রবিবার, ২০ জুন, ২০২১ ০০:০০ টা

ষষ্ঠ শ্রেণির বাংলা প্রথম পত্র

মো. আমিনুল ইসলাম : সিনিয়র শিক্ষক

নীলনদ ও পিরামিডের দেশ

-সৈয়দ মুজতবা আলী

 

বহুনির্বাচনী প্রশ্ন

 

১.            প্রাচীন মিসরের সম্রাটদের কী বলা হতো?   

                ক. রাজা               খ. বাদশাহ

                গ. ফারাও            ঘ. সুলতান

২.           ‘ক্যাবারে’ শব্দের অর্থ কী?         

                ক. নাচঘরে         খ. ফাঁকতলে

                গ. ঠাসাঠাসি       ঘ. কাফেলা

৩.           বারকোশের নমুনায় খাবারের মধ্যে ছিল-

                i. মুরগির মুসল্লম              i i. শামি কাবাব

                i i i. শিক কাবাব

                নিচের কোনটি সঠিক?

                ক. i ও i i                খ. i ও i i i

                গ. i i ও i i i           ঘ. i, i i ও i i i

 

                উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :

                সাকিব শেরপুরে ‘গজনী অবকাশ’ দেখতে তার বন্ধুকে নিয়ে রওনা দিল। বাসযোগে তারা যাওয়ার পথে দুই পাশের প্রাকৃতিক পরিবেশ দেখে মুগ্ধ। ‘গজনী অবকাশ’ পাহাড় ও সমতল ভূমিতে ঘেরা, যা দেখতে প্রাকৃতিক ও কৃত্রিম সৌন্দর্যে অপূর্ব।

৪.           উদ্দীপকটি ‘নীলনদ ও পিরামিডের দেশ’-এর সঙ্গে সংগতিপূর্ণ হওয়ার কারণ-

                i. প্রাকৃতিক সৌন্দর্য

                i i. কৃত্রিম সৌন্দর্য

                i i i. পাহাড় ও সমতল ভূমি

                নিচের কোনটি সঠিক?        

                ক. i ও i i                খ. i ও i i i

                গ. i i ও i i i           ঘ. i, i i ও i i i

 

৫.           উদ্দীপকটি ‘নীলনদ ও পিরামিডের দেশ’-এর সঙ্গে সাদৃশ্যপূর্ণের কারণ-

                i. ঐতিহ্য              i i. স্থাপত্যশৈলী

                i i i. পর্যটকদের আগ্রহ

                নিচের কোনটি সঠিক?        

                ক. i ও i i                খ. i ও i i i

                গ. i i ও i i i           ঘ. i, i i ও i i i

 

৬.           মরুভূমির ওপর চন্দ্রালোকের দৃশ্য কেমন দেখায়?

                ক. স্নিগ্ধ                খ. নির্মল

                গ. আশ্চর্য           ঘ. অদ্ভুত

৭.           সৈয়দ মুজতবা আলী কত সালে জন্মগ্রহণ করেন?

                ক. ১৯০১ সালে  খ. ১৯০২ সালে

                গ. ১৯০৩ সালে ঘ. ১৯০৪ সালে

৮.           ভূতের চোখ কোন রঙের হয় বলে শোনা যায়?

                ক. কালো             খ. সবুজ

                গ. লাল ঘ. নীল

৯.           ভুবন বিখ্যাত পিরামিডের উচ্চতা কত ফুট?  

                ক. প্রায় ৫০০ ফুট    

                খ. প্রায় ৬০০ ফুট

                গ. প্রায় ৭০০ ফুট      

                ঘ. প্রায় ৮০০ ফুট

১০.         কায়রো শহরের রেস্তোরাঁগুলো কেমন?      

                ক. পরিচ্ছন্ন        খ. নোংরা

                গ. চাকচিক্য       ঘ. বিলাসবহুল

১১.         লেখক মিসরীয় রান্নাকে ভারতীয় রান্নার কী হিসেবে তুলনা করেছেন?

                ক. মামাতো বোন খ. খালাতো  বোন

                গ. চাচাতো বোন       

                ঘ. ফুফাতো  বোন

১২.         পিরামিডে ব্যবহƒত পাথর চার-পাঁচ টুকরা একত্র করলে কীসের সাইজ হবে?

                ক. ইঞ্জিনের           খ. ছোট ঘরের

                গ. জিপ গাড়ির        ঘ. ছোট নদীর

(চলবে)

 

উত্তরমালা : ১. গ ২. ক ৩. ঘ ৪. ক ৫. ঘ ৬. ঘ ৭. ঘ    ৮. খ ৯. ক ১০. খ ১১. ক ১২. ক

সর্বশেষ খবর