রধান গুণ কয়টি?

      ক) ১৪টি         খ) ১৮টি

      গ) ২০টি         ঘ) ২২টি

৩০। কোনটি সামাজিক পরিবেশের উপাদান?

       ক) জলবায়ু      খ) ভূমি

       গ) মানবসম্পদ  ঘ) আইন-শৃঙ্খলা

 

উত্তর : ১. খ ২. খ ৩. খ ৪. গ ৫. ক ৬. ঘ ৭. গ ৮. ঘ ৯. খ ১০. ঘ ১১. গ ১২. গ ১৩. ঘ ১৪. গ ১৫. ক ১৬. ক ১৭. গ ১৮. ঘ ১৯. গ ২০. ক ২১. খ ২২. ঘ ২৩. গ ২৪. খ ২৫. ক ২৬. ঘ ২৭. খ ২৮. গ ২৯. খ ৩০. গ।

সর্বশেষ খবর