মঙ্গলবার, ২২ জুন, ২০২১ ০০:০০ টা

সাধারণ জ্ঞান

মিজানুর রহমান : সিনিয়র শিক্ষক

১. নিচের কোনটির বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি?

উত্তর : রূপা ২. বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির- উত্তর : ঘনত্ব বেশি ৩. Photosynthesis takes place in – All parts of the plants উত্তর : Green parts of the plants

৪. ইউরিয়া থেকে উদ্ভিদ কি খাদ্য উপাদান প্রহণ করে ?

উত্তর : নাইট্রোজেন ৫. ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় তা হলো-

উত্তর : চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয় ৬. ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা? উত্তর : এডিস ৭. সুষম খাদ্যের উপাদান কয়টি?

উত্তর : ৬ টি ৮. ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে?

উত্তর : অগ্ন্যাশয় হতে ৯. হাড় ও দাঁত কে মজবুত করে-

উত্তর : ফসফরাস ১০. অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হল  উত্তর : গ্লুকোজেন ১১. প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে- উত্তর : ইভোলিউশন ১২. কোন খাদ্যে প্রোটিন বেশি? উত্তর : মসুর ডাল ১৩. কোন ডালের সঙ্গে ল্যাথারাইজম রোগের সর্ম্পক আছে? উত্তর : খেসারী

১৪. সুনামির (Tsumami) কারণ হলো- উত্তর : সমুদ্র তলদেশের ভূমিকম্প

১৫. জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি?

উত্তর : পানি সেচ ১৬. নবায়নযোগ্য জ্বালানি কোনটি? উত্তর : পরামাণু শক্তি ১৭. কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়?

উত্তর : শুশুক ১৮. প্রাকৃতিক কোন উৎস হতে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়?

উত্তর : বৃষ্টি ১৯.Lunar eclipse occurs on –

উত্তর :  A full moon day

২০. The term PC means – উত্তর : Personal computer

 

২১. পরমাণুর নিউক্লিয়াসে কী কী থাকে? উত্তর : নিউট্রন ও প্রোট্রন ২২. গাড়ীর ব্যাটারীতে কোন এসিড ব্যবহার করা হয়? উত্তর : সালফিউরিক

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর