বুধবার, ১৯ মে, ২০২১ ০০:০০ টা

নবম-দশম শ্রেণির শারীরিক শিক্ষা

মো. আমিনুল ইসলাম, সিনিয়র শিক্ষক

বহুনির্বাচনী প্রশ্ন

১. ফুটবলের ফ্রি কিক কত প্রকার?

ক. ১ প্রকার    খ. ২ প্রকার

গ. ৩ প্রকার    ঘ. ৪ প্রকার

২. লোনা হলে কত পয়েন্ট?

ক. ২ পয়েন্ট    খ. ৩ পয়েন্ট

গ. ৪ পয়েন্ট    ঘ. ৫ পয়েন্ট                                                                                  

৩. হ্যান্ডবল মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ কত?                                                                                                                                

ক. ৩০ X ৪০   খ. ৪০ X ২০

গ. ৩৫ X ২০   ঘ. ৪০ X ২৫ মিটার

৪. শুটিং সার্কেলের ব্যাসার্ধ কত?

ক. ১০ গজ     খ. ১২ গজ 

গ. ১৪ গজ     ঘ. ১৬ গজ

৫. প্রজনন কী?

ক. গর্ভপাত   

খ. সন্তান জন্ম দান

গ. নবজাতকের পরিচর্যা 

ঘ. গর্ভকালীন রোগ

৬. কৈশোরে ছেলেমেয়েদের দ্রুত শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে। এর ফলে তাদের মধ্যে সৃষ্টি হয়?

i. ভয়     ii. আবেগ     iii. কৌতুহল

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii         খ) ii ও iii                    

গ) i ও iii        ঘ) i, ii ও iii

৭. স্বাস্থ্যকর, নিরাপদ ও আনন্দময় জীবনযাপনের জন্য প্রত্যেকের কী সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন?

ক. গর্ভধারণ

খ. বয়ঃসন্ধিকাল

গ. ঋতুস্রাব ও স্বপ্নদোষ

ঘ. প্রজনন স্বাস্থ্য

৮. কোন পাতায় নিকোটিন পাওয়া যায়?

ক. তামাক     খ. চা    গ. কফি    ঘ. আফিম

৯. বয়ঃসন্ধিকালে শরীর ও মনে পরিবর্তনের জন্য দায়ী হরমোন কোনটি?

ক. ভ্যালিন ও সিস্টিন 

খ. হিসটিডিন ও ট্রিপটোফনে

গ. ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন

ঘ. গ্লুটামিন ও অক্সামিন

১০. এইচআইভি ভাইরাস দেহের কোন সেলকে ধ্বংস করে ফেলে?

ক. অণুচক্রিকা    খ. শ্বেত রক্ত কণিকা

গ. সেক্স সেল   ঘ. লোহিত রক্ত কণিকা

১১. পুষ্প অটিস্টিক শিশু। চিকিৎসায় সম্পূর্ণ ভালো হবে না। ওর জন্য প্রয়োজন

i. নিবিড় পরিচর্যা    

ii. যথাযথ সহযোগিতা

iii. বিশেষ শিক্ষা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii         খ) ii ও iii                    

গ) i ও iii        ঘ) i, ii ও iii

১২. কোন রোগের নির্দিষ্ট লক্ষণ নেই?

ক. হাম        খ. এইডস   

গ. যক্ষ্মা            ঘ. সিফিলিস

১৩. আয়োডিনের অভাবে কোন রোগ হয়?

ক. রাতকানা     খ. রিকেটস

গ. গলগন্ড     ঘ. রক্তশূন্যতা

১৪. ভিটামিন ডি-এর অভাবে কোন রোগ হয়?

ক. রিকেটস     খ. বেরিবেরি

গ. স্কার্ভি       ঘ. রাতকানা

১৫. স্কার্ভি রোগের সৃষ্টি হয় কীসের অভাবে?

ক. ভিটামিন সি      খ. ভিটামিন ডি

গ. ভিটামিন কে       ঘ. ভিটামিন ই

১৬. থিয়ামিনের অভাবে কী রোগ হয়?

ক. বেরিবেরি     খ. এইডস

গ. উচ্চ রক্তচাপ      ঘ. গনোরিয়া

১৭. এন্টিবডি উৎপাদনে মুখ্য ভূমিকা পালন করে কোনটি?

ক. আমিষ      খ. খাদ্যপ্রাণ  

গ. স্নেহ        ঘ. শর্করা

১৮. মানসিক অস্থিরতা দূর করার জন্য প্রয়োজন?

ক. উন্নত পারিবারিক পরিবেশ

খ. উন্নত খাবার 

গ.  খেলাধুলা  

ঘ. ভালো বাড়ি

১৯.   ডারউইনের মতে এককোষী প্রাণীর প্রথম বিবর্তন হলো কোনটি?

ক. উদ্ভিদ      খ. জলজ প্রাণী

গ. স্থলজ প্রাণী   ঘ. আঙুলযুক্ত প্রাণী

 

উত্তরমালা : ১.খ ২.ক ৩.খ ৪.খ ৫.খ ৬.ঘ ৭.ঘ ৮.ক ৯.গ ১০.খ ১১. ঘ ১২.খ ১৩.গ ১৪.ক ১৫.ক ১৬.ক ১৭.ক ১৮.ক ১৯.খ

সর্বশেষ খবর